গাজীপুরের এসপি, দুই ওসিকে প্রত্যাহারের নির্দেশ
গাজীপুর জেলার পুলিশ সুপার এবং কাপাসিয়া ও শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের (ওসি) প্রত্যাহারের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। আজ বৃহস্পতিবার এ ব্যাপারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব ও পুলিশের মহাপরিদর্শকের কাছে চিঠি দেওয়া হয়েছে।
গাজীপুরের পুলিশ সুপার হারুন অর রশিদ, শ্রীপুর থানার ওসি আসাদুজ্জামান এবং কাপাসিয়া থানার ওসি রকিব উল ইসলামকে প্রত্যাহারের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন।
আগামী ২৩ এপ্রিল শ্রীপুরসহ দেশের ৬২০টি ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হবে। এরই মধ্যে আটজন ওসিকে প্রত্যাহার করা হলেও এসপি প্রত্যাহারের ঘটনা এই প্রথম।
গত মঙ্গলবার রাত ১১টার দিকে শ্রীপুরের প্রহ্লাদপুর ইউনিয়ন পরিষদে সদস্য পদপ্রার্থী আক্তার হোসেন দুর্বৃত্তদের হাতে খুন হন। শ্রীপুর উপজেলার বনকর আমুনা এলাকায় ওই ঘটনা ঘটে। আগামী ২৩ এপ্রিল এ ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হবে।
এ ঘটনার পরই এসপিসহ তিন পুলিশ কর্মকর্তাকে প্রত্যাহারের নির্দেশনা আসে নির্বাচন কমিশন থেকে। নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, ওই ইউনিয়ন পরিষদের সদস্য প্রার্থীকে কুপিয়ে হত্যার পর বিদ্যমান পরিস্থিতিতে এ সিদ্ধান্ত নেয় নির্বাচন কমিশন।
তিনটি ভিন্ন চিঠিতে ওই তিন কর্মকর্তাকে প্রত্যাহারের নির্দেশ দেয় নির্বাচন কমিশন। কমিশনের উপসচিব সামসুল আলম স্বাক্ষরিত চিঠিগুলোতে বলা হয়, ইউনিয়ন পরিষদ নির্বাচন সুষ্ঠুভাবে অনুষ্ঠানের লক্ষ্যে এসপি ও দুই ওসিকে প্রত্যাহার করে তদস্থলে উপযুক্ত কর্মকর্তা পাঠানোর নির্দেশ দিয়েছেন কমিশন।
এই সংক্রান্ত আরো সংবাদ
ড. ইউনূসের মন্তব্য দেশের মানুষের জন্য অপমানজনক : আইনমন্ত্রী
আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, কর ফাঁকি দেওয়ার মামলাকে পৃথিবীর বিভিন্নবিস্তারিত পড়ুন
ময়মনসিংহে ওসি-এসপি’র বার্ষিক কর্ম সম্পাদন চুক্তি স্বাক্ষর
সরকারি দায়-দায়িত্ব ও কর্মকান্ডে স্বচ্ছতা ও দায়বদ্ধতা বৃদ্ধি, সম্পদের যথাযথবিস্তারিত পড়ুন
ন্যায় বিচার প্রতিষ্ঠায় জনগণের সাথে রায়েছে বিচার বিভাগ
দেশের মানুষের ন্যায়বিচার প্রতিষ্ঠার আন্দোলনে বিচার বিভাগ জনগণের সঙ্গে আছেবিস্তারিত পড়ুন