গাড়ি ব্রেক ফেল করলে কী করবেন ?

গাড়ির ব্রেক ফেলের কারণে অনেক প্রাণহানি ঘটে। কিন্তু এটি খুব সাধারণ একটি সমস্যা। একটু সতর্ক থাকলেই বিষয়টি সহজে মোকাবিলা করা যায়। প্রথমেই মাথায় রাখুন, ব্রেক ফেল হল অতি সাধারণ একটি সমস্যা।
১. প্রথমেই উদ্বিগ্ন হওয়া বন্ধ করুন। মাথা ঠান্ডা করে ফেলুন সবার আগে।
২. এর পরে অ্যাকসিলারেটর থেকে পা সরিয়ে নিন। গাড়িতে ক্রুজ কন্ট্রোল থাকলে, সেটি বন্ধ করুন।
৩. ব্রেকে প্রেশার কম মনে হলে বারে বারে পাম্প করতে থাকুন।
৪. গাড়ির গিয়ার একেবারে নামিয়ে আনুন। এতে গাড়ির গতি কমবে। তবে গিয়ার কমান ধীরে ধীরে।
৫. এর পরে হ্যান্ড ব্রেক ব্যবহার করুন।
৬. রাস্তা যদি চওড়া এবং ফাঁকা থাকে, ওই কম গতিতে গাড়ি এঁকেবেঁকে চালান। এতে গতি আরও কমবে। তবে বেশি গতিতে এ কাজ করতে যাবেন না।
৭. এইভাবে গতি অনেকটা কমে এলে পুকুর, নদী বা ব্রিজ এড়িয়ে বালি বা ঝোপের মতো কোথাও গাড়়িটি ভিড়িয়ে দিন।
৮. অবশ্যই সিট বেল্ট বেঁধে গাড়ি চালানো শুরু করবেন। আর ব্রেক ফেল করলে যত বেশি সম্ভব হর্ণ দিন।
এই সংক্রান্ত আরো সংবাদ

জেনেভা ক্যাম্পে মাছ ব্যবসায়ীকে কুপিয়েছে দুর্বৃত্তরা
রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে আবারও সংঘর্ষের ঘটনা ঘটেছে। মাদক ব্যবসারবিস্তারিত পড়ুন

তারেক রহমান: আগে ভারতীয় শিল্পী আসতো, এখন পাকিস্তান থেকে আসে
বাংলাদেশের সাংস্কৃতিক অঙ্গনে দেশি শিল্পীদের উপেক্ষা করে ভারত ও পাকিস্তানবিস্তারিত পড়ুন

নির্বাচন নিয়ে সরকারের এত গড়িমসি কেন, প্রশ্ন রিজভীর
“নির্বাচন নিয়ে সরকারের এত গড়িমসি কেন”, এমন প্রশ্ন তুলে বিএনপিরবিস্তারিত পড়ুন