মঙ্গলবার, এপ্রিল ২২, ২০২৫

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

গুলশান হামলার নীলনকশা সরকারের হাতে : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, গুলশান হামলার নীলনকশা এখন সরকারের হাতে। এই হামলাকারী সবাই বাংলাদেশি এবং তা দেশীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্রের অংশ বলেও জানান তিনি।

আজ সোমবার দুপুরে রাজধানীর মোহাম্মদপুরে আওয়ামী লীগের এক সভায় স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।

থানা ও ওয়ার্ড পর্যায়ে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সন্ত্রাস ও জঙ্গিবাদবিরোধী কমিটি গঠন উপলক্ষে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের এই বর্ধিত সভার আয়োজন করা হয়।

সভায় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, সম্প্রতি বাংলাদেশে ঘটে যাওয়া সব টার্গেট কিলিং একই সুতোয় গাঁথা। গুলশান ও শোলাকিয়া হামলা সেই ষড়যন্ত্রেরই অংশ।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বাংলাদেশ ষড়যন্ত্রের শিকার হচ্ছে দেশি ও আন্তর্জাতিকভাবে। এটা তারই ধারাবাহিকতার অংশ বলে আমরা মনে করছি, যতগুলো প্রমাণ আমাদের হাতে এসেছে। যেই ষড়যন্ত্র করুক, তাদের নীলনকশা কিন্তু আমাদের কাছে এসে গেছে। এই সন্ত্রাসী এই জঙ্গিদের এ দেশে স্থান হবে না। এটা আমরা সমস্বরে বলতে চাই। এই আত্মবিশ্বাস আমাদের সবারই আছে। আমরা অবশ্যই পারব এই ষড়যন্ত্রকারীদের মোকাবিলা করতে।’

একই সভায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ অভিযোগ করেন, দেশকে অস্থিতিশীল করে সরকার পতন ঘটাতে একের পর এক ষড়যন্ত্র করছে বিএনপি-জামায়াত।

মাহবুব-উল আলম হানিফ বলেন, ‘বাংলাদেশে আন্তর্জাতিক কোনো সন্ত্রাসী সংগঠনের অস্তিত্ব নেই। এখানে যা কিছু ঘটছে সন্ত্রাসী নাশকতা বা হত্যাকাণ্ড, সবকিছুর পিছনে বিএনপি এবং জামায়াতের সন্ত্রাসীরা জড়িত। বিএনপি জামায়াত থেকে কখনো আলাদা হবে না, তারা বের হয়ে আসবে না। এই দুটি রাজনৈতিক শক্তিই যারা পাকিস্তানের তৈরি এবং আইএসের দ্বারা পরিচালিত হচ্ছে। ফলে তাদের আলাদা হওয়ার কোনো সুযোগ নেই।’

সভায় ঢাকা উত্তর সিটির মেয়র আনিসুল হক জানান, গুলশান হামলার পর ঢাকায়, বিশেষ করে কূটনৈতিক এলাকা গুলশান-বারিধারার বাড়তি নিরাপত্তায় বেশকিছু পরিকল্পনা নেওয়া হয়েছে।

মেয়র আরো বলেন, ‘বিদেশিরা ভয় পেয়ে যাচ্ছে এটাই সত্যি। কিন্তু এ থেকে তাদের বের করে আনতে হবে। আমরা সবাই মিলে যদি প্ল্যান করে কাজ করতে পারি তাহলে কিন্তু আমাদের ভয়ের কিছু নেই।’

বর্ধিত সভায় আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা বলেন, শুধু সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী কমিটি গঠন নয়, বরং জনগণকে সাথে নিয়ে জঙ্গিবাদ দমনে কার্যকর পদক্ষেপ নেওয়াই এই কমিটির মূল কাজ।

এই সংক্রান্ত আরো সংবাদ

ব্যাংকক থেকে ঢাকার উদ্দেশে রওনা দিয়েছেন প্রধান উপদেষ্টা

ষষ্ঠ বিমসটেক শীর্ষ সম্মেলনে অংশগ্রহণ শেষে প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদবিস্তারিত পড়ুন

বিশ্বকবির ম্যুরাল থেকে কালি মুছে দিল উপজেলা প্রশাসন

কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ম্যুরালে কালি দিয়ে মুখবিস্তারিত পড়ুন

ফখরুল: ইউনূস–মোদির বৈঠক আশার আলো দেখাচ্ছে

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রীবিস্তারিত পড়ুন

  • জুতার মালা পরিয়ে লাঞ্ছিত করা সেই বীর মুক্তিযোদ্ধার বাড়িতে হামলা-ভাঙচুর
  • দেশে ফিরেছেন মুহাম্মদ ইউনূস
  • মিরপুরে ঝগড়ার জেরে ‘সাততলা থেকে ফেলে’ যুবককে হত্যার অভিযোগ
  • ‘হলে থাকতেন-টিউশনি করতেন, এখন পাঁচ-ছয় কোটি টাকার গাড়িতে চড়েন’
  • শুক্রবার বৈঠকে বসছেন ইউনূস-মোদি
  • এসএসসি পেছানোর দাবিতে আন্দোলনের হুঁশিয়ারি, যা বলছে শিক্ষা বোর্ড
  • মব-নারীবিদ্বেষ-তৌহিদি জনতা: দেশে চরমপন্থা বিকাশের সুযোগ সত্যি নাকি বিভ্রান্তি?
  • নাহিদ: আওয়ামী দুঃশাসনের ভুক্তভোগীদের কাছে ৫ আগস্ট অবশ্যই দ্বিতীয় স্বাধীনতা
  • দেশে গ্যাস অনুসন্ধানে মস্কোর সহযোগিতা চায় ঢাকা
  • ঈদের চাঁদ দেখা নিয়ে যে আহ্বান জানালো সৌদি আরব
  • ৬ ডলারে নামছে না রোহিঙ্গাদের খাদ্য সহায়তা, কমছে ৫০ সেন্ট
  • আরও একমাস বাড়লো পাঁচটি সংস্কার কমিশনের মেয়াদ