গাজীপুরে ৬ মহিলা ছিনতাইকারী আটক

গাজীপুরে যাত্রীবেশে এক মহিলার গলার স্বর্ণের চেইন ছিনতাইকালে ৬ মহিলা ছিনতাইকারীকে ধরে পুলিশে সোপর্দ করেছে জনতা।আটককৃতরা হলো, ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর থানার ধর্মমল্ল গ্রামের মৃত আব্দুর রশিদের স্ত্রী আয়েশা আক্তার, রিপন মিয়ার স্ত্রী জাহানারা আক্তার জানু, মোহাম্মদ শের আলীর স্ত্রী সুমি আক্তার, রাসেল মিয়ার স্ত্রী কুলসুম বেগম, ইউনুছ মিয়ার স্ত্রী তাসলিমা বেগম এবং হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার রামচন্দ্রপুর এলাকার মো. শানু মিয়ার স্ত্রী নাছিমা বেগম।
জয়দেবপুর থানার হোতাপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই নাজমুল ইসলাম এবং এলাকাবাসী জানান, শুক্রবার বেলা ২টার দিকে গাজীপুরের রাজেন্দ্রপুর চৌরাস্তায় কাপাসিয়া থেকে চান্দনা চৌরাস্তাগামী একটি লেগুনা এসে পৌঁছালে ছয় ছিনতাইকারী ওঠে যাত্রী বেশে। লেগুনাটি কিছুদূর যাওয়ার পর ওই মহিলারা লেগুনার অপর এক মহিলা যাত্রীর গলা থেকে স্বর্ণের চেইন ছিনিয়ে নেয়।
এ সময় ওই মহিলা চিৎকার শুরু করলে চালক লেগুনা থামায় এবং আশপাশের লোকাজন এগিয়ে এসে ছয়জন মহিলা ছিনতাইকারীকে ধরে ফেলে।পরে লোকাজন ওই মহিলাদের কাছ থেকে ছিনতাইকৃত স্বর্ণের চেইনটি উদ্ধার করে এবং তাদের পুলিশে সোপর্দ করে।তিনি আরো জানান, আটককৃতরা ছিনতাইয়ের কথা স্বীকার করেছে। এ ব্যাপারে জয়দেবপুর থানায় মামলা হয়েছে।
এই সংক্রান্ত আরো সংবাদ

ছেলেকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল মায়েরও
গাজীপুরের শ্রীপুর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা ও ছেলের মৃত্যু হয়েছে।বিস্তারিত পড়ুন

গাজীপুরে স্ত্রীর পরকীয়ায় বাধা দেয়ায় স্বামী খুন, গ্রেফতার ৩
গাজীপুরে স্ত্রীর পরকীয়ায় বাধা দিতে গিয়ে পোশাক শ্রমিক জিয়াউর রহমানবিস্তারিত পড়ুন

মা প্রবাসে থাকার সুযোগে প্রতিরাতে সৎ শিশুকন্যার উপর নিপীড়নকারী এক লম্পট পিতা গ্রেফতার
মা প্রবাসে থাকার সুবাদে ১১ বছরের শিশু কন্যাকে অব্যহতভাবে রাতেরবিস্তারিত পড়ুন