‘গুরু’ আসবেন আর এই গরমাগরম সংলাপ হবে না,
‘মারব এখানে লাশ পড়বে শ্মশানে’- সংলাপ বলার সঙ্গে জনতা উচ্ছ্বসিত৷ ‘গুরু’ আসবেন আর এই গরমাগরম সংলাপ হবে না, তাই আবার হয় নাকি! ফ্যানদের খুশি করে ট্রেডমার্ক সংলাপেই বাংলার শারদউৎসবে সামিল হলেন ‘দাদা’ মিঠুন চক্রবর্তী৷ তবে ফ্যানদের উদ্দেশ্যে তাঁর সাবধানবাণী, এ সংলাপ আবার যেন তাঁরা বাস্তবে প্রয়োগ না করে বসেন৷ তাহলে পুজোর আনন্দের দফারফা৷ সেই মেজাজ, কথায় কথায় সেই মজা৷ তৃতীয়ার সন্ধে চেনা ছন্দেই পেল মিঠুন চক্রবর্তীকে৷ আর তাঁর হাত ধরেই শুরু হল রাজডাঙা ইস্ট রিক্রিয়েশন ক্লাবের এবারের মাতৃবন্দনার৷ ছিলেন শুভেন্দু অধিকারী ও অন্যান্য বিশিষ্টরা৷
শোনা যাচ্ছিল, তিনি নাকি গ্ল্যামারদুনিয়া থেকে নিজেকে সরিয়ে রেখেছেন৷ ইদানিং সিনেদুনিয়ার আলো ঝলমলে পরিবেশে তাঁকে বেশি দেখা যায় না, এমন কথাও ঘুরছিল ইতিউতি৷ তবু গোটা বাংলা যখন পুজোর আনন্দে মেতেছে, তখন বাংলা ‘দাদা’ কি দূরে থাকতে পারেন! আর তাই চতুর্থীর শহরই দেখল পুজোয় সামিল ‘গুরু’ মিঠুন চক্রবর্তী৷ কলকাতার একমাত্র এই একচা পুজোরই সূচনা করলেন তিনি৷
শারদ উৎসবের টান যে বাঙালির নাড়িতে এদিন তাইই যেন এবার নতুন করে মনে করিয়ে দিলেন তিনি৷ এসেছেন পুজোর উদ্বোধনে, তবে কোনও পেশাদারিত্বের খাতিরে নয়৷ পকেট থেকে খাম বের করে দেখিয়েই দিলেন, পুজোর উদ্বোধনের জন্য তাঁকে ২ লাখ দিয়েছেন পুজো উদ্যোক্তারা৷ কিন্তু তিনি এসেছেন পুজোর টানে৷ আর তাই পুরো টাকাই তিনি তুলে দিলেন ‘বন্ধু’ নামক এক সংস্থার কর্তাদের হাতে৷ এইডস আক্রান্ত বাচ্চাদের চিকিৎসার খাতিরে ব্যয় হবে এই অর্থ৷
শুধু পরদায় নয়, পরদায় বাইরেও যে তিনি নায়ক তা দেখিয়ে দিলেন৷ তবে সবার উপরে তিনি ‘দাদা’৷ আর তাই বাংলাজোড়া আনন্দউৎসবের মধ্যেও অগণিত বাচ্চার মুখে হাসি ফুটিয়ে তুললেন তিনিই৷
এই সংক্রান্ত আরো সংবাদ

ওটিটি প্ল্যাটফর্মে যে সিরিজগুলো ২০২৫ মাতাবে
চব্বিশের বছরজুড়ে ওটিটি প্ল্যাটফর্মে রাজত্ব করেছে “হীরামণ্ডি”, “মির্জাপুর সিজন ৩”বিস্তারিত পড়ুন

অবৈধ জুয়ার প্রচারণায় অপু-বুবলী-পরিমনি-ফারিয়াদের নাম
২০২৪ সালের বিভিন্ন সময় জুয়ার অ্যাপের প্রচারণায় যুক্ত হওয়ায় অভিযোগবিস্তারিত পড়ুন

৮ বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদ চূড়ান্ত ‘ব্র্যাঞ্জেলিনা’ দম্পতির
দীর্ঘ আট বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদের আনুষঙ্গিক বিষয়গুলোবিস্তারিত পড়ুন