গাড়িচাপায় দারোয়ানের মৃত্যুর ঘটনায় শেরেবাংলা নগর থানায় মামলা
রাজধানীর পূর্ব রাজাবাজারের আমতলা এলাকায় ‘সাইম লিমা’নামে একটি ভবনের গ্যারেজে মালিকের গাড়িচাপায় দারোয়ান নিহত হওয়ার ঘটনায় শেরেবাংলা নগর থানায় মামলা হয়েছে। সড়ক পরিবহন আইনে মামলাটি করেছেন নিহত ফজলুল হকের স্ত্রী।
শুক্রবার বিষয়টি নিশ্চিত করেছেন শেরেবাংলা নগর থানার উপপরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন খান। তিনি বলেন, রাজধানীর পূর্ব রাজাবাজারে গাড়িচাপায় দারোয়ানের মৃত্যুর ঘটনায় সড়ক পরিবহন আইনে মামলা করেছেন ভুক্তভোগীর স্ত্রী। আসামি ইঞ্জিনিয়ার মফিদুল এখনো পলাতক রয়েছেন।
শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আহাদ আলী বলেন, ‘ঘটনাস্থল পরিদর্শন করে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। গাড়িটিকে জব্দ করা হয়েছে। আমরা তদন্ত করছি।’
ঘটনাস্থলে থাকা সিসিটিভি ফুটেজে দেখা যায়, ভবন থেকে প্রাইভেটকার বের করার সময় হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন মালিক মফিদুল ইসলাম। এ সময় বাড়ির গেটের সামনে থাকা দারোয়ান ফজলুলকে সজোরে ধাক্কা মারেন তিনি। এতে নিরাপত্তাকর্মী ফজলুল মারা যান।
প্রত্যক্ষদর্শীরা জানান, নিজের ড্রাইভারের সাথে রাগারাগি করে গাড়ি চালাতে গিয়ে মফিদুল নিরাপত্তাকর্মীর উপর গাড়ি উঠিয়ে দেন। এছাড়া দুর্ঘটনার পর নিরাপত্তাকর্মী ফজলুলকে হাসপাতালে নেয়ার ক্ষেত্রে অবহেলার অভিযোগ করেন তারা।
নিহত ফজলুল হক নেত্রকোনা জেলার বাসিন্দা। তিনি ওই ভবনে নিরাপত্তাকর্মী হিসেবে কর্মরত ছিলেন। অভিযুক্ত বাসা মালিকের নাম মফিদুল ইসলাম। তিনি বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের সাবেক প্রকৌশলী।
এই সংক্রান্ত আরো সংবাদ
রবিবার যেসব এলাকায় ১০ ঘণ্টা গ্যাস থাকবে না
গ্যাস পাইপলাইনের মেরামত কাজ ও জরুরি স্থানান্তরের জন্য রবিবার দেশেরবিস্তারিত পড়ুন
জেমিনি চ্যাটবটে যুক্ত হলো মেমোরি, যে সুবিধা পাওয়া যাবে
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চ্যাটবট জেমিনিতে নতুন সুবিধা যুক্ত করেছে গুগল।বিস্তারিত পড়ুন
ঢাকা সিটি কলেজে ক্লাস বন্ধ রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত
ঢাকা কলেজের বাস ভাঙচুরের ঘটনাকে কেন্দ্র করে গত বুধবার সংঘর্ষেবিস্তারিত পড়ুন