‘গুলশানের ঘটনায় বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তিতে ছেদ পড়েছে’
১১তম ‘এশিয়া- ইউরোপ মিটিং’ (আসেম) সম্মেলনে জঙ্গিবাদের বিরুদ্ধে বাংলাদেশের শক্ত অবস্থানের কথা তুলে ধরা হয়েছে জানিয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘গুলশানের ঘটনায় বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তিতে কিছুটা ছেদ পড়েছে।’
প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার সরকারি বাসভবন গণভবনে এক সংবাদ সম্মেলনে একথা বলেন। মঙ্গোলিয়া সফরের ব্যাপারে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
বিকেল ৪টায় এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
বিদেশিদের চাইতে দেশের অনেকেই বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুন্ন করতে সক্রিয়- এমন মন্তব্য করে শেখ হাসিনা বলেন, ‘বাংলাদেশে যখন উন্নয়নের সোপানে পা দিয়েছে- তখন গুলশানের ঘটনা বিশ্বে বাংলাদেশে ভাবমূর্তিতে ছেদ পড়েছে।’
তিনি বলেন, ‘এসব সন্ত্রাসীদের অস্ত্রদাতা, যোগানদাতা, মদদদাতাদের খুঁজে বের করতে হবে। এজন্য সকলের সহযোগিতা করতে হবে।’
তুরস্কের ব্যর্থ সেনা অভ্যুত্থানের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, ‘বাংলাদেশ সব সময় অসাংবিধানিকভাবে ক্ষমতায় যাওয়ার বিপক্ষে। তুরস্কের জনগণ সেনা অভ্যত্থান ব্যর্থ করে প্রমাণ করে দিয়েছে জনগণই সকল ক্ষমতার উৎস।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১১তম ‘এশিয়া- ইউরোপ মিটিং’ (আসেম) সম্মেলন উপলক্ষে ১৪ থেকে ১৬ জুলাই পর্যন্ত মঙ্গোলিয়া সফর করেন।
এই সংক্রান্ত আরো সংবাদ

দেশের কয়েকটি অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির শঙ্কা, নদীবন্দরে সতর্কতা
দেশের সাতটি অঞ্চলের ওপর দিয়ে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি ও বজ্রবৃষ্টিবিস্তারিত পড়ুন

শিবির সভাপতি: অন্তর্বর্তী সরকার জুলাই বিপ্লবকে ধারণ করতে পারেনি
ইসলামী ছাত্রশিবিরের সভাপতি জাহিদুল ইসলাম বলেছেন, “অন্তর্বর্তী সরকার পুরোপুরি ব্যর্থবিস্তারিত পড়ুন

মহাকাশে কতগুলো স্যাটেলাইট উৎক্ষেপণ করা হয়েছে, শীর্ষে কোন দেশ?
এখন পর্যন্ত পৃথিবীর কক্ষপথে মোট ৩০ হাজারের বেশি স্যাটেলাইট উৎক্ষেপণবিস্তারিত পড়ুন