গাইবান্ধায় বাল্য বিয়ের হাত থেকে রক্ষা পেল স্কুল ছাত্রী নার্গিস
কনের বাড়িতে বিয়ের ধুমধাম চলছে। বরযাত্রী এসে পৌঁছেছে। চলছিল অতিথিদের খাওয়া-দাওয়া। এখন অপেক্ষা শুধু কাজী ও ইমাম সাহেবের। ঠিক এমন সময় আচমকা বিয়ে বাড়িতে হাজির হয় একদল পুলিশ। নিমেষেই বদলে যায় উৎসবের চিত্র।
অবস্থা বেগতিক দেখে বর ও বরযাত্রী ভোঁ দৌড় দিয়ে এলাকা পার। ফলে বিয়ের অনুষ্ঠান বন্ধ হলে বাল্য বিয়ে থেকে রক্ষা পায় নার্গিস খাতুন (১৪) নামে অষ্টম শ্রেণির এক ছাত্রী।
সোমবার রাত সাড়ে ১১টার দিকে গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার হোসেনপুর ইউনিয়নের শ্রীকলা গ্রামে এ ঘটনা ঘটে। বাল্য বিয়ের হাত থেকে রক্ষা পাওয়া নার্গিস খাতুন ওই গ্রামের লাল মিয়ার মেয়ে। সে হাঁসবাড়ী উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী।
পুলিশ ও স্থানীয়রা জানান, নার্গিসের সঙ্গে মধ্য রামচন্দ্রপুর গ্রামের এন্তাজ আলীর ছেলে সিরাজুল ইসলামের (২৩) বিয়ে ঠিক হয়। সোমবার রাতে কনের বাড়িতে বিয়ের ধুমধাম চলছিল। বাল্য বিয়ের খবর পেয়ে বিয়ে বাড়িতে অভিযান চালায় পুলিশ। এ সময় পুলিশ উপস্থিতি দেখে বর ও বরযাত্রী ভোঁ দৌড়ে পালিয়ে যায়।
পলাশবাড়ী থানা পুলিশের উপ-পরিদর্শক (এস আই) মোঃ হাবিব বাহার বিষয়টি নিশ্চিত করে আমাদের কণ্ঠস্বরকে বলেন, বাল্য বিয়ে হচ্ছে এমন গোপন খবরে অভিযান চালানো হয়। পরে ১৮ বছর না হলে মেয়ের বিয়ে দেব না এ মর্মে মেয়ের বাবার মুচলেকা নেওয়া হয়।
উল্লেখ্য, ১৩ ডিসেম্বর হাসঁবাড়ী স্কুল মাঠে হোসেনপুর ইউনিয়ন পরিষদের আয়োজনে ইউনিয়নকে বাল্য বিয়ে মুক্ত ঘোষণা করা হয়। এরপর ১৬ ডিসেম্বর গোটা গাইবান্ধা জেলাকে বাল্য বিয়ে মুক্ত ঘোষণা করা হয়।
এই সংক্রান্ত আরো সংবাদ
গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় শয়নকক্ষ থেকে গলায় ওড়না পেঁচানো অবস্থায় পান্নাবিস্তারিত পড়ুন
গাইবান্ধায় সাড়ে তিন বছরের শিশু ধর্ষণের চেষ্টায় যুবক গ্রেপ্তার
গাইবান্ধা সদর উপজেলায় সাড়ে তিন বছরের একটি শিশুকে ধর্ষণের চেষ্টাবিস্তারিত পড়ুন
গাইবান্ধার ফুলছড়িতে স্ত্রীকে শ্বাসরোধে হত্যা
এল. এন. শাহী, গাইবান্ধা জেলা প্রতিনিধি: গাইবান্ধার ফুলছড়িতে যৌতুকের দাবীতেবিস্তারিত পড়ুন