গাজীর টানা আট জয়ের রহস্য

চলতি ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে এখনও অপরাজিত গাজী গ্রুপ ক্রিকেটার্স। আট ম্যাচের আটটিই জিতে শিরোপার পথে হাঁটছে দলটি। গাজীর এই টানা সাফল্যের পেছনের রহস্য জানালেন দলটির কোচ মোহাম্মদ সালাউদ্দিন।
‘আমাদের দলে যে ধরণের ছেলেরা আছে, তারা বেশিরভাগই জাতীয় দল থেকে বাদ পড়েছে, কেউ জাতীয় দলে অনেক দিন ধরে খেলেছে বা অনেকেরই জাতীয় দলে ঢোকার সুযোগ আছে। এধরণের ছেলেদের মোটিভেট করাটা সহজ। তারা যদি দেখে যে সামনে তাদের জাতীয় দলে ঢোকার সুযোগ আছে, তাতে নিজরাই মোটিভেটেড হয়। আর এখনকার যুগে ছেলেদের মোটিভেটও করতে হয় না, তারা নিজেরাই মোটিভেটেড হয়। নিজেরাই বোঝে আমরা ভাল খেললে হয়তো ভবিষ্যতটা ভাল হবে। দলের বেশিরভাগই ঢাকা লিগে নিয়মিত পারফর্ম করা, আবার তারা নিজেরাও ভাল খেলতে চায়। আমাদের কাজটিও তাই সহজ হয়ে গেছে।’
আয়ারল্যান্ড সফরে জাতীয় দলের সঙ্গে আছেন গাজী গ্রুপের নিয়মিত অধিনায়ক নাসির হোসেন। ত্রিদেশীয় সিরিজ শেষে ফিরে আসবেন তিনি। পেসার শফিউল ইসলাম আছেন চ্যাম্পিয়ন্স ট্রফির দলেও। দেশে থাকা বাকি ক্রিকেটারদের মধ্যে মুমিনুল, জহুরুল, সোহরাওয়ার্দী, এনামুল বিজয়, আবু হায়দার রনি, নাদিফ চৌধুরীর জাতীয় দলের হয়ে খেলার অভিজ্ঞতা আছে।
এদের অনেকেই বিকেএসপি থেকে উঠে এসেছেন। বিকেএসপির কোচ হিসেবে কাজ করায় সালাউদ্দিনের পরিচর্যায় ক্রিকেটার পরিচিতি পেয়েছেন তারা। এজন্য বোঝাপড়াটাও ভাল বলে জানালেন সালাউদ্দিন, ‘প্লেয়ার ও কোচিংয়ের পরিবেশটা, যেখানে আমি কোচিং করাই আমাদের পরিবেশটা একইরকম থাকে, তাই পরিবেশ নিয়ে সমস্যা হয় না। যেহেতু অধিকাংশই আমার ছাত্র ছিল, তাদের কোচিং করানোটা অনেক সহজ। সবাইকে আমি ভাল করে জানি-বুঝি, তাই আমাদের সবার মধ্যেই ভাল বোঝাপড়া হয়ে গেছে।’
টানা আট ম্যাচে জয় তুলেও মাটিতে পা রাখছেন গাজীর কোচ সালাউদ্দিন। সতর্ক থেকেই সামনে বাড়তে চান তিনি, ‘একটা জিনিস মনে রাখতে হবে, লিগ চ্যাম্পিয়নশিপ থেকে আমরা অনেক দূরে। মাত্র ৮টি ম্যাচ শেষ হয়েছে। লিগের আরও ৮টি ম্যাচ বাকি। তাই আমরা ভাবছি পরবর্তী ম্যাচগুলো কিভাবে ভাল খেলবো। যেহেতু আমরা প্রথম আটটা ম্যাচ ভালভাবেই জিতেছি, সামনের ম্যাচগুলোতেও সেএটা ধরে রাখতে চাই। প্রথম যে লিগটা আছে সেখানে তিনটি ম্যাচ জিততে পারলে আমাদের জন্য চ্যাম্পিয়নের দৌড়ে থাকা সুবিধা হবে। সুপারর লিগে তিন চারটা ম্যাচ জিতলে চ্যাম্পিয়ন হওয়ারও সম্ভাবনা থাকবে।’
এই সংক্রান্ত আরো সংবাদ

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও আগুন
রাজধানী ঢাকার ধানমন্ডি এলাকার ৫ নম্বর সড়কে আওয়ামী লীগ সভাপতিবিস্তারিত পড়ুন