গাজীপুর থেকে বিমানবন্দর পর্যন্ত আধুনিক মানের রাস্তা
মুক্তিযুদ্ধ-বিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, পবিত্র ঈদুল আজহার পর গাজীপুরের শিববাড়ি থেকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর পর্যন্ত ৭টি ফ্লাইওভার, আন্ডারপাসসহ আধুনিক মানের রাস্তা নির্মাণ কাজ শুরু হবে। ইতিমধ্যে রাস্তার দুই পাশে মাটি টেস্ট এবং পাইলিংয়ের কাজ শুরু হয়েছে। তিনি শনিবার দুপুরে গাজীপুেেরর চান্দনা চৌরাস্তায় হাজি সুনামদ্দিন ওয়াকফ অ্যাস্টেট সুপার মার্কেটের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ সব কথা বলেন।
মন্ত্রী বলেন, এ প্রকল্পে ব্যয় হবে প্রায় ২ হাজার ৪০ কোটি টাকা। জাপানের জাইকার এ কাজটি করছে। পৃথিবীর মধ্যে যেটা লেটেস্ট প্রযুক্তি, সে প্রযুক্তিতে এ কাজটি হবে। ২০-২২ কিলোমিটারের এ রাস্তায় গড়ে পার কিলোমিটারে ১০০ কোটি টাকা খরচ হবে। আমাদের সরকারের মেয়াদ আরো ৩ বছরের অধিক আছে। এ মেয়াদকালেই এ নির্মাণ কাজ শেষ হবে বলে চুক্তিবদ্ধ হয়েছে।
হাজী সুনামদ্দিন ওয়াকফ অ্যাস্টেট মোতাওয়াল্লি হাজি আব্দুল বারেক সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন-গাজীপুর জেলা প্রশাসক এস এম আলম, গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি আজমত উল্যাহ খান, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, গাজীপুর সরকারি মহিলা কলেজের প্রাক্তন অধ্যক্ষ প্রফেসর এম এ বারী, অ্যাস্টেট কমিটির সদস্য মোজাম্মেল হক সরকার প্রমুখ।
এই সংক্রান্ত আরো সংবাদ
ছেলেকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল মায়েরও
গাজীপুরের শ্রীপুর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা ও ছেলের মৃত্যু হয়েছে।বিস্তারিত পড়ুন
গাজীপুরে স্ত্রীর পরকীয়ায় বাধা দেয়ায় স্বামী খুন, গ্রেফতার ৩
গাজীপুরে স্ত্রীর পরকীয়ায় বাধা দিতে গিয়ে পোশাক শ্রমিক জিয়াউর রহমানবিস্তারিত পড়ুন
মা প্রবাসে থাকার সুযোগে প্রতিরাতে সৎ শিশুকন্যার উপর নিপীড়নকারী এক লম্পট পিতা গ্রেফতার
মা প্রবাসে থাকার সুবাদে ১১ বছরের শিশু কন্যাকে অব্যহতভাবে রাতেরবিস্তারিত পড়ুন