গাজীপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২
গাজীপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় দুই যুবক নিহত ও এক কাউন্সিলরসহ তিনজন আহত হয়েছেন। মঙ্গলবার সকালে ও দুপুরে এই পৃথক দুইটি ঘটনা ঘটে।
নিহতরা হলেন, শ্রীপুর উপজেলার কেওয়া দক্ষিণখন্ড এলাকার জুুয়েল রানা (২৪) ও দিনাজপুরের বিরল উপজেলার তারাবাড়ি গ্রামের রমজান আলীর ছেলে মনির হোসেন (২৫)। মনির হোসেন গাজীপুর মহানগরীর দক্ষিণ সালনা এলাকার প্রো-মেকার সোয়েটার কারখানার শ্রমিক ছিলেন।
পুলিশ জানায়, বিকেল ৩টার দিকে শ্রীপুর উপজেলার রঙ্গিলা বাজার এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক পার হওয়ার সময় কাভার্ডভ্যানের চাপায় ঘটনাস্থলেই নিহত হন জুুয়েল রানা। এসময় গুরুতর আহত হন আরোহী শ্রীপুর পৌরসভার ৬নং ওয়ার্ডের কাউন্সিলর মো. কামাল হোসেন (৪২), কাভার্ডভ্যানের চালক ও হেলপার। তাদের স্থানীয় ক্লিনিক ও শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে সেখান থেকে কাউন্সিলরকে দুই পা ভাঙা অবস্থায় ঢাকা পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে।
অপরদিকে, সকালে গাজীপুর সিটি কর্পোরেশনের দক্ষিণ সালনা এলাকায় এবিসি চক্ষু হাসপাতালের সামনে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক পার হচ্ছিলেন মনির হোসেন। এসময় ময়মনসিংহগামী একটি বাসের সঙ্গে ধাক্কা লেগে তিনি গুরুতর আহত হন।
পরে এলাকাবাসী তাকে উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। পরে চিকিৎসাধীন অবস্থায় সকাল সাড়ে ১০টার দিকে তার মৃত্যু হয়। এ ঘটনার পর বিক্ষুব্ধ এলাকাবাসী ও সহকর্মীরা মহাসড়ক অবরোধের চেষ্টা করলে পুলিশ তাদের সরিয়ে দেয়।
এই সংক্রান্ত আরো সংবাদ
ছেলেকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল মায়েরও
গাজীপুরের শ্রীপুর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা ও ছেলের মৃত্যু হয়েছে।বিস্তারিত পড়ুন
গাজীপুরে স্ত্রীর পরকীয়ায় বাধা দেয়ায় স্বামী খুন, গ্রেফতার ৩
গাজীপুরে স্ত্রীর পরকীয়ায় বাধা দিতে গিয়ে পোশাক শ্রমিক জিয়াউর রহমানবিস্তারিত পড়ুন
মা প্রবাসে থাকার সুযোগে প্রতিরাতে সৎ শিশুকন্যার উপর নিপীড়নকারী এক লম্পট পিতা গ্রেফতার
মা প্রবাসে থাকার সুবাদে ১১ বছরের শিশু কন্যাকে অব্যহতভাবে রাতেরবিস্তারিত পড়ুন