গানের শুটিং দিয়ে শুরু হলো ‘ভালবাসি তাই’

শুরু হয়েছে ‘ভালবাসি তাই’ চলচ্চিত্রের শুটিং। ছবিটি পরিচালনা করছেন যৌথ পরিচালক জাবেদ-জাহিদ (জাবেদ মিন্টু ও জাহিদ হাসান)। ছবিতে অভিনয় করছেন নবাগত সুমন ও সাদিয়া জামান জারা। গানের শুটিং দিয়ে ছবির কাজ শুরু হয়েছে। গানে কণ্ঠ দিয়েছেন রুনা লায়না ও এন্ড্রু কিশোর। কক্সবাজারে দুটি গানের শুটিং শেষ করে গত রোববার ঢাকার পুবাইলে ছবির আরো দুটি গানের শুটিং শেষ হয়েছে।
এ বিষয়ে ছবির পরিচালক জাহিদ হাসান অনলাইনকে বলেন, ‘আমরা এই ছবির গানের শুটিং শেষ করেছি। এটি মার্কেটিং পলিসির কারণে করেছি। কারণ গানগুলো আমরা আগেই ইউটিউবে দিয়ে দেব। বিভিন্ন টিভিতে প্রচার করব। যেন গানগুলো দর্শকপ্রিয়তা পায়। ছবির গান করেছেন রুনা লায়লা ও এন্ড্রু কিশোর। ওনারা এমনিতেই অনেক জনপ্রিয় শিল্পী। ছবির গানগুলোও অনেক ভালো হয়েছে। আশা করি সবার ভালো লাগবে।’
ছবির আরেক পরিচালক জাবেদ মিন্টু অনলাইনকে বলেন, ‘আমাদের গল্পটা একেবারেই গ্রামের প্রেক্ষাপটে। গল্পের প্রয়োজনে আমরা নতুন ছেলেমেয়ে দিয়ে কাজটি করছি। আশা করি সবার কাছে ভালো লাগবে। এটি ত্রিভুজ প্রেমের একটি গল্প। চলতি মাসেই আমরা ছবির বিভিন্ন দৃশ্যের শুটিং শুরু করব।’
নবাগত সুমন ও সাদিয়া জামান জারা ছাড়া ছবিতে অভিনয় করেছেন অমিত হাসান, রিনা খান প্রমুখ।
এই সংক্রান্ত আরো সংবাদ

ওটিটি প্ল্যাটফর্মে যে সিরিজগুলো ২০২৫ মাতাবে
চব্বিশের বছরজুড়ে ওটিটি প্ল্যাটফর্মে রাজত্ব করেছে “হীরামণ্ডি”, “মির্জাপুর সিজন ৩”বিস্তারিত পড়ুন

অবৈধ জুয়ার প্রচারণায় অপু-বুবলী-পরিমনি-ফারিয়াদের নাম
২০২৪ সালের বিভিন্ন সময় জুয়ার অ্যাপের প্রচারণায় যুক্ত হওয়ায় অভিযোগবিস্তারিত পড়ুন

৮ বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদ চূড়ান্ত ‘ব্র্যাঞ্জেলিনা’ দম্পতির
দীর্ঘ আট বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদের আনুষঙ্গিক বিষয়গুলোবিস্তারিত পড়ুন