গার্মেন্ট শ্রমিকদের ২০ সেপ্টেম্বরের মধ্যে বেতন-বোনাস দাবি
সেপ্টেম্বর মাসের বেতন ও ঈদ বোনাস ২০ সেপ্টেম্বরের মধ্যে পরিশোধের দাবিতে মানববন্ধন করেছে তৈরি পোশাক খাতের শ্রমিকদের একটি সংগঠন। শুক্রবার জাতীয় প্রেসক্লাবের সামনে ‘জাগো বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক ফেডারেশন’ এ মানববন্ধনের আয়োজন করে।
ফেডারেশনের সাধারণ সম্পাদক মো. মোস্তফা মানববন্ধনে বলেন, “যেহেতু সেপ্টেম্বর মাসের ২৫ তারিখ কোরবানির ঈদ, তাই শ্রমিকদের সেপ্টেম্বর মাসের পূর্ণ বেতন ও সমপরিমাণ ঈদ বোনাস মাসের ২০ তারিখের মধ্যে দেওয়ার দাবি করছি।”
তিনি বলেন, “সরকার শ্রমিকদের উৎসব বোনাস শ্রম আইনের আওতায় আনার সিদ্ধান্ত নিয়েছে বলে আমরা জেনেছি। এটা ভালো দিক হলেও আইনে পরিষ্কার করে সেটি উল্লেখ থাকতে হবে। তা না হলে শ্রমিকরা সারা জীবন ঠকতে থাকবে।”
তাজরীন ফ্যাশনস ও রানা প্লাজার মালিকসহ সকল ‘শ্রমিক হত্যাকারীদের’ গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয় মানববন্ধনে। প্রেসক্লাবের সামনে একই সময়ে জাতীয় শ্রমিক ফেডারেশন শ্রমিকদের মজুরি বৃদ্ধির দাবি জানিয়ে শ্রমিক সমাবেশ ও লাল পতাকা মিছিল করে।
সরকারি খাতের জন্য মজুরি কমিশন এবং ব্যক্তি মালিকানাধীন খাতের শ্রমিক কর্মচারীদের জন্য মজুরি বোর্ড পুর্নগঠনের পাশাপাশি দেশের সকল শ্রমিক-কর্মচারীদের জন্য জাতীয় ন্যূনতম মজুরি কমিশন গঠনের দাবি জানানো হয় এ সমাবেশ থেকে।
এই সংক্রান্ত আরো সংবাদ

ব্যাংকক থেকে ঢাকার উদ্দেশে রওনা দিয়েছেন প্রধান উপদেষ্টা
ষষ্ঠ বিমসটেক শীর্ষ সম্মেলনে অংশগ্রহণ শেষে প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদবিস্তারিত পড়ুন

বিশ্বকবির ম্যুরাল থেকে কালি মুছে দিল উপজেলা প্রশাসন
কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ম্যুরালে কালি দিয়ে মুখবিস্তারিত পড়ুন

ফখরুল: ইউনূস–মোদির বৈঠক আশার আলো দেখাচ্ছে
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রীবিস্তারিত পড়ুন