গাজীপুরে ওষুধ কারখানায় কেমিক্যাল ভর্তি ড্রাম বিস্ফোরণ, ৪ শ্রমিক দগ্ধ
গাজীপুর মহানগরীর কোনাবাড়ী বিসিক শিল্প এলাকার ব্রিষ্টল ফার্মা লিমিটেড (ওষুধ কারখানার) ভেতর কেমিক্যালের ড্রাম বিস্ফোরণে ৪ শ্রমিক দগ্ধ হয়েছে।
শনিবার (২৮ ডিসেম্বর) বিকেল ৪টার দিকে ওই কারখানায় এ ঘটনা ঘটে।
দগ্ধরা হলেন- গাজীপুর মহানগরীর কোনাবাড়ী থানাধীন হরিণাচালা এলাকার মৃত জাহেদুল ইসলামের ছেলে রেদোয়ান আহমেদ (২৫), একই থানার বাইমাইল এলাকার দেলোয়ার হোসেনের ছেলে হৃদয় আহমেদ স্বাধীন (১৭), একই এলাকার রফিকুল ইসলামের ছেলে খালিদ আব্দুল্লাহ (১৯) এবং আরমান হোসেন (২২)। দগ্ধ আরমানের বিস্তারিত পরিচয় জানা যায়নি।
ফায়ার সার্ভিস ও কারখানার প্রত্যক্ষদর্শী র্সত্রে জানা যায়, ব্রিষ্টল ফার্মা লিমিটেড কারখানার ৪ শ্রমিক ওযু করতে যায়। এসময় পাশের টিনশেডের কক্ষে বিদ্যুতের সুইচের পাশে রাখা কেমিক্যালের একটি ড্রাম বিস্ফোরণে ওই ৪ শ্রমিক দগ্ধ হয়। দগ্ধ ৪ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ণ ইউনিটে পাঠানো হয়েছে।
ব্রিষ্টল ফার্মা লিমিটেড কারখানার প্ল্যান ম্যানেজার রাজীব ভৌমিক বলেন, “কারখানার ৪ শ্রমিক দগ্ধ হয়েছে। তাদেরকে হাসপাতালে নেওয়া হয়েছে। কিভাবে ঘটনা ঘটেছে তা খতিয়ে দেখছি আমরা।”
কোনাবাড়ী মডার্ন ফায়ার সার্ভিসের ওয়্যার হাউস ইন্সপেক্টর সাইফুল ইসলাম জানান, ব্রিষ্টল ফার্মা লিমিটেড কারখানার ভেতর কেমিক্যাল ভর্তি ড্রাম বিস্ফোরণে ৪ শ্রমিক দগ্ধ হয়েছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছার আগেই কারখানার ফায়ার কর্মীরা আগুন নিভিয়ে ফেলে। তবে কেমিক্যালের ড্রামের পাশেই বিদ্যুতের সুইচ ছিল। ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক গোলযোগ থেকে এ বিস্ফোরণটি হয়েছে।
এই সংক্রান্ত আরো সংবাদ
৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের
জাতীয় পার্টিকে ৪৮ ঘণ্টার মধ্যে নিষিদ্ধ করাসহ তিন দাবি জানিয়েছেবিস্তারিত পড়ুন
নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া
গণ অধিকার পরিষদের আহত সভাপতি নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিয়েছেনবিস্তারিত পড়ুন
যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় দুই শিশু নিহত, আহত ১৭
যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যের মিনিয়াপোলিস শহরে একটি ক্যাথলিক স্কুলে জানালা দিয়েবিস্তারিত পড়ুন













