গাইবান্ধায় মাইক্রোবাসের ধাক্কায় ২পথচারী নিহত
গাইবান্ধা প্রতিনিধি : জেলার গোবিন্দগঞ্জ উপজেলায় রংপুর-ঢাকা মহাসড়কের অবিরামপুর এলাকায় মাইক্রোবাসের ধাক্কায় দুই পথচারী নিহত হয়েছেন। বুধবার (৭ সেপ্টেম্বর) রাত পৌনে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন-বেলাল হোসেন (৫২) ও সেজেকা বেগম (৫০)। নিহত বেলাল হোসেনের বাড়ি জেলার গোবিন্দগঞ্জ উপজেলার দরবস্ত ইউনিয়নের অবিরামপুর গ্রামে। তিনি ওই গ্রামের মৃত্যু সিরাজুল ইসলামের ছেলে এবং সেজেকা বেগম পলাশবাড়ী উপজেলার দুবলাগাড়ি গ্রামের মৃত বাচ্চা মিয়ার স্ত্রী।
স্থানীয়রা জানান, বেলাল হোসেন ও সেজেকা বেগম ব্যাটারিচালিত অটোবাইক থেকে অবিরামপুরে নামেন। পরে তারা দু’জনে মহাসড়কের ওপর দিয়ে হাঁটছিলেন। এ সময় ঢাকা থেকে আসা কুড়িগ্রামগামী একটি মাইক্রোবাসের চালক নিয়ন্ত্রণ হারিয়ে তাদের ধাক্কা দেয়। এতে দু’জন ঘটনাস্থলেই মারা যান। এরপর মাইক্রোবাসটি খাদে পড়ে গেলে মাইক্রোবাসে থাকা শিশুসহ ৫ জন আহত হন।
গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল বাশার দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে লাশ উদ্ধার করা হয়েছে। আহতদের উদ্ধার করে গোবিন্দগঞ্জ ও পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এই সংক্রান্ত আরো সংবাদ
গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় শয়নকক্ষ থেকে গলায় ওড়না পেঁচানো অবস্থায় পান্নাবিস্তারিত পড়ুন
গাইবান্ধায় সাড়ে তিন বছরের শিশু ধর্ষণের চেষ্টায় যুবক গ্রেপ্তার
গাইবান্ধা সদর উপজেলায় সাড়ে তিন বছরের একটি শিশুকে ধর্ষণের চেষ্টাবিস্তারিত পড়ুন
গাইবান্ধার ফুলছড়িতে স্ত্রীকে শ্বাসরোধে হত্যা
এল. এন. শাহী, গাইবান্ধা জেলা প্রতিনিধি: গাইবান্ধার ফুলছড়িতে যৌতুকের দাবীতেবিস্তারিত পড়ুন