গুলতি ছুড়ে বিক্ষোভ দমাবে পুলিশ

একসময় দাঙ্গা-হাঙ্গামায় শত্রুর মোকাবিলায় অন্যতম অস্ত্র ছিল তীর-ধনুক আর গুলতি। বর্তমান আধুনিক যুগেও গ্রামাঞ্চলে ও উপজাতিদের মধ্যে প্রচলিত আছে এসব সনাতনি অস্ত্র। তবে রাষ্ট্রযন্ত্রের গুরুত্বপূর্ণ অংশ আইনশৃঙ্খলা বাহিনী বন্দুক ফেলে এই অস্ত্র আবার হাতে তুলে নিচ্ছে। আর সেটি ঘটতে যাচ্ছে ভারতের হরিয়ানা রাজ্যে।
ওই রাজ্যের পুলিশ গুলতি ছুড়ে বিক্ষোভকারীদের সহিংসতার মোকাবেলা করবে বলে সিদ্ধান্ত নিয়েছে। আর তাই গুলতি মারার প্রশিক্ষণ দেয়া হচ্ছে পুলিশকে।
বুধবার হরিয়ানা রাজ্যের পুলিশ কর্মকর্তাদের বরাত দিয়ে বিবিসি অনলাইনে এমনই খবর প্রকাশিত হয়েছে।
হরিয়ানার জিন্দ জেলার পুলিশপ্রধান অভিষেক জরওয়াল বলেন, তারা অনেক পরীক্ষা-নিরীক্ষা চালানোর পর গুলতি ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছেন। তারা যেসব গুলতি ব্যবহার করবেন সেগুলো বিশেষভাবে তৈরি এবং যথেষ্ট নিরাপদ। বিক্ষোভকারীদের বিরুদ্ধে মারাত্মক অস্ত্র ব্যবহার বন্ধ করাই তাদের উদ্দেশ্য বলে জানান তিনি।
ওই পুলিশ-প্রধান বলেন, “আমাদের অফিসারদের নির্দেশ দেয়া হয়েছে কেবল শেষ অস্ত্র হিসেবে বন্দুক ব্যবহার করতে। এর আগে পর্যন্ত তারা কাঁদানে গ্যাস ও গুলতি ব্যবহার করে বিক্ষোভ দমানোর চেষ্টা করবেন। গুলতি দিয়ে ছোঁড়া হবে মরিচের গুঁড়ো এবং মার্বেল।”
মার্বেল ও মরিচের গুঁড়ো বড় কোনো ক্ষতি করবে না, কিন্তু বিক্ষোভকারীদের হটিয়ে দিতে এটি বেশ কার্যকর হবে বলে মনে করেন অভিষেক জরওয়াল।
এই সংক্রান্ত আরো সংবাদ

তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
ইরান-ইসরায়েলের মধ্যে চলমান সংঘাত ক্রমেই উদ্বেগজনক রূপ নিচ্ছে। এমন পরিস্থিতিতেবিস্তারিত পড়ুন

সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
সোমবার রাত থেকেই দফায় দফায় কয়েক পশলা বৃষ্টি হয়েছে ঢাকায়।বিস্তারিত পড়ুন

শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
গল আন্তর্জাতিক স্টেডিয়ামে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে শ্রীলঙ্কার বিপক্ষেবিস্তারিত পড়ুন