গুম-খুন নয়, গণতন্ত্র ফেরাতে চায় বিএনপি
তরুণ প্রজন্মের প্রায় ৮০ শতাংশ রাজনীতি বিমুখ। রাজনীতিতে আগ্রহ নেই তাদের।এ পর্যবেক্ষণ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের।
বিমুখতা কাটিয়ে তরুণ প্রজন্মের প্রতিনিধিদের রাজনীতিতে সক্রিয় করে তুলতে দীর্ঘ মেয়াদে পরিকল্পনা নিয়েছে বিএনপি। ঢেলে সাজানো হচ্ছে দলকে। কেন্দ্রীয় কমিটি থেকে দলের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃত্বে নিয়ে আসা হয়েছে অপেক্ষাকৃত তরুণ নেতাদের।
এ নিয়ে আলোচনা-সমালোচনা মধ্যেও নেতা নির্বাচনে নতুনদের প্রাধান্য দেয়া হয়েছে। কেন্দ্রীয় কমিটিতে তরুণ নেতা হিসেবে জায়গা করে নিয়েছেন অনেকে। তরুণ প্রতিনিধিদের একজন শহীদুল ইসলাম বাবুল। সর্বশেষ ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতির দায়িত্বে ছিলেন। দায়িত্ব পালন করেছেন ভারপ্রাপ্ত সভাপতি হিসেবেও।
বিএনপি কেন্দ্রীয় কমিটির এ সদস্য, যিনি দীর্ঘ সময় কাটিয়েছেন ছাত্রদলের সদস্য হিসেবে। তিনি মনে করেন, জাতিকে নতুন বার্তা দিতে পারবে বিএনপি। বিএনপির রাজনীতিতে ছাত্রদলের যে প্রজন্ম দিনে দিনে যুক্ত হচ্ছেন তারা দলটিকে সাধারণ মানুষের সামনে নতুনভাবে উপস্থাপন করাতে সক্ষম হবে।
সর্বোচ্চ পর্যায়ে নতুনদের অন্তর্ভূক্তি দলে গতি সঞ্চারে ভুমিকা রাখবে বলে আশাবাদি শহীদুল ইসলাম বাবুল। বিএনপি সব বাধা-বিঘ্ন কাটিয়ে রাজনীতিতে পরিবর্তনের নতুন ধারা সৃষ্টি করতে চায়। মানুষ আশাবাদি করতে চায়, আকৃষ্ট করতে চায় নতুন প্রজন্মকেও।
বলেন, নতুন এ ধারায় বিএনপি দেশকে গড়ে তুলতে বাস্তবভিত্তিক পরিকল্পনা নিয়ে ভাবছে। সম্পদের সুষ্ঠু ব্যবহার নিশ্চিত করে উন্নয়নের গতি তরান্বিত করাই হবে মুল লক্ষ্য। গল্প নয় সত্যি করতে চায়। কথা ও কাজে মিল রেখে এগুতে চায় বিএনপি আগামী দিনে।
শহীদুল ইসলাম বাবুল বলেন, জাতীয়তাবাদি আদর্শে বিশ্বাসী বিএনপি গুম, খুনে বিশ্বাস করে না। বিরোধী মত দমনেও বিশ্বাসী নয়। সব মত ও পথের মানুষদের নিয়ে সমাজ বির্নিমানে বিশ্বাস করে বিএনপি। বেশ ক’ছর ধরে দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং সিনিয়র নেতারা বর্তমান সরকারকে বলে আসার চেষ্টা করছেন, সুস্থ গণতান্ত্রিক ধারা পুণ:প্রতিষ্ঠায় দরকার রাজনৈতিক সমঝোতা। এজন্য আলোচনায় বসারও আগ্রহ দেখিয়েছেন বারংবার। সরকার সে কথা না শুনে উল্টো বিরোধীদের বিশেষ করে বিএনপি নেতাকর্মিদের দমন-পীড়নের পথ বেছে নিয়েছে। সরকার স্বৈরাচারি কায়দার দেশ শাসন করতে চায় বলেও অভিযোগ করেন বিএনপির তরুণ এ নেতা।
