গাইবান্ধায় যৌতুকের টাকার জন্য স্ত্রীকে হত্যা
গাইবান্ধা: যৌতুকের টাকার জন্য গাইবান্ধার পলাশবাড়িতে স্বামী নান্নু আকন্দের বিরুদ্ধে স্ত্রী শাহনাজ আকতার পলিকে হত্যার পর লাশ ঝুলিয়ে রাখার অভিযোগ উঠেছে।
শুক্রবার রাতে সদর উপজেলার খোলাহাটি গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতের স্বজনরা জানান, খোলাহাটি গ্রামের শামসুল হকের দ্বিতীয় মেয় শাহনাজ আকতার পলি। গত ৩ বছর আগে বিয়ে হয় পলাশবাড়ি উপজেলার নয়নপুর গ্রামের শহিদুল ইসলামের ছেলে নান্নু আকন্দের সঙ্গে। বিয়ে পর থেকেই যৌতুকের টাকা নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব চলে আসছিলো। কয়েকদিন আগে শ্বশুর বাড়ি থেকে টাকা আনার জন্য নান্নু তার স্ত্রীকে চাপ দেয়। এতে স্ত্রী রাজি না হওয়ায় শুক্রবার রাতে দু’জনের মধ্যে কথাকাটি হয়। রাত ১১ টার দিকে ঘরের মধ্যে ঝুলন্ত অবস্থায় শাহনাজের লাশ দেখতে পেয়ে বাড়ির লোকজন চিৎকার দেয়। পরে আশপাশের লোকজন থানায় খবর দিলে পুলিশ এসে ময়না তদন্তের জন্য লাশ শনিবার (৩০ এপ্রিল) ১২ টার দিকে গাইবান্ধা হাসপাতালের মর্গে পাঠায়।
গৃহবধূর ভাই আবু ব্কর জানান, তার বোনকে যৌতুকের টাকার জন্য হত্যা করে লাশ ঝুলিয়ে রাখা হয়েছে। এ ঘটনায় তিনি বোনের শ্বশুর বাড়ির লোকজনের বিচার দাবি করেছেন।
পলাশবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবর রহমান এ ঘটনার সত্যতা নিশ্চিত করে তিনি বলেন, ডাক্তারি পরীক্ষার পর বলা যাবে এটি হত্যা না আত্মহত্যা।
এই সংক্রান্ত আরো সংবাদ
গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় শয়নকক্ষ থেকে গলায় ওড়না পেঁচানো অবস্থায় পান্নাবিস্তারিত পড়ুন
গাইবান্ধায় সাড়ে তিন বছরের শিশু ধর্ষণের চেষ্টায় যুবক গ্রেপ্তার
গাইবান্ধা সদর উপজেলায় সাড়ে তিন বছরের একটি শিশুকে ধর্ষণের চেষ্টাবিস্তারিত পড়ুন
গাইবান্ধার ফুলছড়িতে স্ত্রীকে শ্বাসরোধে হত্যা
এল. এন. শাহী, গাইবান্ধা জেলা প্রতিনিধি: গাইবান্ধার ফুলছড়িতে যৌতুকের দাবীতেবিস্তারিত পড়ুন