গাড়ি দুর্ঘটনার জরিমানা বাড়ছে
‘গাড়ি অ্যাকসিডেন্ট করলে যে জরিমানা করা হয় তা যথার্থ নয়, আমরা এটা আরো বেশি করতে চাচ্ছি’ বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তবে জরিমানার পরিমান কত বাড়ছে বা কবে বাড়ানো হচ্ছে সে সম্পর্কে কোনো মন্তব্য করেননি মন্ত্রী।
বৃহস্পতিবার দুপুরে শিল্পকলা একাডেমীর সামনে থেকে জাতীয় নিরাপদ সড়ক দিবসের র্যালি উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান বলেন, ‘অ্যাকসিডেন্ট করলে তার শাস্তি তাকে পেতেই হবে। এ ব্যাপারে কোনো ছাড় দেয়া হবে না।’
মন্ত্রী বলেন, ‘অনেক সীমাবদ্ধতার মধ্যেও সড়ক দুর্ঘটনারোধে নিরাপত্তা বাহিনী কাজ করে যাচ্ছে। সড়কের নিরাপত্তার জন্য আমরা হাইওয়ে পুলিশ তৈরি করেছি। রাস্তায় জনগণের নিরাপত্তার জন্য প্রয়োজনে আমরা আরো বাহিনী তৈরি করবো।’
জনগণকে ট্রাফিক আইন মেনে চলার আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, ‘আমরা রং পার্কিং করবো না, যত্রতত্র গাড়ির গতি বাড়াবো না। আমরা সব সময় ট্রাফিক আইন মেনে চলবো।’
নিরাপদ সড়কের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন বলেন, ‘২২ বছর ধরে নিরাপদ সড়কের কর্মকাণ্ড সফল করতে আমাকে টেনশনে থাকতে হতো। আজ কেন্দ্রীয় কমিটির এ সুশৃঙ্খল আয়োজন দেখে আমি আনন্দিত। আমরা যদি এভাবে সুশৃঙ্খল ও একতাবদ্ধ থাকতে পারি তাহলে অল্পদিনের মধ্যেই আমরা সড়ককে নিরাপদ করতে পারবো।’
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে কাঞ্চন বলেন, ‘পৃথিবীর অন্যান্য দেশে যেখানে ৫০০ অ্যাকসিডেন্ট ঘটলে ৩০০ জন লোক মারা যায়। সেখানে আমাদের দেশে মারা যায় ৫ হাজার মানুষ। এর কারণ ম্যানেজমেন্টের বড় অভাব।’
তিনি বলেন, ‘নিরাপদ সড়ক আন্দোলন করতে গিয়ে একটা সময় হতাশ হয়ে গিয়েছিলাম, এখন আর হতাশ নই। সকল ভাঙাচুরা রাস্তাগুলোই আগের চেয়ে অনেক বেশি কাজ হচ্ছে। নিরাপদ সড়ক বিষয়ে ই-বুকে লেখা আসছে, পাঠ্যপুস্তকেও এ নিয়ে একটি অধ্যায় অন্তর্ভুক্ত করা হবে বলে সরকারের পক্ষ থেকে আশ্বাস দেয়া হয়েছে।’
এ সময় র্যালিতে আরো উপস্থিত ছিলেন ডিএমপির পুলিশ কমিশনার আছাদুজ্জামান মিয়া, বিটিবির সাবেক ডিজি নাট্যব্যক্তিত্ব ম হামিদ, নিরাপদ সড়কের ভাইস চেয়ারম্যান চলচ্চিত্র পরিচালক সোহানুর রহমান, সংগঠনের মহাসচিব সামীম আলম দীপন, নিরাপদ সড়ক দিবস কমিটির আহ্বায়ক সাদেক হোসেন বাবুল প্রমুখ।
নিরাপদ সড়ক দিবসের এ র্যালিটি বাংলাদেশ শিল্পকলা একাডেমীর সামনে থেকে শুরু হয়ে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে গিয়ে শেষ হয়। এসময় র্যালি থেকে শ্লোগান দেয়া হয়- ‘চালক-যাত্রী ভাই ভাই, নিরাপদ সড়ক চাই।’ ‘বাঁচার মতো বাঁচতে চাই, নিরাপদ সড়ক চাই।’
এই সংক্রান্ত আরো সংবাদ

গণঅভ্যুত্থানে শহীদের কথা মাথায় রেখেই দেশটাকে নতুন করে গড়তে হবে
নিউজ ডেস্ক: সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টাবিস্তারিত পড়ুন

বিএনপি সুশাসনে ও জবাবদিহিতায় বিশ্বাস করে
নিউজ ডেস্ক: বিএনপি প্রতিশোধের রাজনীতিতে বিশ্বাস করে না, সংঘাত-সন্ত্রাসের রাজনীতিতেবিস্তারিত পড়ুন

ভাতার ১ম কিস্তি শুরু; গর্ভবতী ভাতার আবেদন শর্ত
নিউজ ডেস্ক : সরকারি ভাতার ২০২৪–২৫ অর্থবছরের প্রথম কিস্তির টাকাবিস্তারিত পড়ুন