ছাত্র রাজনীতির সঙ্গে সখ্যতা গড়েন ফরিদপুরের ঐতিহ্যবাহী রাজেন্দ্র কলেজের উচ্চ মাধ্যমিকের ছাত্র থাকতে। পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কবি জসিম উদ্দিন হল শাখা ছাত্রদলের সদস্য সচিবের দায়িত্ব পালন করেন। ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের কমিটির দফতর সম্পাদক থেকে কেন্দ্রীয় কমিটিতে সহ-দফতর সম্পাদক হন। কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতির দায়িত্বেও ছিলেন তিনি।
এসব পরিচয়ই এখন অতীত। শহীদুল ইসলাম বাবুল বর্তমানে বিএনপির ঢাকা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক।
সহ-সাংগঠনিক সম্পাদক পদে এর আগে দায়িত্বে ছিলেন এম এইচ খান মঞ্জু, ছাত্রদলের সাবেক সভাপতি প্রয়াত নাসির উদ্দিন পিন্টু, আব্দুস সালাম আজাদ।
ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি থেকে বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক। এই পদ প্রত্যাশিত কিনা জানতে চাইলে বাবুল বলেন, আমি সন্তুষ্ট। ছাত্রদলের প্রতিনিধি হয়ে যোগ দিয়ে টানা তিন দশক ধরে বিএনপির রাজনীতির সঙ্গে আছি। এবারই প্রথম কেন্দ্রীয় কমিটিতে যুক্ত হয়েছি।
রাজনীতির বৃহত্তর অঙ্গনে সুযোগ করে দেয়ার জন্য বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা জানান শহীদুল ইসলাম বাবুল। দলের সিনিয়র নেতাদের ভুমিকারও প্রশংসা করেন তিনি। নতুন পদে দায়িত্ব পালনে দলের অগনিত নেতা-কর্মিদের সহযোগিতা চাইলেন তরুণ এ নেতা।
বলেন, নতুন দায়িত্ব পেয়ে চেষ্টা করব দলকে সুসংগঠিত করতে ভুমিকা রাখার। দলের শীর্ষ নেতাদের পরামর্শ নিয়ে গণতান্ত্রিক ব্যবস্থা, সুশাসন পুণপ্রতিষ্ঠায় আত্মনিয়োগ করার প্রত্যয় জানান শহীদুল ইসলাম বাবুল। ফ্যাসিবাদি সরকারের দু:শাসনের অবসানে ছাত্র-জনতাকে ঐক্যবদ্ধ করার চ্যালেঞ্জ নিয়ে সামনে এগুবেন বলে জানান তরুণ এ বিএনপি নেতা।
দায়িত্বে অংশ হিসেবে বিভাগের সব জেলা, থানাসহ সব পর্যায়ের নেতা-কর্মিদের সার্বক্ষণিক যোগাযোগ রাখার কথা জানান শহীদুল ইসলাম বাবুল। সংগঠনকে শক্তিশালি করতে এ যোগাযোগের বিকল্প নেই উল্লেখ করে বলেন, আমার লক্ষ্য হচ্ছে ঢাকা বিভাগে দলের শক্তিশালি ভিত তৈরী করা।
নতুন কমিটি নিয়ে সমালোচনা প্রসঙ্গে সহ-সাংগঠনিক সম্পাদক বলেন, রাজনৈতিক দল পুর্নগঠন প্রক্রিয়ায় আলোচনা-সমালোচনা থাকবে। বিএনপি নয়, পৃথিবীর সব রাজনৈতিক দলে এ নিয়ে পক্ষে-বিপক্ষে অবস্থান আছে। ফ্রান্স রেভুলেশন, রুশ বিপ্লব, রেনেসা বলেন, প্রত্যেকটারই সমালোচনা ছিল। সমালোচনা কিঞ্চিৎ থাকতেই পারে।
তিনি বলেন, ছাত্রদলকে বলা হয় ফাউন্ডেশন। আমার বিশ্বাস, ছাত্রদলের যে প্রজন্ম বিএনপিতে অন্তর্ভূক্ত হচ্ছে নিশ্চয়ই দলটি নতুনভাবে ঘুরে দাঁড়াতে পারবে। নতুন একটা বার্তা জাতিকে দিতে পারবে। সত্যিকারার্থেই একটা রাজনৈতিক দল হিসেবে আমরা আগামী দিনে ভূমিকা রাখতে পারবো।
