গুইমারায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু
জেলার গুইমারা উপজেলায় লিপি দে (২৫) নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে।
রোববার সকালে গুইমারার ডাক্তারটিলা এলাকার নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। নিহতের শ্বশুরবাড়ি পক্ষের লোকজনের দাবি সে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। তবে পুলিশ বলছে ময়নাতদন্তের আগে হত্যা নাকি আত্মহত্যা এ বিষয়ে বলা যাচ্ছে না।
এ ঘটনায় পুলিশ নিহতের স্বামী উজ্জল কান্তি দে ও দেবর লিটন দেকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে।
নিহত গৃহবধূর পৈতৃকবাড়ি চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার শান্তিরহাট গ্রামে বলে জানিয়েছেন শাশুড়ি শেফালিকা দে। তিনি জানান, শনিবার বিকেলে বাড়ির পাশে পাতা সংগ্রহ করতে যায় তার ছেলের বউ। এ নিয়ে রাতে স্বামী-স্ত্রীর মধ্যে কথা কাটাকাটি হয়। রোববার সকালে উজ্জল গুইমারা বাজারে নিজ ব্যবসাপ্রতিষ্ঠানে চলে যায়। একপর্যায়ে লিপি বাড়ির মধ্যে ঢুকে গলায় ফাঁস দেয়। তখন খবর দিলে আমার ছেলে এসে তাকে নামিয়ে খাগড়াছড়ি হাসপাতালে নিয়ে আসে। নিহত লিপি দে ও উজ্জল কান্তি দের সংসারে ৫ বছরের মেয়ে রয়েছে।
গুইমারা থানার উপপরিদর্শক মো. ইয়াছিন জানান, হত্যা নাকি আত্মহত্যা এ বিষয়ে জিজ্ঞাসাবাদ করতে নিহতের স্বামী উজ্জল কান্তি দে ও তার ছোট ভাই লিটন দেকে আটক করা হয়েছে।
খাগড়াছড়ি সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. নয়ন ময় ত্রিপুরা জানান, সকালে নিহতের স্বামী তাকে খাগড়াছড়ি হাসপাতালে নিয়ে আসে। তাকে মৃত ঘোষণা করা হলে তার স্বামী হাসপাতাল থেকে পালিয়ে যায়।
এই সংক্রান্ত আরো সংবাদ
খাগড়াছড়িতে সাংবাদিককে পেটালেন যুবলীগ নেতা
খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলায় নুর নবী অন্তর নামে স্থানীয় এক সাংবাদিককেবিস্তারিত পড়ুন
উপজাতি গৃহবধূকে পাহাড়ের নিচে গলা কেটে হত্যা
খাগড়াছড়ির গুইমারা দুর্গম এলাকায় পাহাড়ের নিচ থেকে মহিনী ত্রিপুরা (৩৫)বিস্তারিত পড়ুন
খাগড়াছড়িতে প্রেমে ব্যর্থ হয়ে গলায় ফাঁস দিয়ে কলেজ ছাত্রীর আত্মহত্যা
প্রেমে ব্যর্থ হয়ে গলায় ফাঁস দিয়ে আরিফা বেগম নামে একবিস্তারিত পড়ুন