গাজীপুরে বাসচালককে ছুরিকাঘাতে হত্যা

গাজীপুর সিটি করপোরেশনের পূর্বচান্দনা এলাকায় ছুরিকাঘাত করে সুজন ভান্ডারী (২২) নামে এক বাসচালককে খুন করেছে দুর্বত্তরা।
শনিবার ভোরে পূর্ব চান্দনা এলাকায় রেললাইনে এ ঘটনা ঘটে। নিহত সুজন ওই এলাকার মো. আলমগীরের ছেলে।
নিহতের বাবা মো. আলমগীর জানান, দীর্ঘদিন ধরে গাজীপুর পরিবহনের বাস চালাতেন সুজন ভান্ডারী। প্রতিদিনের মতো বাসা থেকে শনিবার ভোরে শিমুলতলী এলাকার উদ্দেশে বের হন। রেললাইনের পাশ দিয়ে হেটে পূর্ব চান্দনা বিহারীবাড়ি এলাকায় পৌঁছালে জয় নামে এক যুবক সুজনের পেটে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।
এসময় সুজন গুরুতর আহত হয়ে মাটিতে পড়ে যান। পরে স্থানীরা তাকে উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
জয়দেবপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহতের শরীরের আঘাতের চিহ্ন রয়েছে। এ ব্যাপারে মামলা প্রক্রিয়াধীন। পুলিশ ঘটনার তদন্ত করছে।
এই সংক্রান্ত আরো সংবাদ

ছেলেকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল মায়েরও
গাজীপুরের শ্রীপুর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা ও ছেলের মৃত্যু হয়েছে।বিস্তারিত পড়ুন

গাজীপুরে স্ত্রীর পরকীয়ায় বাধা দেয়ায় স্বামী খুন, গ্রেফতার ৩
গাজীপুরে স্ত্রীর পরকীয়ায় বাধা দিতে গিয়ে পোশাক শ্রমিক জিয়াউর রহমানবিস্তারিত পড়ুন

মা প্রবাসে থাকার সুযোগে প্রতিরাতে সৎ শিশুকন্যার উপর নিপীড়নকারী এক লম্পট পিতা গ্রেফতার
মা প্রবাসে থাকার সুবাদে ১১ বছরের শিশু কন্যাকে অব্যহতভাবে রাতেরবিস্তারিত পড়ুন