গাইবান্ধায় বাঁধ ভেঙে ৩০ গ্রাম প্লাবিত
গাইবান্ধার ফুলছড়ি উপজেলার উদাখালী ইউনিয়নের সিংড়িয়া বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ভেঙে অন্তত ৩০টি গ্রামে পানি প্রবেশ করেছে। এতে অন্তত ২৪ হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। শুক্রবার রাতে ব্রহ্মপুত্রের পানির চাপে বাঁধটি ভেঙে যায়। এতে প্রায় ৫০টি বসতঘর পানিতে ভেসে যায়। আহত হয় ১০ জন। ফুলছড়ি উপজেলার উদাখালী ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন জানান, বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ভেঙে গাইবান্ধা-ফুলছড়ি সড়কের বিভিন্ন স্থান তলিয়ে গেছে। এতে যানবাহন চলাচল বন্ধ রয়েছে।
স্থানীয়রা জানান, ব্রহ্মপুত্রের পানির চাপে রাত সাড়ে ৯টার দিকে সিংড়িয়া বন্যা নিয়ন্ত্রণ বাঁধের উদাখালী ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য রাজা মিয়ার বাড়ির কাছে প্রায় ২০০ ফুট ভেঙে যায়। এতে উপজেলার উদাখালী ও কঞ্চিপাড়া ইউনিয়নের অন্তত ২০টি গ্রাম প্লাবিত হয়। এ ছাড়া সদর উপজেলার বোয়ালি ইউনিয়নের বোয়ালি, খামার বোয়ালি ও তালুক বুড়াইলসহ ১০টি গ্রাম প্লাবিত হয়।
গাইবান্ধা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী প্রকাশ কুমার সরকার জানান, শুক্রবার সন্ধ্যায় ব্রহ্মপুত্রের পানি বিপৎসীমার ৯০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হওয়ায় পানির চাপ বেড়ে যায়। এতে সিংরিয়ার বাজারে ওয়াপদা বাঁধের কিছু অংশ ভেঙে যায়। তবে ক্ষতির পরিমাণ জানা যায়নি।
এই সংক্রান্ত আরো সংবাদ
গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় শয়নকক্ষ থেকে গলায় ওড়না পেঁচানো অবস্থায় পান্নাবিস্তারিত পড়ুন
গাইবান্ধায় সাড়ে তিন বছরের শিশু ধর্ষণের চেষ্টায় যুবক গ্রেপ্তার
গাইবান্ধা সদর উপজেলায় সাড়ে তিন বছরের একটি শিশুকে ধর্ষণের চেষ্টাবিস্তারিত পড়ুন
গাইবান্ধার ফুলছড়িতে স্ত্রীকে শ্বাসরোধে হত্যা
এল. এন. শাহী, গাইবান্ধা জেলা প্রতিনিধি: গাইবান্ধার ফুলছড়িতে যৌতুকের দাবীতেবিস্তারিত পড়ুন