গুজব নয়, সোনমের বিয়ে!

আনন্দ আহুজার সঙ্গে প্রেম করছেন বলিউডের ‘ফ্যাশনিস্টা’ খ্যাত অভিনেত্রী সোনম কাপুর। বলিপাড়ায় কান পাতলে এমন গুঞ্জনই শোনা যায়। যদিও তাদের প্রেমের গুঞ্জনটি সবসময়ই অস্বীকার করেছেন সোনম।
এবার শোনা যাচ্ছে, বিয়ের পিঁড়িতে বসছেন সোনম-আনন্দ। আর আগামী বছরই নাকি বাজবে তাদের বিয়ের সানাই। প্রকাশিত প্রতিবেদনে এমনটাই জানিয়েছে ভারতীয় একটি সংবাদমাধ্যম।
গত আগস্টেরুস্তম সিনেমার সাফল্যের পার্টিতে একসঙ্গে হাজির হয়েছিলেন সোনম ও আনন্দ। এরপর তাদের একটি পারিবারিক ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়, যেখানে এ জুটি পরস্পরের হাত ধরা অবস্থায় ছিলেন। এছাড়া সম্প্রতি আনন্দের সঙ্গে ছুটি কাটাতেও দেখা গেছে নীরজা খ্যাত এ অভিনেত্রীকে। সবমিলিয়ে ধারণা করা হচ্ছে তাদের সম্পর্কটা মেনে নিয়েছেন কাপুর পরিবার এবং বিয়েটাও করছেন তারা।
তবে বিয়ের বিষয়টি পুরোপুরি অস্বীকার করেছেন সোনম। এ বিষয়ে তাকে প্রশ্ন করা হলে সংবাদমাধ্যমে তিনি বলেন, ‘আপনারা কী পাগল?’ পাশাপাশি ব্যক্তিগত বিষয়গুলো গোপন রাখার জন্য অনুরোধ করেন তিনি।
হোয়ার্টন বিজনেস স্কুলে যাওয়ার আগে আনন্দ আমেরিকান স্কুলে পড়াশোনা করেন। পেশায় ব্যবসায়ী আনন্দ ‘ভানে’ নামে নিজের ব্যান্ডও লঞ্চ করেছেন। এদিকে সোনম কাপুর এক সাক্ষাৎকারে জানিয়েছেন, ‘ভানে’ তার অন্যতম প্রিয় ফ্যাশন ব্যান্ড। এছাড়া সোনমের ভাই হর্ষবর্ধন কাপুর তার মির্জিয়া সিনেমার প্রচারণার সময় আনন্দ আহুজার ব্র্যান্ডের পোশাক পরেছিলেন। শুধু তাই নয় আনন্দের ব্র্যান্ডের পোশাক পরে টুইটারে একটি ছবি পোস্ট করেছিলেন কারিনা।
এই সংক্রান্ত আরো সংবাদ

ওটিটি প্ল্যাটফর্মে যে সিরিজগুলো ২০২৫ মাতাবে
চব্বিশের বছরজুড়ে ওটিটি প্ল্যাটফর্মে রাজত্ব করেছে “হীরামণ্ডি”, “মির্জাপুর সিজন ৩”বিস্তারিত পড়ুন

অবৈধ জুয়ার প্রচারণায় অপু-বুবলী-পরিমনি-ফারিয়াদের নাম
২০২৪ সালের বিভিন্ন সময় জুয়ার অ্যাপের প্রচারণায় যুক্ত হওয়ায় অভিযোগবিস্তারিত পড়ুন

৮ বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদ চূড়ান্ত ‘ব্র্যাঞ্জেলিনা’ দম্পতির
দীর্ঘ আট বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদের আনুষঙ্গিক বিষয়গুলোবিস্তারিত পড়ুন