সোমবার, এপ্রিল ১৪, ২০২৫

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

গার্লস স্কুলের সামনে ইভিটিজিং! যারা ধরা পড়ল, তাদের পরিচয় জেনে সবাই হতবাক

থানায় নিয়ে আসার সময়ে এই ‘রোমিও’-দের কেউ নিজের স্কুল ব্যাগ দিয়ে, কেউ বা দু’হাত দিয়েই সম্মান বাঁচাতে মুখ ঢেকেছে।

মেয়েদের স্কুলের বাইরে ছাত্রীদের উত্যক্ত করার অভিযোগে রীতিমতো স্কুল ব্যাগ সমেত পুলিশের হাতে ধরা পড়ল ৭ জন স্কুল ছাত্র। জলপাইগুড়ি কোতওয়ালি থানার পুলিশ এদের শনিবার জলপাইগুড়ি শহরের কদমতলা এবং সেন্ট্রাল গার্লস স্কুলের সামনে থেকে পাকড়াও করে। থানায় নিয়ে আসার সময়ে এই ‘রোমিও’দের কেউ নিজের স্কুল ব্যাগ দিয়ে, কেউ বা দু’হাত দিয়েই সম্মান বাঁচাতে মুখ ঢেকেছে। যদিও বিকেলের পরে এই রোমিওদের অভিভাবকদের থানায় ডেকে সাবধান করে ছেড়ে দেওয়া হয়।

জলপাইগুড়ি শহরের একাধিক মেয়েদের বিদ্যালয়ের পক্ষ থেকে পুলিশকে অভিযোগ করা হয়েছিল স্কুলের বাইরে ‘রোমিও’দের দাপট বন্ধ করা নিয়ে। জেলা পুলিশ সুপার অমিতাভ মাইতি জানিয়েছেন, ‘আমরা নির্দিষ্ট অভিযোগের উপরে ভিত্তি করেই ইভটিজারদের ধরপাকড়ের অভিযান চালাচ্ছি। কোতওয়ালি থানার পুলিশও আমাদের সঙ্গে রয়েছে। এই অভিযান জারি থাকবে।’

পুলিশ সূত্রে জানা গিয়েছে, বেশ কয়েক দিন ধরেই মেয়েদের স্কুলের সামনে বিভিন্ন ছেলেদের স্কুলের ছাত্র এবং স্কুল গণ্ডির বাইরে থাকা ‘দাদা’-দের বিরুদ্ধে ইভটিজিং-এর অভিযোগ আসছিল। স্কুল ছুটির পর এবং বাড়ি থেকে স্কুলের আসার রাস্তায় ছাত্রীদের গত কয়েক দিন ধরেই উত্যক্ত করা হচ্ছিল বলে অভিযোগ।

এ দিন শহরের কদমতলা উচ্চ বালিকা বিদ্যালয় এবং সেন্ট্রাল গার্লস উচ্চ বিদ্যালয়ের সামনে দুপুরে ছুটির পর ৭ জন রোমিওকে কোতওয়ালি থানার পুলিশ সাদা পোশাকে গিয়ে হাতেনাতে ধরে ফেলে। এই রোমিওদের মধ্যে ৩জন স্কুল ছাত্র, বাকি ৪ জন স্কুল গণ্ডির বাইরে থাকা যুবক। ধরপাকড়ের সময়ে আরও কয়েকজন বাইক নিয়ে চম্পট দেয়। কয়েকজন বাইক ফেলেই পালায়। থানায় নিয়ে আসা রোমিওদের একটি বাইক বাজেয়াপ্ত করেছে পুলিশ।

কোতোয়ালি থানার আই সি শুভাশিস চাকী জানিয়েছেন, ৭ জনের অভিভাবকদের থানায় ডেকে সতর্ক করা হয়েছে। ভবিষ্যতে স্কুল ফাঁকি দিয়ে মেয়েদের স্কুলের বাইরে ছাত্রীদের উত্যক্ত করার অভিযোগ উঠলে, বা হাতেনাতে ধরা পড়লে আইনানুগ ব্যবস্থা নিতে বাধ্য হবেন বলে আই সি জানিয়েছেন।

এই বিষয়ে জলপাইগুড়ি রাষ্ট্রীয় উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সাগরিকা সেন এই বিষয়ে জানান, মেয়েদের স্কুলের বাইরে এই ধরনের ঘটনা নিন্দনীয়। ছাত্রীদের নিরাপত্তার বিষয়টি এর সঙ্গে জড়িত। পুলিশি পদক্ষেপকে তিনি সাধুবাদ জানিয়েছেন।

জলপাইগুড়ি গড়ালবাড়ি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অভিজিৎ ঘোষ জানান, ইদানীং শহরের বেশ কিছু মেয়েদের স্কুল ও কলেজের সামনে কিছু ছাত্র, এবং স্কুলের বাইরে থাকা যুবকেরা মেয়েদের উত্যক্ত করছে। এটা এক ধরনের সামাজিক অবক্ষয়ের নিদর্শন। তবে শুধু পুলিশ কেন, পথেঘাটে এই ধরনের ঘটনা ঘটলে মেয়েদের নিজেদেরই প্রতিবাদে সরব হওয়া উচিত বলে অভিজিৎবাবু মনে করেন।

এই সংক্রান্ত আরো সংবাদ

ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে স্বৈরাচারী শাসক বললেন ট্রাম্প

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির দাবি ছিল, মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পবিস্তারিত পড়ুন

ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল

আর্থিক দ্বন্দ্বের মধ্যে পিএসজি ছেড়ে রিয়াল মাদ্রিদে আসার পর একেরবিস্তারিত পড়ুন

মিয়ানমারে বন্যায় মৃতের সংখ্যা দ্বিগুণ বেড়ে ২২৬

ঘূর্ণিঝড় ইয়াগির প্রভাবে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ মিয়ানমারে ভারি বৃষ্টিপাতের কারণেবিস্তারিত পড়ুন

  • ইসরাইলি হামলায় আরও ৩৮ ফিলিস্তিনি নিহত
  • বিক্ষোভকারীদের অধিকার সমুন্নত রাখতে সরকারের প্রতি আহ্বান যুক্তরাষ্ট্রের
  • একদিনে গাজায় ইসরাইলি হামলায় নিহত ৫৭ ফিলিস্তিনি 
  • কানে ব্যান্ডেজ নিয়ে সম্মেলনে ট্রাম্প
  • ওমানে বন্দুকধারীর হামলায় মসজিদের কাছে   ৪জন নিহত
  • ট্রাম্পকে গুলি করা ব্যক্তি দলের নিবন্ধিত ভোটার
  • প্রেসিডেন্ট মাসুদকে সতর্কতা ইরানিদের 
  • ভারতের সঙ্গে চুক্তিতে দেশের মানুষের আস্থা প্রয়োজন
  • ভারত আমাদের রাজনৈতিক বন্ধু, চীন উন্নয়নের : কাদের
  • ইসরায়েলে মুহুর্মুহু রকেট হামলা ইসলামিক জিহাদের
  • প্রথম বিতর্কের পর ট্রাম্পের দিকে ঝুঁকছেন দোদুল্যমান ভোটাররা!
  • রেবন্ত রেড্ডি এবং চন্দ্রবাবু নাইডু বৈঠক নিয়ে নানা জল্পনা