গাইবান্ধায় পুলিশের জঙ্গি বিরোধী মানববন্ধনে
তোফায়েল হোসেন জাকির, গাইবান্ধা: সচেতনতা বৃদ্ধির লক্ষে গাইবান্ধা জেলা পুলিশ শহরের ডিবি রোডে ঘন্টাব্যাপী জঙ্গিবাদ বিরোধী মানববন্ধন কর্মসুচি পালন করেছে। রোববার দুপুরে মানববন্ধনে নিজের সন্তানের প্রতি খেয়াল রাখতে জেলা পুলিশের পক্ষ থেকে সর্বস্তরের মানুষকে আহবান জানানো হয়।
মানববন্ধনে গাইবান্ধা জেলা পুলিশের কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন। এর সাথে একাত্মতা প্রকাশ করে জেলা আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন নেতাকর্মী, শিক্ষক, ছাত্র-ছাত্রী, ব্যবসায়ী, পথচারি, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনের মানুষ অংশ নেয়।
মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন গাইবান্ধার পুলিশ সুপার মো. আশরাফুল ইসলাম, সদর থানার অফিসার ইনচার্জ একেএম মেহেদী হাসান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোজাম্মেল হক মন্ডল, জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক দীপক কুমার পাল, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি রেজাউল করিম রেজা, সাংবাদিক সরকার মো. শহীদুজ্জামান প্রমুখ।
মানববন্ধন শেষে “ঘরে ঘরে হও সচেতন, জঙ্গিবাদের হবেই পতন” এই শ্লোগাণ সম্বলিত পোষ্টার দেয়ালে লাগিয়ে কর্মসুচির উদ্বোধন করেন গাইবান্ধার পুলিশ সুপার মো. আশরাফুল ইসলাম। পোষ্টারে লেখা ছিল, ইসলাম সন্ত্রাসকে সমর্থন করে না; জঙ্গিবাদ পরিবার, সমাজ ও রাষ্ট্রের জন্য মারাত্মক হুমকি; উগ্রবাদি জঙ্গিদের মিথ্যা প্ররোচনা থেকে আপনার সন্তানকে দূরে রাখুন এবং না-না-না জঙ্গিবাদকে না বলুন। পর্যায়ক্রমে পোষ্টার জেলার বিভিন্ন স্থানে লাগানো হয়।
এই সংক্রান্ত আরো সংবাদ
গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় শয়নকক্ষ থেকে গলায় ওড়না পেঁচানো অবস্থায় পান্নাবিস্তারিত পড়ুন
গাইবান্ধায় সাড়ে তিন বছরের শিশু ধর্ষণের চেষ্টায় যুবক গ্রেপ্তার
গাইবান্ধা সদর উপজেলায় সাড়ে তিন বছরের একটি শিশুকে ধর্ষণের চেষ্টাবিস্তারিত পড়ুন
গাইবান্ধার ফুলছড়িতে স্ত্রীকে শ্বাসরোধে হত্যা
এল. এন. শাহী, গাইবান্ধা জেলা প্রতিনিধি: গাইবান্ধার ফুলছড়িতে যৌতুকের দাবীতেবিস্তারিত পড়ুন