গাড়িতে সিটবেল্ট না পরায় তিন ক্রিকেটারের জরিমানা
সিটবেল্ট ছাড়া গাড়িতে করে ঘুরে বেড়ানোর ভিডিও ফেসবুকে ছেড়ে জরিমানার শিকার হয়েছেন তিন সাবেক তারকা ক্রিকেটার।
সাবেক ক্রিকেট তারকাএবং বর্তমানে ধারাভাষ্যকার শেন ওয়ার্ন, কেভিন পিটারসেন, এবং মাইকেল স্লেটারকে ৩০০ ডলার জরিমানা করা হয়েছে।
অস্ট্রেলিয়ার তাসমানিয়াতে অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকা টেস্টম্যাচের টিভি ধারাভাষ্য দিতে সেখানে গিয়েছিলেন এই তিন জন।
খেলার তৃতীয় দিন শেষে গাড়িতে করে যাবার ওই ভিডিও ফেসবুকে পোস্ট করেন শেন ওয়ার্ন। ভিডিওটি অনলাইনে ছড়িয়ে পড়লে তা পুলিশের নজরে আসে।গাড়িতে সিটবেল্ট না পরায় তিন ক্রিকেটারের জরিমানা
ভিডিওতে দেখা যায়, সাবেক অস্ট্রেলিয়ান অধিনায়ক মার্ক টেলর গাড়ি চালাচ্ছেন, তার পাশে বসা সাবেক উইকেটকিপার ইয়ান হিলি। তারা দুজনেই সিটবেল্ট পরে আছেন, কিন্তু ওয়ার্ন, পিটারসেন ও স্লেটার বসে আছেন সিটবেল্ট ছাড়া।
চার মিনিটের ভিডিওর শেষ দিকে অবশ্য তাদের সিটবেল্ট পরতে দেখা যায়। তবে তাতে শেষরক্ষা হয় নি।
ভিডিওর শুরুর সময়টুকু চলন্ত গাড়িতে সিটবেল্ট ছাড়া ভ্রমণের অভিযোগ এনে পুলিশ তিন ক্রিকেটারকে জরিমানা করে।
পুলিশ একটি বিবৃতিও দিয়েছে, যাতে সবাইকে সিটবেল্ট পরার কথা স্মরণ করিয়ে দেয়া হয়।সূত্র: বিবিসি
এই সংক্রান্ত আরো সংবাদ
নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস
টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ঢাকায় এসে পৌঁছেছেবিস্তারিত পড়ুন
প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!
চট্টগ্রাম টেস্টে প্রথম ৫ সেশনেরও বেশি সময় ব্যাটিং করেছে দক্ষিণবিস্তারিত পড়ুন
নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে সাফবিস্তারিত পড়ুন