গাজীপুরে সেপটিক ট্যাংকে পড়ে দুই সহোদরের মৃত্যু
গাজীপুরের কালীগঞ্জ উপজেলার তুমুলিয়া ইউনিয়নের সোমবাজার এলাকায় সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে মহসিন ও মাসুম নামে দুই ভাইয়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় তাদের চাচাতো ভাই জুয়েল গুরুতর আহত হয়েছেন।
ঘটনাটি ঘটেছে রবিবার দুপুরে সোমবাজার এলাকায়। নিহত মহসিন ও মাসুম তুমুলিয়া ইউনিয়নের সোমবাজার গ্রামের মৃত মোজাফফর হোসেনের ছেলে।
মোঃ মহসিন (৪৫) তুমুলিয়া ইউনিয়ন যুবদলের সভাপতি ও তার ছোট ভাই মোঃ মাসুম (২৮) সোমবাজারের তেল ব্যবসায়ী ছিলেন। অপরদিকে আহত জুয়েল গোলাম রসুলের ছেলে। সে রাজমিস্ত্রির কাজ করতো।
পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার দুপুরে চাচাতো ভাই জুয়েল তার নিজ বাড়ির নতুন সেপটিক ট্যাংক পরিষ্কার করার জন্য ভেতরে নামে। তার উঠতে দেরি দেখে এবং কোন সাড়া শব্দ না পাওয়ায় ইউনিয়ন যুবদলের সভাপতি মহসিন ওই ট্যাংকের ভেতরে নামে। দীর্ঘ সময় অতিবাহিত হলে তাদের কোন সাড়া শব্দ না পেয়ে ব্যবসায়ী মাসুম তাদেরকে উদ্ধারের জন্য ট্যাংকে নেমে চাচাতো ভাই জুয়েলকে অচেতন অবস্থায় উপরে উঠালেও তারা দুই ভাই অজ্ঞান হয়ে পড়ে থাকে। পরে বাড়ির লোকজন ডাক চিৎকার করলে বাজারের লোকজন দৌঁড়ে এসে ওই সেপটিক ট্যাংক ভেঙ্গে মহসিন ও মাসুমকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে। তাদের তিনজনকে কালীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক দুই সহোদরকে মৃত ঘোষণা করে এবং চাচাতো ভাই জুয়েলকে জরুরি ভিত্তিতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
এই সংক্রান্ত আরো সংবাদ
ছেলেকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল মায়েরও
গাজীপুরের শ্রীপুর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা ও ছেলের মৃত্যু হয়েছে।বিস্তারিত পড়ুন
গাজীপুরে স্ত্রীর পরকীয়ায় বাধা দেয়ায় স্বামী খুন, গ্রেফতার ৩
গাজীপুরে স্ত্রীর পরকীয়ায় বাধা দিতে গিয়ে পোশাক শ্রমিক জিয়াউর রহমানবিস্তারিত পড়ুন
মা প্রবাসে থাকার সুযোগে প্রতিরাতে সৎ শিশুকন্যার উপর নিপীড়নকারী এক লম্পট পিতা গ্রেফতার
মা প্রবাসে থাকার সুবাদে ১১ বছরের শিশু কন্যাকে অব্যহতভাবে রাতেরবিস্তারিত পড়ুন