শুক্রবার, অক্টোবর ১০, ২০২৫

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

গুলশান হামলার নীলনকশা সরকারের হাতে : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, গুলশান হামলার নীলনকশা এখন সরকারের হাতে। এই হামলাকারী সবাই বাংলাদেশি এবং তা দেশীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্রের অংশ বলেও জানান তিনি।

আজ সোমবার দুপুরে রাজধানীর মোহাম্মদপুরে আওয়ামী লীগের এক সভায় স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।

থানা ও ওয়ার্ড পর্যায়ে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সন্ত্রাস ও জঙ্গিবাদবিরোধী কমিটি গঠন উপলক্ষে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের এই বর্ধিত সভার আয়োজন করা হয়।

সভায় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, সম্প্রতি বাংলাদেশে ঘটে যাওয়া সব টার্গেট কিলিং একই সুতোয় গাঁথা। গুলশান ও শোলাকিয়া হামলা সেই ষড়যন্ত্রেরই অংশ।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বাংলাদেশ ষড়যন্ত্রের শিকার হচ্ছে দেশি ও আন্তর্জাতিকভাবে। এটা তারই ধারাবাহিকতার অংশ বলে আমরা মনে করছি, যতগুলো প্রমাণ আমাদের হাতে এসেছে। যেই ষড়যন্ত্র করুক, তাদের নীলনকশা কিন্তু আমাদের কাছে এসে গেছে। এই সন্ত্রাসী এই জঙ্গিদের এ দেশে স্থান হবে না। এটা আমরা সমস্বরে বলতে চাই। এই আত্মবিশ্বাস আমাদের সবারই আছে। আমরা অবশ্যই পারব এই ষড়যন্ত্রকারীদের মোকাবিলা করতে।’

একই সভায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ অভিযোগ করেন, দেশকে অস্থিতিশীল করে সরকার পতন ঘটাতে একের পর এক ষড়যন্ত্র করছে বিএনপি-জামায়াত।

মাহবুব-উল আলম হানিফ বলেন, ‘বাংলাদেশে আন্তর্জাতিক কোনো সন্ত্রাসী সংগঠনের অস্তিত্ব নেই। এখানে যা কিছু ঘটছে সন্ত্রাসী নাশকতা বা হত্যাকাণ্ড, সবকিছুর পিছনে বিএনপি এবং জামায়াতের সন্ত্রাসীরা জড়িত। বিএনপি জামায়াত থেকে কখনো আলাদা হবে না, তারা বের হয়ে আসবে না। এই দুটি রাজনৈতিক শক্তিই যারা পাকিস্তানের তৈরি এবং আইএসের দ্বারা পরিচালিত হচ্ছে। ফলে তাদের আলাদা হওয়ার কোনো সুযোগ নেই।’

সভায় ঢাকা উত্তর সিটির মেয়র আনিসুল হক জানান, গুলশান হামলার পর ঢাকায়, বিশেষ করে কূটনৈতিক এলাকা গুলশান-বারিধারার বাড়তি নিরাপত্তায় বেশকিছু পরিকল্পনা নেওয়া হয়েছে।

মেয়র আরো বলেন, ‘বিদেশিরা ভয় পেয়ে যাচ্ছে এটাই সত্যি। কিন্তু এ থেকে তাদের বের করে আনতে হবে। আমরা সবাই মিলে যদি প্ল্যান করে কাজ করতে পারি তাহলে কিন্তু আমাদের ভয়ের কিছু নেই।’

বর্ধিত সভায় আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা বলেন, শুধু সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী কমিটি গঠন নয়, বরং জনগণকে সাথে নিয়ে জঙ্গিবাদ দমনে কার্যকর পদক্ষেপ নেওয়াই এই কমিটির মূল কাজ।

এই সংক্রান্ত আরো সংবাদ

৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের

জাতীয় পার্টিকে ৪৮ ঘণ্টার মধ্যে নিষিদ্ধ করাসহ তিন দাবি জানিয়েছেবিস্তারিত পড়ুন

নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া

গণ অধিকার পরিষদের আহত সভাপতি নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিয়েছেনবিস্তারিত পড়ুন

যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় দুই শিশু নিহত, আহত ১৭

যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যের মিনিয়াপোলিস শহরে একটি ক্যাথলিক স্কুলে জানালা দিয়েবিস্তারিত পড়ুন

  • গাজায় অনাহারে ২ শিশুসহ ১০ জনের মৃত্যু
  • যুক্তরাষ্ট্রে কমছে বিদেশি শিক্ষার্থী ও সংবাদকর্মীদের ভিসার মেয়াদ
  • সিগারেটের আগুন থেকে দাবানল, সাইপ্রাসের ১০০ বর্গকিলোমিটার বনাঞ্চল পুড়ে ছাই
  • চবিতে ফের স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ-ইটপাটকেল নিক্ষেপ, সহ-উপাচার্যসহ আহত ১০
  • রাকসু কার্যালয়ে ছাত্রদলের নেতা-কর্মীদের তালা-ভাঙচুর
  • স্বরাষ্ট্র উপদেষ্টা: অন্তর্বর্তী সরকারের আমলে ১,৬০৪ বার সড়ক অবরোধ হয়েছে
  • কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রেলপথ অবরোধ
  • স্ত্রী হত্যা মামলায় স্বামী গ্রেপ্তার
  • গণঅভ্যুত্থানে শহীদের কথা মাথায় রেখেই দেশটাকে নতুন করে গড়তে হবে
  • বিএনপি সুশাসনে ও জবাবদিহিতায় বিশ্বাস করে
  • ভাতার ১ম কিস্তি শুরু; গর্ভবতী ভাতার আবেদন শর্ত
  • ফোরজির সর্বনিম্ন গতি ১০ এমবিপিএস কার্যকর হচ্ছে সেপ্টেম্বর থেকে