বুধবার, অক্টোবর ২৩, ২০২৪

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

গুলশান হামলার নীলনকশা সরকারের হাতে : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, গুলশান হামলার নীলনকশা এখন সরকারের হাতে। এই হামলাকারী সবাই বাংলাদেশি এবং তা দেশীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্রের অংশ বলেও জানান তিনি।

আজ সোমবার দুপুরে রাজধানীর মোহাম্মদপুরে আওয়ামী লীগের এক সভায় স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।

থানা ও ওয়ার্ড পর্যায়ে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সন্ত্রাস ও জঙ্গিবাদবিরোধী কমিটি গঠন উপলক্ষে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের এই বর্ধিত সভার আয়োজন করা হয়।

সভায় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, সম্প্রতি বাংলাদেশে ঘটে যাওয়া সব টার্গেট কিলিং একই সুতোয় গাঁথা। গুলশান ও শোলাকিয়া হামলা সেই ষড়যন্ত্রেরই অংশ।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বাংলাদেশ ষড়যন্ত্রের শিকার হচ্ছে দেশি ও আন্তর্জাতিকভাবে। এটা তারই ধারাবাহিকতার অংশ বলে আমরা মনে করছি, যতগুলো প্রমাণ আমাদের হাতে এসেছে। যেই ষড়যন্ত্র করুক, তাদের নীলনকশা কিন্তু আমাদের কাছে এসে গেছে। এই সন্ত্রাসী এই জঙ্গিদের এ দেশে স্থান হবে না। এটা আমরা সমস্বরে বলতে চাই। এই আত্মবিশ্বাস আমাদের সবারই আছে। আমরা অবশ্যই পারব এই ষড়যন্ত্রকারীদের মোকাবিলা করতে।’

একই সভায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ অভিযোগ করেন, দেশকে অস্থিতিশীল করে সরকার পতন ঘটাতে একের পর এক ষড়যন্ত্র করছে বিএনপি-জামায়াত।

মাহবুব-উল আলম হানিফ বলেন, ‘বাংলাদেশে আন্তর্জাতিক কোনো সন্ত্রাসী সংগঠনের অস্তিত্ব নেই। এখানে যা কিছু ঘটছে সন্ত্রাসী নাশকতা বা হত্যাকাণ্ড, সবকিছুর পিছনে বিএনপি এবং জামায়াতের সন্ত্রাসীরা জড়িত। বিএনপি জামায়াত থেকে কখনো আলাদা হবে না, তারা বের হয়ে আসবে না। এই দুটি রাজনৈতিক শক্তিই যারা পাকিস্তানের তৈরি এবং আইএসের দ্বারা পরিচালিত হচ্ছে। ফলে তাদের আলাদা হওয়ার কোনো সুযোগ নেই।’

সভায় ঢাকা উত্তর সিটির মেয়র আনিসুল হক জানান, গুলশান হামলার পর ঢাকায়, বিশেষ করে কূটনৈতিক এলাকা গুলশান-বারিধারার বাড়তি নিরাপত্তায় বেশকিছু পরিকল্পনা নেওয়া হয়েছে।

মেয়র আরো বলেন, ‘বিদেশিরা ভয় পেয়ে যাচ্ছে এটাই সত্যি। কিন্তু এ থেকে তাদের বের করে আনতে হবে। আমরা সবাই মিলে যদি প্ল্যান করে কাজ করতে পারি তাহলে কিন্তু আমাদের ভয়ের কিছু নেই।’

বর্ধিত সভায় আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা বলেন, শুধু সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী কমিটি গঠন নয়, বরং জনগণকে সাথে নিয়ে জঙ্গিবাদ দমনে কার্যকর পদক্ষেপ নেওয়াই এই কমিটির মূল কাজ।

এই সংক্রান্ত আরো সংবাদ

১ লাখ ৪০ হাজার ছাড়াল স্বর্ণের ভরি

দেশের বাজারে ফের স্বর্ণের দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্সবিস্তারিত পড়ুন

জাতিসংঘ: বাংলাদেশে চরম দারিদ্র্যে ৪ কোটি ১৭ লাখ মানুষ

জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) প্রকাশিত একটি প্রতিবেদন অনুযায়ী বাংলাদেশে চরমবিস্তারিত পড়ুন

টাঙ্গাইলে বাসার সামনে থেকে পুলিশ সুপারের মোবাইল ফোন ছিনতাই

টাঙ্গাইলে বাসার সামনে থেকে ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট পুলিশ সুপারবিস্তারিত পড়ুন

  • আসিফ নজরুল: সাকিবের প্রতি মানুষের ক্ষোভ অযৌক্তিক নয়
  • খুলনায় মসজিদে দানের ছাগল নিয়ে সংঘর্ষ, মুসল্লির মৃত্যু
  • নওগাঁয় কিশোর গ্যাংয়ের হামলায় সমন্বয়ক ও শিক্ষার্থী আহত, আটক ৩
  • প্রবারণা পূর্ণিমার বর্ণিল উৎসব বান্দরবানে
  • দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকারের কার্যকর পদক্ষেপ চান তারেক
  • মতিয়া চৌধুরী মারা গেছেন
  • হাইকোর্টে ১২ বিচারপতিকে বেঞ্চ না দেওয়ার সিদ্ধান্ত
  • ঢাকা বিশ্ববিদ্যালয়ে আঁকা গ্রাফিতি হেঁটে দেখলেন ড. ইউনূস
  • মাধ্যমিকে ফের চালু হচ্ছে বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগ
  • তত্ত্বাবধায়ক সরকার ফিরিয়ে আনতে মির্জা ফখরুলের রিভিউ আবেদন
  • শিক্ষা ভবনের সামনে সড়কে শুয়ে শিক্ষকদের অবরোধ
  • ডেঙ্গুতে একদিনে আরও ৩ জনের মৃত্যু