গুলশানের একটি ভবন ঘিরে রেখেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী

রাজধানীর গুলশান ১ নম্বরে অবস্থিত মোবাইল ফোন অপারেটর কম্পানি রবি’র প্রধান কার্যালয়ের পাশের সাততলা একটি ভবন ঘিরে রেখেছে পুলিশ ও র্যাবসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। গুলশান থানার এসআই রমজান বিষয়টি নিশ্চিত করে তিনি বলেন, এই ভবনের একটি তলায় সন্দেহভাজন কয়েকজন যুবক অবস্থান করছেন- এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সেখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অবস্থান করছেন।
তিনি আরও জানান, সাততলা ওই ভবনটির একটি তলায় ৬ থেকে ৭ জন যুবক অবস্থান করছেন। তবে এরা জঙ্গি কী-না সে বিষয়ে নিশ্চিত করে কিছু বলতে পারেননি তিনি। এ বিষয়ে যোগাযোগ করা হলে গুলশান থানার পরিদর্শক সালাউদ্দিন বলেন, এনসিসি ব্যাংক নয়, ঘটনাটি ঘটেছে ওই ভবনেই এলজি শো রুমে। তিন-চারজন যুবক দারোয়ানকে হুমকি ধামকি দিয়ে ভেতরে ঢুকে গেছে। তারা বয়সে তরুণ, কাঁধে ব্যাগ আছে। পুলিশ ভবনটি ঘিরে ফেলেছে। আমি ঘটনাস্থলে যাচ্ছি।
এই সংক্রান্ত আরো সংবাদ

দেশের কয়েকটি অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির শঙ্কা, নদীবন্দরে সতর্কতা
দেশের সাতটি অঞ্চলের ওপর দিয়ে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি ও বজ্রবৃষ্টিবিস্তারিত পড়ুন

শিবির সভাপতি: অন্তর্বর্তী সরকার জুলাই বিপ্লবকে ধারণ করতে পারেনি
ইসলামী ছাত্রশিবিরের সভাপতি জাহিদুল ইসলাম বলেছেন, “অন্তর্বর্তী সরকার পুরোপুরি ব্যর্থবিস্তারিত পড়ুন

মহাকাশে কতগুলো স্যাটেলাইট উৎক্ষেপণ করা হয়েছে, শীর্ষে কোন দেশ?
এখন পর্যন্ত পৃথিবীর কক্ষপথে মোট ৩০ হাজারের বেশি স্যাটেলাইট উৎক্ষেপণবিস্তারিত পড়ুন