গাজীপুরে শ্রমিক আহতের জেরে সড়ক অবরোধ, ভাঙচুর
বাস চাপায় এক নিরাপত্তাকর্মী ও ২ পোশাক শ্রমিক আহতের জেরে গাজীপুরের গাজীপুর-টাঙ্গাইল মহাসড়কের ইটাহাটা এলাকায় মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে বিক্ষুব্ধ শ্রমিকরা। এ সময় একটি বাসে অগ্নিসংযোগ ও বেশ কয়েকটি বাস ভাঙচুর করা হয়। খবর পেয়ে পুলিশ ও দমকল কর্মীরা আগুন নেভায়।
দুই ঘণ্টা পর পুলিশ শ্রমিকদের মহাসড়ক থেকে হটিয়ে দিলে বেলা ৯টার দিকে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, শনিবার (১১ জুন) সকাল সাড়ে ৭টার দিকে ইটাহাটা এলাকার দিগন্ত সোয়েটার কারখানার নিরাপত্তাকর্মী ফজলুর রহমান মহাসড়কে অবস্থান নিয়ে লাল পতাকা হাতে শ্রমিকদের রাস্তা পারাপার করছিলেন। এ সময় অনাবিল পরিবহনের একটি বাস তাকে চাপা দিয়ে দ্রুত গতিতে চলার সময় অপর একটি টেম্পুকে ধাক্কা দেয়। এতে টেম্পুটি উল্টে গেলে অপর দুই শ্রমিক আহত হন। শ্রমিক ও স্থানীয়রা আহতদের উদ্ধার হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা ফজলুর রহমানকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
বাস চাপায় শ্রমিক মারা গেছে এমন খবর ছড়িয়ে পড়লে দিগন্ত গ্রুপের কারখানার শ্রমিকরাবিক্ষুব্ধ হয়ে মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করে। এ সময় বেশ কয়েকটি বাস ভাঙচুর করা তারা। এক পর্যায়ে শ্রমিকদের একটি গ্রুপ অনাবিল পরিবহনের একটি বাসে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে পুলিশ ও দমকল কর্মীরা আগুন নেভায়। পরে পুলিশ শ্রমিকদের মহাসড়ক থেকে হটিয়ে দিলে যানবাহন চলাচল শুরু হয়।
শিল্প পুলিশ-২ এর অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজুল আফজাল ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এখন (সকাল সাড়ে ৯টায়) মহাসড়ক সম্পূর্ণ স্বাভাবিক হয়ে গেছে।
এই সংক্রান্ত আরো সংবাদ
ছেলেকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল মায়েরও
গাজীপুরের শ্রীপুর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা ও ছেলের মৃত্যু হয়েছে।বিস্তারিত পড়ুন
গাজীপুরে স্ত্রীর পরকীয়ায় বাধা দেয়ায় স্বামী খুন, গ্রেফতার ৩
গাজীপুরে স্ত্রীর পরকীয়ায় বাধা দিতে গিয়ে পোশাক শ্রমিক জিয়াউর রহমানবিস্তারিত পড়ুন
মা প্রবাসে থাকার সুযোগে প্রতিরাতে সৎ শিশুকন্যার উপর নিপীড়নকারী এক লম্পট পিতা গ্রেফতার
মা প্রবাসে থাকার সুবাদে ১১ বছরের শিশু কন্যাকে অব্যহতভাবে রাতেরবিস্তারিত পড়ুন