রবিবার, নভেম্বর ২৪, ২০২৪

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

গাইবান্ধায় নান্দনিক মৃৎশিল্প বিলুপ্ত হয়ে যাচ্ছে !

তোফায়েল হোসেন জাকির, গাইবান্ধা: গাইবান্ধায় মৃৎশিল্প বিলুপ্ত হয়ে যাচ্ছে। কালের বিবর্তনে ধাতব, প্লাস্টিক, ম্যালামাইন ও চিনামাটির সামগ্রীর ব্যবহার বেড়ে যাওয়ায় মৃৎশিল্পে নেমে এসেছে দুর্দিন। ফলে বেকার হয়ে পড়ছেন মৃৎশিল্পীরা, মানবেতর জীবন যাপন করছেন অনেকেই।

জেলার পলাশবাড়ি উপজেলার হরিণাথপুর ইউনিয়নের ভেলাকোপা গ্রামের বাসিন্দা ভবানী চন্দ্র পাল বলেন, আমরা মাটি দিয়ে বিভিন্ন সামগ্রী তৈরি করেন। নরম কাদামাটি দিয়ে নিপুণ কৌশলে গড়ে তোলেন বিভিন্ন তৈজষপত্র ও গৃহস্থালিকাজে ব্যবহার্য সামগ্রী। সনাতন স¤প্রদায়ের পাল বংশের লোকজন বংশপরম্পরায় তারা এ কাজ করে আসছেন।

তিনি আরও বলেন, মৃৎশিল্পের মূল উপাদান এঁটেল মাটি। এ মাটি দিয়ে তৈরি উপকরণের মধ্যে উল্লেখ যোগ্য হলো হাঁড়ি, কলসি, ঘড়া, ঘাগড়া, সানকি, প্রদীপ, পাঁজাল বা ধুপতি, গøাস, বদনা, ঝাঁঝর, চাড়ি, মটকি বা মটকা, পিঠার সাজ, সরা, ঢাকনা, বাটি, ফুলের টব, পুতুল, প্রতিমা, মূর্তি প্রভৃতি।
মৃৎ শিল্পের দুর্দিন এবং এ সময়ে নিজ এলাকায় কোনো কর্ম না থাকায় একই জেলার গোবিন্দগঞ্জ উপজেলার কোচাশহর ইউনিয়নের শক্তিপুর গ্রামের পালপাড়ায় শ্বশুর বাড়িতে সপরিবারে অশ্রয় নিয়েছেন ভবানী চন্দ্র পাল। কালের বিবর্তনে মানুষ ধাতব, প্লাস্টিক, ম্যালামাইন ও চিনামাটির সামগ্রীর ব্যবহারে ঝুঁকে পড়ায় মৃৎশিল্পের কদর নেই বললেই চলে।

ভবানী পালের স্ত্রী মঞ্জুরীরানী পাল জানান, কোচাশহরে কিছুটা হলেও কাজ পাওয়া যায়। কিন্তু ভেলাকোপায় গ্রামে একেবারেই সে সুযোগ নেই। এখানে এসে কিছু নার্সারির চারা গাছের টব বানানোর কাজ পেয়েছি। পোড়ানোর খরচ বাদে প্রতি হাজারে এক হাজার টাকা চুক্তিতে এখন স্বামী-স্ত্রী মিলেই সেই টব বানাচ্ছি। দুইজন মিলে এক হাজার টব তৈরি করতে সময় লাগে ৭/৮ দিন। তবে এটা উপযুক্ত মজুরি নয় উল্লেখ করে মঞ্জুরানী বলেন, কাজ না থাকায় বাধ্য হয়ে অল্প টাকায় টব বানাতে হচ্ছে।

উপজেলার নাকাই ইউনিয়নের পোগইল গ্রামের আলহাজ মছির উদ্দিন সরকার জানান, অতীতে নৌকাবোঝাই করে এসব সামগ্রী নিয়ে পাল বংশের লোকজন বেশ কয়েক দিনের জন্য বেরিয়ে পড়তেন। নদী তীরবর্তী বিভিন্ন গ্রামগঞ্জে সেগুলো বিক্রি শেষে বাড়ি ফিরতেন। মাটির এসব সামগ্রী তৈরিতে কুমার পরিবারের নারীদেরও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।

