গুগলের গাড়িতে বিপাকে ট্রাফিক পুলিশ!
চালকবিহীন গাড়ি নিয়ে দীর্ঘদিন ধরেই পরীক্ষা-নিরীক্ষা করছে গুগল। ইতিমধ্যে যুক্তরাষ্ট্রের টেক্সাস ও ক্যালিফোর্নিয়ায় গুগলের চালকবিহীন গাড়ি পরীক্ষামূলকভাবে চলাচলও করছে৷ ভিডিও ক্যামেরা, রাডার সেন্সর ও লেজারের ব্যবহার এবং আশপাশের গাড়ি ও পরিবেশ থেকে পাওয়া তথ্য বিশ্লেষণ করে সামনে চলতে পারে গুগলের এই ‘বুদ্ধিমান’ গাড়ি।
ট্রাফিক আইন মেনে না চললে গাড়ি চালককে জরিমানা করা হয়। কিন্তু গুগলের গাড়ি তো চালকবিহীন, আর তাই সম্প্রতি ক্যালিফোর্নিয়ায় গুগলের গাড়ি ও এক ট্রাফিক পুলিশ নিয়ে মজার ঘটনার অবতার হয়।
ক্যালিফোর্নিয়ার মাউনটেন্ট ভিউতে নিয়ম হচ্ছে ৩৫ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিতে গাড়ি চলতে হবে। কিন্তু রাস্তায় একটি গাড়িটি চলছিল ২৫ কিলোমিটার প্রতি ঘণ্টায়। আর এর জন্যই ফাইন ধরাতে গিয়েছিলেন সেখানে দায়িত্বরত এক ট্রাফিক পুলিশকর্মী। কিন্তু গাড়ির সামনে গিয়ে রীতিমতো থতমত খেয়ে যান তিনি। কেননা গাড়িতে তো চালক নেই।
মুহূর্তেই নিজের ভুল বুঝতে পারলেন ট্রাফিক পুলিশকর্মী। কেননা গাড়িটি যে গুগলের চালকবিহীন গাড়ি।
ছবিসহ এ ঘটনাটি নিজেদের গুগল প্লাস অ্যাকাউন্টে পোস্ট করেছে গুগল। তারপর থেকেই ভাইরাল সেই পোস্ট। যাতে দেখা যাচ্ছে চালকবিহীন গাড়ির কাছে জরিমানা নিতে এসেছেন পুলিশকর্মী। ভাইরাল হওয়া পোস্টে রসিকতা করে গুগলের প্রশ্ন, ‘খুব স্লো ড্রাইভ হয়ে গেছে?’ পুলিশের তরফে অবশ্য ভুল স্বীকার করে নেওয়া হয়েছে। তবে এখনই গাড়িটিকে রাস্তায় ছেড়ে দেওয়া নিয়ে প্রশ্ন তুলেছে পুলিশ কর্তৃপক্ষ।
এক্ষেত্রে গুগলের সেলফ-ড্রাইভিং কার প্রজেক্ট কর্তৃপক্ষের বক্তব্য, গাড়িটিকে পরিচিত করে তুলতেই এই পদক্ষেপ। কিন্তু এত স্লো কেন গুগলের চালকহীন গাড়ি? এ প্রসঙ্গে গুগলের সেলফ-ড্রাইভিং কার প্রজেক্ট কর্তৃপক্ষের জবাব, নিরাপত্তার স্বার্থেই চালকবিহীন গাড়ির গতি কম রাখা হয়েছে।
২০১৭ সালের মধ্যে চালকবিহীন এই গাড়ি সার্বিকভাবে ব্যবহারের উপযোগী হবে বলে আশা করছে গুগল। এরপরও সেটাকে পুরোপুরি বাণিজ্যিকভাবে সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে আরও কয়েক বছর লাগবে বলে মনে করছেন প্রযুক্তি বিশ্লেষকেরা।
এই সংক্রান্ত আরো সংবাদ
আজকের যত আয়োজন ডিজিটাল ওয়ার্ল্ডে
রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলনে কেন্দ্রে আজ থেকে শুরু হতে যাচ্ছেবিস্তারিত পড়ুন
মোবাইল নম্বর ঠিক রেখেই অপারেটর পরিবর্তন করা যাবে: প্রক্রিয়া শুরু
মোবাইল ফোনের নম্বর ঠিক রেখে অপারেটর পরিবর্তন (মোবাইল নম্বর পোর্টেবিলিটি-এমএনপি)বিস্তারিত পড়ুন
স্মার্টফোন কিনে লাখপতি হলেন পারভেজ
নির্দিষ্ট মডেলের ওয়ালটন স্মার্টফোন কিনে পণ্য নিবন্ধন করলেই মিলছে সর্বোচ্চবিস্তারিত পড়ুন