গুজরাতের চা-ওয়ালার ঘরেই জন্মাবে ভারতের নেতা! বলে গিয়েছিলেন নস্ত্রাদামুস
ভারতের বিষয়েও ভবিষ্যৎবাণী করেছিলেন বিখ্যাত জ্যোতিষী মাইকেল ডি নস্ত্রাদামুস। ১৬ শতকেই বলে দিয়েছিলেন ভারতকে একদিন নেতৃত্ব দেবেন নরেন্দ্র দামোদর দাস মোদী। সম্প্রতি নস্ত্রাদামুসের লেখা কিছু ভবিষ্যৎবাণীর অনুবাদ করেন বিখ্যাত ঐতিহাসিক তথা সাংবাদিক ফ্রাসোঁয়া গতিয়েঁ। সেখান থেকেই এই তথ্য উঠে এসেছে।
টাইমস অফ ইন্ডিয়ার ব্লগে প্রকাশিত হয়েছে গতিয়েঁর অনুবাদ। পুরনো ফরাসি ও লাতিন ভাষা থেকে অনুবাদ করা হয়েছে এই তথ্য। গতিয়েঁর লেখা অনুসারে, নস্ত্রাদামুস ১৬ শতকেই অনুমান করেছিলেন যে ভারতের ‘সুপ্রিম লিডার’ জন্ম নেবেন গুজরাতের এক চা বিক্রেতার ঘরে। যাঁর নাম হবে ‘নরেন্দাস’। তিনি আরও বলেছিলেন, তিনটি টার্মে গুজরাতের নেতৃত্ব দেবেন তিনি। আর ওই সময়েই সেরাজ্যের বাণিজ্যবৃদ্ধি হবে।
শুধুই মোদী নয়, বিজেপির সমৃদ্ধির কথাও উল্লেখ করে গিয়েছিলেন তিনি। যেখানে বিজেপিকে ‘হিন্দু রাজনৈতিক সংগঠন’ বলে ব্যাখ্যা করা রয়েছে। একবিংশ শতাব্দীতে ভারতে বিজেপিই আধিপত্য বিস্তার করবে বলেও উল্লেখ করেন তিনি। তিনি আরও অনুমান করেছিলেন যে, ‘২০১৪ সাল থেকেই ভারতে হিন্দুদের আধিপত্য বাড়বে। স্বর্গ-মর্ত্য দাপিয়ে বেড়াবেন তাঁরা। এশিয়া থেকে তাদের কেউ সরাতে পারবে না।’ হিন্দুত্বের শক্তিই ভারতের জন্য শুভ বলেও উল্লেখ করেন ফরাসি জ্যোতিষী। তাঁর মতে, ভারতের জন্য সবথেকে মঙ্গলজনক।
আরও বলা হয়েছে, একজন সাদা চামড়ার মহিলা মোদীর আগে ভারতকে শাসন করবে। আর তার আমলে দুর্নীতি মাথাচাড়া দিয়ে উঠবে। আরও সতর্কবার্তা দিয়েছিলেন তিনি যে, যদি হিন্দুদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেন তাহলে ক্ষমতাচ্যুত হবেন নরেন্দ্র মোদী।
এই সংক্রান্ত আরো সংবাদ
ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
আর্থিক দ্বন্দ্বের মধ্যে পিএসজি ছেড়ে রিয়াল মাদ্রিদে আসার পর একেরবিস্তারিত পড়ুন
মিয়ানমারে বন্যায় মৃতের সংখ্যা দ্বিগুণ বেড়ে ২২৬
ঘূর্ণিঝড় ইয়াগির প্রভাবে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ মিয়ানমারে ভারি বৃষ্টিপাতের কারণেবিস্তারিত পড়ুন
ইসরাইলি হামলায় আরও ৩৮ ফিলিস্তিনি নিহত
গত ২৪ ঘণ্টায় ইসরাইলি বাহিনীর তান্ডবে প্রাণ গেছে আরও ৩৮বিস্তারিত পড়ুন