গুপ্ত হত্যাকারীদের সাথে মিটমাটের কোন সুযোগ নেই : ইনু
তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু এমপি বলেছেন, ৭১ এ যেমন পাকিস্তানের সাথে মিটমাটের কোন সুযোগ ছিল না, আজ তেমনি আগুন-সন্ত্রাসী, জঙ্গীবাদ, গুপ্তহত্যাকারীদের সাথে মিটমাটের কোন সুযোগ নেই। সাম্প্রদায়িক জঙ্গীবাদ, সন্ত্রাস ও ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে জাতীয় ঐক্য গড়ে তোলার আহবান জানান তিনি। কক্সাজার শহীদ দৌলত ময়দানে ৬ নভেম্বর সন্ধ্যায় জেলা জাসদ সম্মেলণে প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে তিনি একথা বলেন। জেলা জাসদের সভাপতি নঈমুল হক চৌধুরী টুটুলের সভাপতিত্বে অনুষ্টিত সভায় মন্ত্রী আরো বলেন, দেশে এ মুর্হুতে কোন রাজনৈতিক বা সাংবিধানিক সংকট নেই। বরং বেগম খালেদা জিয়া বিএনপি-জামায়াত আগুন সন্ত্রাস, নাশকতা, অর্ন্তঘাত হত্যা করে অস্বাভাবিক পরিস্থিতি তৈরী করে অঘটন ঘটিয়ে দেশকে সংবিধানের বাইরে ঠেলে দিয়ে অস্বাভাবিক সরকার আনার অপচেষ্টায় লিপ্ত। বেগম জিয়া বিএনপি -জামায়াত বাংলাদেশের রাষ্ট্র ও সংবিধানের বিরুদ্ধে প্রকাশ্য যুদ্ধ পরিচালনা করছে। এ রকম পরিস্থিতিতে বেগম জিয়ার সংলাপের প্রস্তাব, আগুন সন্ত্রাসী, জঙ্গীবাদী, নাশকতাকারী, অর্ন্তঘাতীকারী,খুনীদের অপরাধ আড়াল করা, তাদের বাচাঁনো এবং জনগনের প্রতিরোধ ও প্রত্যাখানের মুখে পরাজিত প্রায় অবস্থায় ধমফেলার সুযোগ নেয়ার কুটচাল মাত্র।
মন্ত্রী বলেন, বাংলাদেশকে এগুতে হলে, শান্তির পথে থাকতে হলে,গণতন্ত্র ও সংবিধানকে নিরাপদ করতে হলে, ৭১ সালের মতই আগুন সন্ত্রাসী,জঙ্গীবাদী নাশকতাকারী, অর্ন্তঘাতকারী, গুপ্তহত্যাকারী এবং এদের নেত্রী খালেদা জিয়ার অস্বাভাবিক রাজনীতিকে পরাজিত ও ধ্বংস করতে হবে। সাবেক প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে মন্ত্রী বলেন, সরকার কোন দোষারোপের রাজনীতি করছে না। বেগম জিয়া অস্বাভাবিক রাজনীতি করছেন, যুদ্ধাপরাধীদের বিচার বন্ধ করতে চাচ্ছেন। বেগম জিয়া আগুন সন্ত্রাস, অর্ন্তঘাত, নাশকতার নেতৃত্ব দিয়েছেন, বেগম জিয়ার বিরুদ্ধে এসব কথা বলা কি দোষারোপের রাজনীতি? যারা বেগম জিয়ার এসব দুর্ষ্কমকে আড়াল করতে চান, তারাই দেশে দোষারোপ হচ্ছে বলে মায়াকান্না কাদঁছেন। হাসানুল হক ইনু বলেন, এই মুর্হুতে সকল গণতান্ত্রীক গতিশীল, দেশপ্রেমিক রাজনৈতিক শক্তির প্রধান রাজনৈতিক কর্তব্য হচ্ছে, দেশের শত্রুদের পরাজিত করা এবং দেশের যে উন্নয়ন চলছে,তার সুফল সাধারণ মানুষের ঘরে ঘরে পৌঁছে দেয়ার জন্য সংবিধানের পাতা থেকে সমাজতন্ত্রকে মানুষের জীবনের পাতায় কার্যকর করা। মন্ত্রী ইনু এ বিষয়ে জাসদের নেতাকর্মীদের ৩ টি নির্দেশনা প্রদান করেন বলেন, ঐক্য রক্ষা করতে হবে,দেশের শত্রুদের পরাজিত করা ও সমাজতন্ত্রের পথে এগিয়ে যেতে হবে।
বিএনপি-জামায়াত রাষ্ট্র ও সংবিধানের বিরুদ্ধে যুদ্ধ পরিচালনা করছে এমন সময়ে খালেদা জিয়ার সংলাপের প্রস্তাব খুনী নাশকতাকারী সভ্যতা আর গনতন্ত্রের শক্রদের আড়াল করার আরেকটি যড়যন্ত্র। এ ব্যাপারে মন্ত্রী দেশবাসীকে সজাগ থাকতে আহবান জানান। বিকালে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন ও শান্তির পায়রা উড়িয়ে জাসদ কেন্দ্রীয় কমিটির সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু এমপি জাসদ সম্মেলণ উদ্বোধন করেন।
উক্ত সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জাসদ কেন্দ্রীয় কমিটির যুগ্মসাধারণ সম্পাদক নাজমুল হক প্রধান এমপি, কক্সবাজার রামু- সংসদস সদস্য সাইমুম সরওয়ার কমল, চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক নঈমুল হাসান জুয়েল, কেন্দ্রীয় নারী জোটের আহবায়িকা আফরোজা হক রিনা, কেন্দ্রীয় জাসদের সদস্য এড. আব্দুর রশিদ , আব্দুল্লাহ হিল কাইয়ুম, কেন্দ্রীয় জাসদ নেতা এডভোকেট আব্দু রশিদ , জুলফিকার মান্নান জামিল জেলা আওয়ামী লীগ ভারপ্রাপ্ত সভাপতি একে আহম্মদ হোসেন। শহর জাসদের নব নিবার্চিত সভাপতি মোহাম্মদ হোছাইন মাসু’র সঞ্চালনায় অন্যান্যদের বক্তব্য রাখেন, সম্মেলন প্রস্তুতি পরিষদের আহবায়ক রুপনাথ চৌধুরী নাচ্ছু, শোক প্রস্তাব পাঠ করেন জেলা জাসদের সহ সভাপতি অলক ভট্টচায্য। সম্মেলনে জাতীয় ও উদ্ভোধনী সংগীত পরিবেশন করেন উদিচি শিল্পী গোষ্ঠি কক্সবাজার। পরে দ্বিতীয় অধিবেশনে জেলা জাসদের কাউন্সিল হিল ডাউন সার্কিট হাউসে শুরু করা হয়।
এই সংক্রান্ত আরো সংবাদ
ফের ২ দিন রিমান্ডে আনিসুল হক
রাজধানীর বাড্ডা থানার স্বেচ্ছাসেবকদল নেতা আল-আমিন হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রীবিস্তারিত পড়ুন
আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, “গণতন্ত্রেরবিস্তারিত পড়ুন
জামিন পেলেন সাবেক বিচারপতি মানিক
অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের সময় সিলেটের কানাইঘাটের ডোনা সীমান্ত এলাকা থেকেবিস্তারিত পড়ুন