গায়ের রঙ নিয়ে ঝগড়া : গৃহবধূর চুল কাটলো শাশুড়ি-ননদ..!

গায়ের রঙ নিয়ে বিবাদে মাথার চুল হারালেন গৃহবধূ রত্না বেগম (২৪)। রোববার দুপুরে শাশুড়ি ও ননদ মিলে মাথার চুল কেটে দিয়েছে ওই গৃহবধূর। যশোর সদর উপজেলার তফসীডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে।
নির্যাতিত গৃহবধূ রত্না বেগম ওই গ্রামের মহিউদ্দিন সাগরের স্ত্রী ও মণিরামপুরের শরণপুর গ্রামের মাহাবুবুর রহমান বাবলুর মেয়ে। রোববার সন্ধ্যায় এ রিপোর্ট লেখা পর্যন্ত কোতোয়ালি থানায় মামলার প্রস্তুতি চলছিল।
গৃহবধূ রত্না বেগম জানান, তার গায়ের রঙ পরিষ্কার। অন্যদিকে তার শাশুড়ি, ননদসহ অন্য সদস্যদের গায়ের রঙ কালো। আর এই নিয়ে প্রায়ই শাশুড়ি ও ননদের সঙ্গে তার বিবাদ বাধতো। রোববার দুপুরেও এ নিয়ে বাকবিতাণ্ডা শুরু হয়। এক পর্যায়ে শাশুড়ি নাজমা বেগম ও ননদ শাপলা খাতুন ধারালো ছুরি দিয়ে রত্নার মাথার সামনের অংশের প্রায় অর্ধেক চুল কেটে দেন।
খবর পেয়ে ওই গৃহবধূর মা ও বোন ছুটে আসেন। এরপর সন্ধ্যার দিকে থানায় অভিযোগ দেন।
যশোর কোতোয়ালি থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) খাদিজা বেগম ওই গৃহবধূর বরাত দিয়ে জানান, পরিবারের সদস্যদের গায়ের রঙ প্রসঙ্গে কথা নিয়ে নির্যাতনের ঘটনা ঘটেছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
এই সংক্রান্ত আরো সংবাদ

বেনাপোলের কিশোরী জোনাকির মরদেহ যশোরে উদ্ধার
যশোর শহরের রেলগেট পশ্চিমপাড়া মডেল মসজিদের পাশে একটি পুকুর থেকেবিস্তারিত পড়ুন

শিশুর গলায় পিস্তল ঠেঁকিয়ে স্বর্ণালঙ্কার লুট
বৃহস্পতিবার দিবাগত রাতে যশোর সদর উপজেলার চুড়ামনকাটি ইউনিয়নের ঝাউদিয়া গ্রামেবিস্তারিত পড়ুন

জঙ্গি আস্তানা সন্দেহে বাড়ি ঘিরে অভিযান
জঙ্গি আস্তানা সন্দেহে যশোর পৌর এলাকায় একটি দোতলা বাড়ি ঘিরেবিস্তারিত পড়ুন