গান গাইতে ইতালি যাচ্ছেন ফজলুর রহমান বাবু
অভিনয়ের পাশাপাশি গানের চর্চাও করেন ফজলুর রহমান বাবু। জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এ অভিনেতা নাট্যদল ‘আরণ্যক’-এ অভিনয়ের শুরু থেকেই গান গাইতেন। গিয়াস উদ্দিন সেলিম পরিচালিত ‘মনপুরা’ ছবিতে গান গাওয়ার পর গায়ক হিসেবেও তার আলাদা পরিচিতি বাড়ে।
দেশ-বিদেশ থেকে স্টেজ শোতে গান পরিবেশন করার প্রস্তাব আসে। সে ধারাবাহিকতায় এবার ইতালিতে ডাক পেয়েছেন তিনি। ওখানে ভেনিস, মিলানো, রোম, নেপুল ও বার্সেলোনাতে শহরে গান পরিবেশন করবেন তিনি।
তার সফরসঙ্গী হিসেবে রয়েছেন প্রয়াত খালিদ হাসান তনয় প্রতীক হাসান। এ প্রসঙ্গে ফজলুর রহমান বাবু বলেন, ‘এর আগে বাংলা থিয়েটারের হয়ে এবং বৈশাখী মেলায় ইতালিতে গিয়েছিলাম। এবার যাচ্ছি সঙ্গীত পরিবেশন করতে। তাই এবারের অনুভূতি একেবারেই ভিন্ন। আশা করছি ইতালিতে বসবাসরত বাংলাদেশীরা আমাদের গানে মুগ্ধ হবেন।’
আজ রাতে ইতালির উদ্দেশে রওনা হবেন বলে জানিয়েছেন তিনি। ১২ মার্চ ইতালির ভেনিস শহরে সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে স্টেজ পারফর্মেন্স শুরু হবে। সফর শেষে ২৭ মার্চ দেশে ফিরবেন। দেশে ফেরার পর ধারাবাহিক ‘অলসপুর’ ও ‘আমাদের হাটখোলা’ নাটকের শুটিংয়ে অংশ নিবেন বলে জানিয়েছেন তিনি। পাশাপাশি ঈদের জন্য নির্মিতব্য কিছু খণ্ড নাটকেও কাজ করবেন।
এই সংক্রান্ত আরো সংবাদ
সমুদ্র পাড়ে দুর্গারূপে নওশাবা
শুধু ঈদ কিংবা পূজা নয়, বিশেষ ধর্মীয় দিন উপলক্ষে ফটোশুটেবিস্তারিত পড়ুন
শুল্কমুক্ত গাড়ি খালাস করেছেন সাকিব-ফেরদৌস, পারেননি সুমনসহ অনেকে
আওয়ামী লীগ সরকারের মন্ত্রী ও সংসদ সদস্যদের জন্য আমদানি করাবিস্তারিত পড়ুন
আলোচিত নায়িকা পরীমনির পরিবার সম্পর্কে এই তথ্যগুলো জানতেন?
গভীর রাতে সাভারের বোট ক্লাবে গিয়ে যৌন হেনস্তা ও মারধরেরবিস্তারিত পড়ুন