বুধবার, জুলাই ২, ২০২৫

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

গাপটিলের কাছেই হার দক্ষিণ আফ্রিকার

হ্যামিল্টনের সেডন পার্কের দর্শকেরা দাঁড়িয়ে করতালি দিলেন মার্টিন গাপটিলকে। দেবেন না-ইবা কেন! অসাধারণ এক ইনিংসই যে খেললেন নিউজিল্যান্ডের এই ওপেনার। ডাবল সেঞ্চুরি তিনি করতেই পারতেন। কিন্তু দক্ষিণ আফ্রিকার রানটা যে ছিল ‘কম’। শেষ পর্যন্ত ১৮০ রানেই অপরাজিত থাকতে হলো। তাঁর অনবদ্য ইনিংসে প্রোটিয়াদের ৭ উইকেটে হারিয়ে ৫ ম্যাচের ওয়ানডে সিরিজে ২-২-এ সমতা এনেছে নিউজিল্যান্ড।

প্রথমে ব্যাট করে দক্ষিণ আফ্রিকার করা ৮ উইকেটে ২৭৯ রান বলতে গেলে গাপটিলের ব্যাটেই উতরে গেছে নিউজিল্যান্ড। ৪৫ ওভারে মাত্র ৩ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেওয়া কিউইদের সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন গাপটিল ১৩৮ বলে খেলা ১৮০ রানের অপরাজিত ইনিংস। দুর্দান্ত এই ইনিংসটিতে গাপটিল মেরেছেন ১৫টি চার ও ১১টি ছয়।

গাপটিলের ম্যাচজয়ী এই ইনিংসের সঙ্গে যোগ হয়েছে রস টেলরের ৬৬। এ ছাড়া অধিনায়ক কেন উইলিয়ামসন করেছেন ২১। ২৮০ রান করতে নেমে ৫ রানে প্রথম উইকেট হারানোর পর নিউজিল্যান্ড যে এত সহজে ম্যাচটা জিতে যাবে, সেটা বোধ হয় ভাবেননি কেউই।

ওয়ানডে ক্রিকেটে রান তাড়া করতে নেমে গাপটিলের অপরাজিত ১৮০ রানের ইনিংসটি হচ্ছে চতুর্থ সর্বোচ্চ। রান তাড়া করতে নেমে সর্বোচ্চ ১৮৫ রানের ইনিংসটি অস্ট্রেলীয় অলরাউন্ডার শেন ওয়াটসনের—২০১১ সালের এপ্রিলে মিরপুর স্টেডিয়ামে বাংলাদেশের বিপক্ষে সেই ব্যাটিং-তাণ্ডব চালিয়েছিলেন ওয়াটসন।

গাপটিল অবশ্য আরও একটি জায়গায় অনন্য অবস্থানে আছেন। নিউজিল্যান্ডের হয়ে ওয়ানডেতে সর্বোচ্চ তিনটি ইনিংসই তাঁর। ২০১৫ সালের বিশ্বকাপে ওয়েলিংটনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২৩৭ রানের ইনিংসটিই সর্বোচ্চ। এর আগে অবশ্য ২০১৩ সালে সাউদাম্পটনে ইংল্যান্ডের বিপক্ষে খেলেছিলেন ১৮৯ রানের ইনিংস। মজার ব্যাপার হচ্ছে আজকেরটিসহ তাঁর ‘দৈত্যসম’ তিনটি ইনিংসেই তিনি ‘অপরাজিত’।

টসজয়ী দক্ষিণ আফ্রিকার ২৭৯ রানের ইনিংসে সর্বোচ্চ রান এবি ডি ভিলিয়ার্স—৭২। ফাফ ডু প্লেসির ব্যাট থেকে এসেছে ৬৭। ৪০ করেছেন আমলা। নিউজিল্যান্ডের পক্ষে একটি করে উইকেট নিয়েছেন—মিচেল স্যান্টনার, ট্রেন্ট বোল্ট, টিম সাউদি। ২ উইকেট পেয়েছেন জিতান প্যাটেল। সূত্র: ক্রিকইনফো।

এই সংক্রান্ত আরো সংবাদ

শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

গল আন্তর্জাতিক স্টেডিয়ামে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে শ্রীলঙ্কার বিপক্ষেবিস্তারিত পড়ুন

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ

চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল

বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন

  • শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও আগুন
  • আজীবন সম্মাননা পেলেন টেন্ডুলকার
  • কিস্তিতে খেলোয়াড়দের বকেয়া শোধ করবে ‘দুর্বার রাজশাহী’
  • টানা ৮ ম্যাচ জেতার পরও এলিমিনেটরে হেরে রংপুরের বিদায়
  • বড় জয়ে সেরা আটে থাকার আশা বাঁচিয়ে রাখল রিয়াল
  • নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস
  • প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!
  • নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
  • ভারতের বিপক্ষে ১৩৩ রানের বিশাল পরাজয় বাংলাদেশের
  • আলোক স্বল্পতায় তৃতীয় দিনের খেলা শেষ, বাংলাদেশের প্রয়োজন আরও ৩৫৭
  • বাংলাদেশ-ভারত সিরিজে হামলার হুমকির পর এবার বয়কটের ডাক
  • বাংলাদেশ-ভারত সিরিজে থাকবেন তামিম!