গায়নোকলজিস্ট বিষয়ে ৪ ভুল ধারণা
নারীদের বিভিন্ন প্রয়োজনে গায়নোকলজিস্ট চিকিৎসক দেখানোর প্রয়োজন হতে পারে। তবে এক্ষেত্রে অনেকেরই ভুল ধারণা রয়েছে। এ ধরনের কয়েকটি ভুল ধারণা তুলে ধরা হলো এ লেখায়। এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে ফক্স নিউজ।
১. পিরিয়ডের সময় গায়নোকলজিস্ট দেখানো যাবে না
এ বিষয়টি অনেক নারীরই ধারণা থাকে। তবে অধিকাংশ ক্ষেত্রে এটি প্রযোজ্য নয়। কিছু পরীক্ষা অবশ্য পিরিয়ডের সময় করা যায় না। তবে জরুরি প্রয়োজন হলে পিরিয়ডের সময়েও গায়নোকলজিস্ট দেখানো যেতে পারে। এ বিষয়ে চিকিৎসকরা বলেন, আপনার প্রয়োজনীয়তার ওপর বিষয়টি নির্ভরশীল। আপনি যদি অসুস্থ হয়ে পড়েন এবং গায়নোকলজিস্ট দেখানো প্রয়োজন হয়ে পড়ে তাহলে তা তাড়াতাড়ি করাই ভালো।
২. সব এসটিডি পরীক্ষা স্বয়ংক্রিয়
সব সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ (এসটিডি) বা যৌনবাহিত রোগ পরীক্ষা স্বয়ংক্রিয়ভাবেই করা হয় বলে মনে করেন অনেক নারী। কিন্তু বিষয়টি ভুল। আপনি যদি গায়নোকলজিস্টের কাছে গিয়ে সঠিকভাবে সমস্যাটি বর্ণনা না করেন তাহলে রোগ নির্ণয় করা কঠিন। এ কারণে আপনার নিজেকেই উদ্যোগী হতে হবে। সব সমস্যা খুলে বলতে হবে চিকিৎসকের কাছে।
৩. আপনার ওজন মাপা হবে
অনেক গায়নোকলজিস্ট রোগীর প্রয়োজন অনুযায়ী দেহের ওজন মাপতে চান। তবে সবক্ষেত্রে এর প্রয়োজন হয় না। আপনি চাইলে দেহের ওজন বৃদ্ধি কিংবা কম যাই হোক না কেন, চিকিৎসকের সঙ্গে সে বিষয়ে আলোচনা করতে অস্বীকৃতি জানাতে পারেন। তবে মনে রাখতে হবে, গায়নোকলজিস্টে যদি ওজন নেন তাহলে তা প্রয়োজনের জন্যই নিয়েছেন।
৪. ব্যক্তিগত তথ্য দিতে লজ্জা নয়
আপনার চিকিৎসার স্বার্থেই গায়নোকলজিস্টের কাছে ব্যক্তিগত তথ্য প্রকাশ করার প্রয়োজনীয়তা রয়েছে। অনেকেই মনে করতে পারেন সংবেদনশীল এ তথ্য নিয়ে চিকিৎসক হয়ত পরে বন্ধুদের সঙ্গে হাসাহাসি করবেন। কিন্তু এ বিষয়টি বাস্তবে ঘটে না কারণ বহু রোগীই এ ধরনের সমস্যায় চিকিৎসকের কাছে যান। আর এ ধরনের পরিস্থিতি সামলানোর জন্য গায়নোকলজিস্ট অভ্যস্ত। এক্ষেত্রে রোগীর সংবেদনশীল তথ্য তারা গোপন রাখতেই অভ্যস্ত।
এই সংক্রান্ত আরো সংবাদ

মানবদেহে আদার অনেক উপকার
আমাদের দিনে কয়েকবার রঙিন খাবার খাওয়া উচিত, কিন্তু আপনি কিবিস্তারিত পড়ুন

রেড মিট খাওয়ার আগে কিছু পরামর্শ জেনে নিন
কোরবানি ঈদে বেশ কয়েকদিন টানা খাওয়া হয় গরু বা খাসিরবিস্তারিত পড়ুন

জাপান ও ইউরোপে বিরল রোগে আক্রান্ত হচ্ছে মানুষ
জাপানে, একটি বিরল “মাংস খাওয়া ব্যাকটেরিয়া” এর কারণে এক রোগবিস্তারিত পড়ুন