ছাত্র নেতাদের নেতৃত্ব দেয়ার অনেক অভিজ্ঞতা আছে, বয়সও হয়েছে। দীর্ঘকাল দলের সঙ্গে ছিল। এরা আজ স্বীকৃত প্রজন্ম। বিশ্ববিদ্যালয় শেষ করে এসেছে এসব নেতারা। এরা সবাই রাজনৈতিক প্রেকটিসের মধ্যেই ছিল। রাজনৈতিক ব্যাকগ্রাউন্ডও আছে। নিশ্চয়ই এরা ভাল করবে বলে আমি বিশ্বাস করি।
বিএনপির নতুন এ নেতা বলেন, ছাত্রদলের নতুন এ প্রজন্ম রাজনীতি নিয়ে বেশ উজ্জীবীত। নতুনদের আবেগ, উদ্দীপনা, উচ্ছ্বাসে আমি নিজেও অভিভূত। ভবিষ্যৎ নিয়ে আমি সত্যি আশাবাদী।
নতুনদের মধ্যে যোগ্য আরো অনেকে আছেন উল্লেখ করে শহীদুল ইসলাম বাবুল বলেন, ‘আমি আশা করি পর্যায়ক্রমে তাদের মূল্যায়ণ করা হবে।’ মূল দলের পাশাপাশি অঙ্গ দলেরও পুনর্গঠন প্রক্রিয়া চলছে।
বিএনপি-জামায়াত জোটের ভবিষ্যত সম্পর্কে জানতে চাইলে শহীদুল ইসলাম বাবুল বলেন, রাজনীতি করলে ব্যক্তিগত চিন্তা কিংবা মত প্রকাশ করা কঠিন। আর জামায়াতের সঙ্গে আমাদের আদর্শগত দুরুত্ব অবশ্যই আছে। জামায়াত তাদের একটা আদর্শ ধারণ করে আর আমরা আমাদের আদর্শ।
তবে জোটগত আন্দোলন বাংলাদেশের রাজনীতির ট্রাডিশন। এটা অতীতেও হয়েছে। এখনো আছে। ভবিষ্যতের কথা বলার সুয়োগ নেই। সময় ও বাস্তবতা নিরিখে সেটা নির্ধারণ হবে। তবে সেটা পুর্নবিবেচনা করবে কি করবে না সেটা পার্টির হাইকমান্ড আছে, নীতি নির্ধারণী ফোরাম আছে, সেখানে ঠিক হবে আগামী দিনে জামায়াতের সঙ্গে কোন আঙ্গিকে আন্দোলন কর্মসূচি চলবে। সেটা পার্টি ও নীতি নির্ধারকরা ঠিক করবে। এখানে আসলে ব্যক্তিগত মত প্রকাশ করার সুযোগ নেই।
ভবিষ্যত আন্দোলন কর্মসূচিতে নেতাদের অবস্থা বিগত দিনের মতো হবে কি না জানতে চাইলে বাবুল বলেন, সেটা সময়ই বলে দেবে। নেতারা মাঠে ছিলেন না এ কথাও ঠিক নয়। যে আন্দোলন হয়েছে তাতে বাংলাদেশের হাজার হাজার মানুষ সম্পৃক্ত ছিল। সরকার তখন ঢাকা শহরকে তারা একটি যুদ্ধের শহরে পরিণত করেছিল। আইন আদালত , বিচার ব্যবস্থা, মানবতা নব কিছু উপেক্ষা করে বন্দুকের শাসন, মারনাস্ত্রের শাসন প্রতিষ্ঠা করা হয়েছিল। এই বাস্তবতায় তাও অনেক মানুষ জীবন দিয়েছেন। বিগত দিনে যে আন্দোলন হয়েছে তার চাইতে নিশ্চয়ই আগামী দিনে আন্দোলনে নেতাকর্মীদেরকে আরো বেশি সম্পৃক্ত করার চেষ্টা করব। আমরা বিশ্বাস করি, দৃঢ়ভাবেই বিশ্বাস করি। সেটা হবে, হতেই হবে।
এই সংক্রান্ত আরো সংবাদ
ফের ২ দিন রিমান্ডে আনিসুল হক
রাজধানীর বাড্ডা থানার স্বেচ্ছাসেবকদল নেতা আল-আমিন হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রীবিস্তারিত পড়ুন
আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, “গণতন্ত্রেরবিস্তারিত পড়ুন
জামিন পেলেন সাবেক বিচারপতি মানিক
অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের সময় সিলেটের কানাইঘাটের ডোনা সীমান্ত এলাকা থেকেবিস্তারিত পড়ুন