শুক্রবার, এপ্রিল ১১, ২০২৫

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

গাজীপুরে মহিলা আওয়ামী লীগের সম্মেলনে ছাত্রলীগের ভাঙচুর

গাজীপুর মহানগর মহিলা আওয়ামী লীগের সম্মেলনে ভাঙচুর করেছে ছাত্রলীগের একদল উচ্ছৃংখল নেতাকর্মী। এ ঘটনায় সম্মেলনের দ্বিতীয় পর্ব ‘কমিটি ঘোষণা’ ও ‘সাংস্কৃতিক অনুষ্ঠান’ পণ্ড হয়ে যায়।

প্রত্যক্ষদর্শী ও মহিলা আওয়ামী লীগের নেতাকর্মীরা জানান, গাজীপুর জেলা শহরের বঙ্গতাজ অডিটরিয়ামে গাজীপুর মহানগর মহিলা আওয়ামী লীগের সম্মেলন শুরু হয় শনিবার সকাল ১০টার দিকে। এতে প্রধান অতিথি ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আ ক ম মোজাম্মেল হক এমপি। মহানগর মহিলা আওয়ামী লীগের আহবায়ক সেলিনা ইউনুছের সভাপতিত্বে বক্তব্য রাখেন মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি, জাহিদ আহসান রাসেল এমপি, গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আজমত উল্লাহ খান, সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম, মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ইয়াসমিন হোসেন, দফতর সম্পাদক কামরুন নেছা মান্নান, সদস্য বনশ্রী বিশ্বাস স্মৃতিকণা প্রমুখ। সম্মেলন উদ্বোধন করেন বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের সভানেত্রী আশরাফুন নেছা মোশারাফ। প্রধান বক্তা ছিলেন সাংগঠনিক সম্পাদক আসমা জেরিন ঝুমু।

বিকেল তিনটার দিকে সম্মেলনের প্রথম পর্ব শেষ হয়। পরে দুপুরের খাবারের বিরতি দেয়া হয়। বিকেল চারটার দিকে দ্বিতীয় পর্বে কমিটি ঘোষণা ও সাংস্কৃতিক অনুষ্ঠান শুরুর কথা। এর জন্য মঞ্চের প্রস্তুতি পর্ব চলছিল। এ সময় মঞ্চে অবস্থান করা ছাত্রলীগের নেতাকর্মীদের মঞ্চ খালি করার কথা বলা হয়। এ সময় ছাত্রলীগের নেতাকর্মীরা মঞ্চ ত্যাগ করেন। এর কিছুসময় পর একদল উচ্ছৃংখল নেতা-কর্মী সম্মেলনস্থলে প্রবেশ করে চেয়ার, টেবিল, লাইট, ফ্যান, ব্যানার, ফেষ্টুন ভাঙচুর করে। এসময় পুরো অডিটরিয়ামে আতংক ছড়িয়ে পড়ে। মহিলা আওয়ামী লীগের নেতাকর্মীরা দিগ্বিদিক ছুটাছুটি করতে থাকেন। অনেকে আতংকে সম্মেলনস্থল ত্যাগ করে রাস্তায় গিয়ে অবস্থান নেন। খবর পেয়ে জয়দেবপুর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। এসময় গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি আজমত উল্লাহ খান, সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম ঘটনাস্থলে ছুটে আসেন।

এ ব্যাপারে মহিলা আওয়ামী লীগের কেন্দ্রীয় দফতর সম্পাদক কামরুন নেছা মান্নান জানান, প্রথম অধিবেশনের পর মহানগর মহিলা আওয়ামী লীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। দ্বিতীয় অধিবেশনে নতুন কমিটি ঘোষণার কথা ছিল। কারো পক্ষে প্রভাবিত হয়ে এ কমিটি ঘোষণা বানচাল করার জন্য এ ঘটনা ঘটানো হতে পারে। তিনি আরো জানান, এখন গাজীপুর মহানগর আওয়ামী মহিলা লীগের কোন কমিটি নেই। ঢাকায় ফিরে এ ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হবে।

জয়দেবপুর থানার ওসি খন্দকার রেজাউল হাসান রেজা জানান, সম্মেলনে হামলাকারীদের ধরতে পুলিশের একাধিক টিম অভিযান চালাচ্ছে।

এর আগে সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে আ ক ম মোজাম্মেল হক বলেন, নারীদের জাগিয়ে তুলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগে নারীদের কাজের কোন মূল্যায়ন ছিল না। শেখ হাসিনা নারীদের কাজের মূল্যায়ন করেছেন। নারীরা তাদের যোগ্যতা বলে এগিয়ে যাচ্ছে। দেশের উন্নয়নে পুরুষের যেমন ভূমিকা রয়েছে তেমন নারীদের অবদানও কম নয়। নারীদের উন্নয়নে সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। নারীদের বিভিন্ন ভাতাও দিচ্ছে সরকার।

এই সংক্রান্ত আরো সংবাদ

ছেলেকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল মায়েরও

গাজীপুরের শ্রীপুর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা ও ছেলের মৃত্যু হয়েছে।বিস্তারিত পড়ুন

গাজীপুরে স্ত্রীর পরকীয়ায় বাধা দেয়ায় স্বামী খুন, গ্রেফতার ৩

গাজীপুরে স্ত্রীর পরকীয়ায় বাধা দিতে গিয়ে পোশাক শ্রমিক জিয়াউর রহমানবিস্তারিত পড়ুন

  • ছুরিকাঘাতে যুবলীগ নেতা খুন
  • গাজীপুরে জেএমবির দুই পলাতক সদস্য গ্রেপ্তার
  • গাজীপুরে আবাসিক হেটেলে যৌন ব্যবসা, ৬৭ তরুণ-তরুণী আটক
  • গাজীপুর কাপাসিয়াতে শীতলক্ষ্যা হাসপাতালে অসামাজিক কার্যকলাপের অভিযোগ
  • দেশে ফেরার ৩ দিনের মাথায় টঙ্গীতে যুক্তরাষ্ট্র প্রবাসী নারীকে কুপিয়ে হত্যা
  • গাজীপুরে পরকীয়ায় বাঁধা দেয়ায় গৃহবধূর আত্মহত্যা!
  • গাজীপুরের কাপাসিয়ায় ছেলের দায়ের কোপে বাবা খুন
  • গাজীপুরে পোশাক কারখানায় আগুন
  • গাজীপুরে ট্রেনে কাটা পড়ে বাবা-মেয়ে নিহত
  • গাজীপুরে বাসচালককে ছুরিকাঘাতে হত্যা
  • গাজীপুর হোটেলে ধরা পড়লো কলেজছাত্রী ও যৌনকর্মীসহ ৮৬জন
  • জোরপূর্বক প্রবেশ করা নিয়ে পুলিশ-এলাকাবাসী সংঘর্ষে আহত ১২