মাটির তৈরি সামগ্রী বিক্রেতা গোবিন্দগঞ্জ পৌর এলাকার যতীন্দ্রনাথ পাল জানান, মৃৎশিল্পীরা বৈশাখ মাসে কোনো মাটির জিনিস তৈরি করেন না, শুধু বিক্রি করেন। প্রাচীনকাল থেকেই এসব সামগ্রী বাংলার মানুষ নিত্য প্রয়োজনে ব্যবহার করে আসছে। কিন্তু এখন আধুনিকতার ছোঁয়া লাগায় মাটির জিনিস তেমন একটা বিক্রি হয় না। প্রায় সবাই ধাতব, প্লাস্টিক, ম্যালামাইন ও চিনামাটির সামগ্রী ব্যবহার করায় কুমার শ্রেণির পেশা এখন হুমকির মুখে পড়েছে।

কোচাশহর ইউনিয়নের শক্তিপুর গ্রামের পালপাড়ার বাসিন্দা নেপাল চন্দ্র পাল জানান, এই পাড়ার ১শ ৩০টি পাল পরিবার মৃৎশিলেল্পর ওপর নির্ভশীল। বংশপরম্পরায় তাদের জীবন-জীবিকা মৃৎশিল্পের সঙ্গে যুক্ত। কিন্তু এখন মাটির তৈরি তৈজষের কদর কমে যাওয়ায় পরিবারগুলো কর্মহীন হয়ে পড়ছে।

তবে নেপাল চন্দ্রের স্ত্রী বাসন্তীরানী জানান, নতুন করে মৃৎশিল্পের আর একটি শাখা উন্মোচিত হয়েছে, সেটি হলো নান্দনিক মৃৎশিল্প। এ শাখার শিল্পীরা মাটি দিয়ে বিভিন্ন শৌখিন সামগ্রী ও শিল্পকর্ম তৈরি করে থাকেন, যাকে বলা হয় পটারি। তারা টেরাকোটা বা মৃৎফলকে খোদাই করে সুন্দর সুন্দর শো পিস তৈরি করেন। এ ছাড়া বিভিন্ন মূর্তি, অলঙ্কার, নকশিপাত্র, ঘণ্টা ইত্যাদি তৈরি করছেন। দেশের বিভিন্ন এলাকার অনেক দোকানে এসব শৌখিন মৃৎসামগ্রী দেখা যায়। শহুরে দোকানে এগুলো বিক্রিও হয় উচ্চমূল্যে।

এই সংক্রান্ত আরো সংবাদ

গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় শয়নকক্ষ থেকে গলায় ওড়না পেঁচানো অবস্থায় পান্নাবিস্তারিত পড়ুন

গাইবান্ধায় সাড়ে তিন বছরের শিশু ধর্ষণের চেষ্টায় যুবক গ্রেপ্তার

গাইবান্ধা সদর উপজেলায় সাড়ে তিন বছরের একটি শিশুকে ধর্ষণের চেষ্টাবিস্তারিত পড়ুন

গাইবান্ধার ফুলছড়িতে স্ত্রীকে শ্বাসরোধে হত্যা

এল. এন. শাহী, গাইবান্ধা জেলা প্রতিনিধি: গাইবান্ধার ফুলছড়িতে যৌতুকের দাবীতেবিস্তারিত পড়ুন

  • গাইবান্ধায় কিংবদন্তি মীরের বাগানে ইচ্ছা পূরণের মাসব্যাপী বৈশাখী মেলা
  • গাইবান্ধায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু
  • গাইবান্ধায় দূর্বৃত্তদের ছোড়া এসিডে দগ্ধ মা-মেয়ে
  • গাইবান্ধায় পিকআপ চাপায় প্রজন্মলীগ নেতা নিহত
  • গাইবান্ধায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার বিষপান!
  • গাইবান্ধায় আগুনে পুড়ে বৃদ্ধার মৃত্যু
  • গাইবান্ধায় গলায় ওড়না পেচিয়ে স্কুলছাত্রীর আত্মহত্যা
  • গাইবান্ধায় পুলিশী হেফাজতে ডাকাতের মৃত্যু
  • লিটনের আসনে আ. লীগের জয়
  • গাইবান্ধায় ফের সড়ক দুর্ঘটনায় নিহত-১
  • গাইবান্ধায় সড়ক দুর্ঘটনায় নিহত-৬: আহত-১৫
  • অবশেষে প্রতিবন্ধী কিশোরী ধর্ষণ, জাতীর কাছে এটাই কি পাওয়ার ছিল !