গাইবান্ধায় মাদক সেবনের দায়ে ৩ যুবকের কারাদণ্ড

গাইবান্ধা প্রতিনিধি : জেলার সদর উপজেলায় মাদক সেবনের দায়ে তিন যুবককে দুই বছর করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আশরাফুল মমিন খান রবিবার রাত সাড়ে ৯টার দিকে এ দণ্ডাদেশ দেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন—সদর উপজেলার কুঠিপাড়া গ্রামের সবুর মিয়ার ছেলে মমিনুল হাসান (৩০), মহুড়া পাড়ার হায়দার খানের ছেলে পারভেজ খান (৩০) ও মুন্সিপাড়ার হায়দার আলীর ছেলে আহসান হাবীব (২৪)।
এর আগে সন্ধ্যার সদর থানা পুলিশ অভিযান চালিয়ে কুঠিপাড়া এলাকা থেকে মাদক সেবন অবস্থায় তাদের আটক করে। এ সময় তাদের কাছ থেকে ২০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পরে তাদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে বিচারক প্রত্যেককে দুই বছর করে বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেন।
দণ্ডপ্রাপ্ত তিন যুবকের বিরুদ্ধে সদর থানায় মাদকের একাধিক মামলা রয়েছে। সোমবার সকালে তাদের জেলা কারাগারে পাঠানো হবে বলেও জানান ওসি।
এই সংক্রান্ত আরো সংবাদ

গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় শয়নকক্ষ থেকে গলায় ওড়না পেঁচানো অবস্থায় পান্নাবিস্তারিত পড়ুন

গাইবান্ধায় সাড়ে তিন বছরের শিশু ধর্ষণের চেষ্টায় যুবক গ্রেপ্তার
গাইবান্ধা সদর উপজেলায় সাড়ে তিন বছরের একটি শিশুকে ধর্ষণের চেষ্টাবিস্তারিত পড়ুন
গাইবান্ধার ফুলছড়িতে স্ত্রীকে শ্বাসরোধে হত্যা
এল. এন. শাহী, গাইবান্ধা জেলা প্রতিনিধি: গাইবান্ধার ফুলছড়িতে যৌতুকের দাবীতেবিস্তারিত পড়ুন