গাজীপুরে শ্রমিক নিহতের গুজব, ভাঙচুর
গাজীপুরে এক নারী শ্রমিক সড়ক দুর্ঘটনায় নিহত হওয়ার গুজবে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে শ্রমিকরা। এ সময় একটি লেগুনায় আগুন এবং বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করে বিক্ষুব্ধ শ্রমিকরা।
আজ রোববার সকালে কোনাবাড়ী এলাকায় ভাঙচুর চালায় শ্রমিকরা।
কোনাবাড়ী (সালনা) হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হোসেন সরকার জানান, সকালে ডিজাইনটেক্স নামে ওই কারখানার শ্রমিক মন্টি কারখানায় যাওয়ার জন্য ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক পার হচ্ছিলেন। এ সময় একটি লেগুনা তাঁকে চাপা দিলে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে চিকিৎসকরা তাঁকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর করেন।
ওসি আরো জানান, সড়ক দুর্ঘটনায় মন্টি নিহত হয়েছেন—এমন গুজবে তাঁর সহকর্মী ও আশপাশের কারখানার শ্রমিকরা বিক্ষোভ ও সড়ক অবরোধ করে। একপর্যায়ে শ্রমিকদের একটি অংশ লেগুনার চাকায় আগুন ধরিয়ে দেয় এবং বেশ কয়েকটি যানবাহনের কাচ ভাঙচুর করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দিলে যানবাহন চলাচল স্বাভাবিক হয় বলেও জানান ওসি।
এই সংক্রান্ত আরো সংবাদ
ছেলেকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল মায়েরও
গাজীপুরের শ্রীপুর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা ও ছেলের মৃত্যু হয়েছে।বিস্তারিত পড়ুন
গাজীপুরে স্ত্রীর পরকীয়ায় বাধা দেয়ায় স্বামী খুন, গ্রেফতার ৩
গাজীপুরে স্ত্রীর পরকীয়ায় বাধা দিতে গিয়ে পোশাক শ্রমিক জিয়াউর রহমানবিস্তারিত পড়ুন
মা প্রবাসে থাকার সুযোগে প্রতিরাতে সৎ শিশুকন্যার উপর নিপীড়নকারী এক লম্পট পিতা গ্রেফতার
মা প্রবাসে থাকার সুবাদে ১১ বছরের শিশু কন্যাকে অব্যহতভাবে রাতেরবিস্তারিত পড়ুন