গাছ থেকে সুপারি পারাকে কেন্দ্র করে পাচঁ মাসের অন্তসত্বাকে কুপিয়ে গর্ভপাত
বরগুনার পাথরঘাটায় গাছ থেকে সুপারি পারাকে কেন্দ্র করে পাচঁ মাসের অন্তসত্বা রাবেয়া (২০) নামের এক গৃহবধুকে কুপিয়ে গর্ভপাত করার অভিযোগ পাওয়া গেছে। একই সময় তার শ্বাশুরি পিয়ারা বেগম (৫০)কে কুপিয়ে আহত করা হয়।
দুজনকেই পাথরঘাটা হাসপাতাল থেকে রোববার বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।শনিবার বেলা ১১টার সময় পাথরঘাটা সদর ইউনিয়নে দক্ষিন হাড়িটানা গ্রামে ব্যাপারির বাড়িতে এ ঘটনা ঘটে।ঘটনা স্থলের প্রতক্ষদর্শীরা জানান, শনিবার সকালে লাল মিয়ার ছেলে ইউসুব গাছে সুপারি পারতে ওঠে। এসময় তার প্রতিবেশী চাচাতো ভাইরা বাধা দিলে উভয় পক্ষের মধ্যে বাকবিতন্ড ঘটে।
এক পর্যায় দুই পক্ষের মধ্যে মারামারি হলে প্রতিপক্ষরা রাবেয়াকে কুপিয়ে এবং তলপেটে আঘাত করে ঘটনা স্থলে ৫ মাসের অন্তসত্বাকে গর্ভপাত ঘটায়। বিরোধী পক্ষের খাইরুল জানান, আমাদের সাথে তেমন মারামারি হয়নী একটু হাতাহাতি হয়েছে তা পারিবারিক ভাবে মিমাংসার চেষ্টা চলছে।এদিকে পাথরঘাটা সদর ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান এম. মতিয়ার রহমান মোল্লা অভিযোগ করেন।
ঘটনার পর শনিবার দুপুরে রোগীদের পাথরঘাটা হাসপাতালে আনা হলে কর্তব্যরত কোন চিকিৎসক পাওয়া যায়নী। পরে রোববার দুপুরে বরগুনা জেলা সিভিল সার্জনকে বিষয়টি জানালে তার তৎপরতায় জরুরী বিভাগের ডাক্তার আনোয়ার রোগীদের প্রাথমিক চিকিৎসা দিয়ে বরিশালে রেফার করেন। এব্যাপারে ডাঃ আনোয়ার হোসেন জানান, হাসপাতালে ডাক্তার সংকট এবং শনিবার আমার অপডে থাকায় রোববার এসে অফিস করতেছি। হাসপাতালের টিএইচও কোথায় তা আমি জানিনা।
এই সংক্রান্ত আরো সংবাদ
আমতলীতে তৃতীয়বার মেয়র হলেন মতিয়ার রহমান
বরগুনার আমতলী পৌরসভা নির্বাচনে বর্তমান মেয়র ও উপজেলা আওয়ামী লীগেরবিস্তারিত পড়ুন
বরগুনায় কোটি টাকা মূল্যের তক্ষক উদ্ধার
বরগুনার পাথরঘাটা উপজেলার ঘুটাবাছা এলাকা থেকে কোটি টাকা মূল্যের ৩টিবিস্তারিত পড়ুন
পটুয়াখালী-৩: বিএনপির মনোনয়ন দৌড়ে এগিয়ে হাসান
একাদশ সংসদ নির্বাচন সামনে রেখে নানা উসিলা আর উপলক্ষে নির্বাচনীবিস্তারিত পড়ুন