গাজীপুরে আইনজীবীকে কুপিয়ে হত্যা
গাজীপুরে খন্দকার এনামুল হক বিপ্লব নামের এক শিক্ষানবিশ আইনজীবীকে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা।
শনিবার সন্ধ্যায় গাজীপুর শহরের উত্তর ছায়াবিথী এলাকার তার নিজ বাড়ির সামনে হামলা করা হয়।
এনামুল হক উত্তর ছায়াবিথী এলাকার মৃত খন্দকার সামসুদ্দিনের ছেলে। তিনি গাজীপুর আদালতের শিক্ষানবীশ আইনজীবী হিসেবে কর্মরত ছিলেন।
পুলিশ ও স্থানীয়রা জানান, সন্ধ্যায় এনামুল হক তার বাসার সামনে এলে আগে থেকেই ওৎ পেতে থাকা স্থানীয় সন্ত্রাসী রাব্বী ও রবিন তাকে ঘিরে ধরে। এক পর্যায়ে তারা বিপ্লবকে এলোপাতাড়ি ছুরিকাঘাত ও লোহার রড দিয়ে আঘাত করে পালিয়ে যায়। তার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে গাজীপুরে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে তার অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে স্থানান্তর করেন।
ঢামেক হাসপাতালে নেয়ার পথে অবস্থা গুরুতর হওয়ায় তাকে কুর্মিটোলা হাসপাতালে নেয়া হয়। সেখানে রাত সাড়ে ৮টার দিকে মারা যান ওই আইনজীবী।
জয়দেবপুর থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল হামিদ জানান, পূর্ব শত্রুতার জের ধরে ঘটনাটি ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। হামলাকারীদের গ্রেপ্তারে অভিযান চলছে।
নিহতের ভাই সুপ্রিম কোর্টের প্রাক্তন সহকারী অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট খন্দকার আমিনুল হক টুটুল জানান, আশঙ্কাজনক অবস্থায় তাকে ঢামেকে নেয়ার পথে মারা যায় বিপ্লব। তবে কেন তার ওপর হামলা হয়েছে তা তিনি জানতে পারেন নি।
এই সংক্রান্ত আরো সংবাদ
ছেলেকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল মায়েরও
গাজীপুরের শ্রীপুর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা ও ছেলের মৃত্যু হয়েছে।বিস্তারিত পড়ুন
গাজীপুরে স্ত্রীর পরকীয়ায় বাধা দেয়ায় স্বামী খুন, গ্রেফতার ৩
গাজীপুরে স্ত্রীর পরকীয়ায় বাধা দিতে গিয়ে পোশাক শ্রমিক জিয়াউর রহমানবিস্তারিত পড়ুন
মা প্রবাসে থাকার সুযোগে প্রতিরাতে সৎ শিশুকন্যার উপর নিপীড়নকারী এক লম্পট পিতা গ্রেফতার
মা প্রবাসে থাকার সুবাদে ১১ বছরের শিশু কন্যাকে অব্যহতভাবে রাতেরবিস্তারিত পড়ুন