গাজীপুরে ৩২ কেজি গাঁজাসহ বউ-শ্বাশুড়ি আটক
গাজীপুরের কালিয়াকৈর থেকে ৩২ কেজি গাঁজাসহ বউ-শ্বাশুড়িকে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন অধিদফতরের কর্মকর্তারা।
আটককৃতরা হলেন- উপজেলার বিশ্বাসপাড়া এলাকার হাসেন আলীর স্ত্রী হালিমা বেগম (৫৫) ও তার ছেলের বউ নূরনাহার (৩৫)।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে ওই এলাকার নিজ বাড়ি থেকে তাদের আটক করা হয়।
গাজীপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন অধিদফতরের সহকারী পরিচালক নাছির উল্লাহ ভূঁইয়া জানান, গোপন সংবাদের ভিত্তিতে সকালে বিশ্বাসপাড়া এলাকার আবদুল হামিদ মিয়ার বাড়িতে অভিযান চালানো হয়। এসময় হামিদ মিয়ার ঘর থেকে ৩২টি প্যাকেটে রাখা ৩২ কেজি গাঁজাসহ তার মা হালিমা বেগম ও স্ত্রী নূরনাহারকে আটক করা হয়।
এসময় অভিযান টের পেয়ে আবদুল হামিদ (৪০) ও তার ছোট ভাই আলাল মিয়া (২৭) পালিয়ে যান।
তিনি আরও জানান, তারা দীর্ঘদিন ধরে সপরিবারে গাঁজার ব্যবসায় করে আসছিল। এঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
এই সংক্রান্ত আরো সংবাদ

সিলেটে মোহসিন আহমেদ চৌধুরীর বাসভবনে হামলা ও ডাকাতি
নিজস্ব সংবাদদাতাঃ আওয়ামী লীগ নেতা মোহসিন আহমেদ চৌধুরীর সিলেট শহরেরবিস্তারিত পড়ুন

সিলেটের জঙ্গি নেতা আব্দুল বারি ও শামসু জামিনে মুক্ত
নিজস্ব সংবাদদাতা: শীর্ষস্থানীয় জঙ্গিবাদী সংগঠন জামাতুল মুজাহিদীন বাংলাদেশ (জেএমবি) এরবিস্তারিত পড়ুন

শামীম ওসমান থাকার গুজবে রিসোর্টের সামনে মানুষের ভিড়, সেনাবাহিনীর তল্লাশি
মৌলভীবাজারের “গ্র্যান্ড সুলতান টি রিসোর্ট অ্যান্ড গলফ” নামের পাঁচ তারকাবিস্তারিত পড়ুন