গাইবান্ধায় দূর্বৃত্তদের ছোড়া এসিডে দগ্ধ মা-মেয়ে
এল এন শাহী, গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ:
গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলার তরফ সাদুল্যাপুর গ্রামে দূর্বৃত্তদের ছোড়া এসিডে মা ও মেয়ে দগ্ধ হয়েছে।তারা পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছেন।
জানা যায়, বৃহস্পতিবার (২০) মার্চ রাত ১১ টার দিকে উপজেলার ইদুলপুর ইউনিয়নের তরফ সাদুল্যাপুর গ্রামে এই ঘটনা ঘটে। আহত রশিদা বেগম( ৪৮) ওই এলাকার বাদশা মিয়ার স্ত্রী।এবং সুমি (২৫) তার মেয়ে।
সাদুল্যাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরহাদ ইমরুল কায়েস বিষয়টি নিশ্চিত করে জানান, আহত মা ও মেয়ে রাতে বাড়ির উঠোনে টংয়ে বসে ছিলেন।এরপর প্রকৃতির ডাকে সারা দিতে তারা বাড়ীর পিছনে যান। সেখান থেকে ফেরার পথে পেছন থেকে দূর্বৃত্তরা তাদের শরীরে এসিড নিক্ষেপ করে পালিয়ে যায়।এতে তারা দগ্ধ হয়।পরে প্রতিবেশিরা মা ও মেয়েকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। তিনি আরও বলেন,আহতরা দূর্বৃত্তদের চিনতে পারেনি। তবে অপরাধীদের চিহ্নিত করতে পুলিশের অভিযান অব্যাহত আছে।
হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক সজিব কুমার মুঠোফোনে জানান, আহত মা রশিদা বেগমের হাত, পিঠ ও পায়ে ১০ ভাগ আর মেয়ে সুমীর চার ভাগ পুড়ে গেছে।
এই সংক্রান্ত আরো সংবাদ
গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় শয়নকক্ষ থেকে গলায় ওড়না পেঁচানো অবস্থায় পান্নাবিস্তারিত পড়ুন
গাইবান্ধায় সাড়ে তিন বছরের শিশু ধর্ষণের চেষ্টায় যুবক গ্রেপ্তার
গাইবান্ধা সদর উপজেলায় সাড়ে তিন বছরের একটি শিশুকে ধর্ষণের চেষ্টাবিস্তারিত পড়ুন
গাইবান্ধার ফুলছড়িতে স্ত্রীকে শ্বাসরোধে হত্যা
এল. এন. শাহী, গাইবান্ধা জেলা প্রতিনিধি: গাইবান্ধার ফুলছড়িতে যৌতুকের দাবীতেবিস্তারিত পড়ুন