গুলিস্তান থেকে দেড়শতাধিক হকার-ব্যবসায়ী আটক

সংঘর্ষ ও পুলিশের কাজে বাধা দেয়ার অপরাধে রাজধানীর গুলিস্তানে ঢাকা ট্রেড সেন্টারের সামনে থেকে দেড়শতাধিক হকার ও ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
শুক্রবার দুপুরের দিকে গুলিস্তান ফুটপাত ও ঢাকা ট্রেড সেন্টার থেকে তাদের আটক করা হয় বলে জানান পল্টন থানার ওসি মশিউর রহমান।
তিনি জানান, সকালে ফুটপাত ব্যবসায়ীদের সাথে দোকান মালিকদের সংঘর্ষ শুরু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেখান পুলিশ গেলে ফুটপাত ব্যবসায়ীরা পুলিশের ওপরে চড়াও হয়। তাদের ছোড়া ইট-পাটকেলে মাথায় আঘাত পান মতিঝিল জোনের পুলিশের ডিসি আনোয়ার হোসেন। গুরুত্ব আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেলে নেয়া হয়।
পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে। এসময় হকাররা গুলিস্তানের সড়ক অবরোধ করে বিক্ষোভ চালায়। এতে বন্ধ হয়ে যায় বায়তুল মোকাররম থেকে গুলিস্তান, নবাবপুর এবং ফুলবাড়ীয়া বাসস্ট্যান্ড সংলগ্ন সড়কে যানচলাচল।
গতকাল বৃহস্পতিবারও গুলিস্তানে হকারদের সঙ্গে স্থানীয় দোকানদারদের দফায় দফায় সংঘর্ষ হয়। হকার উচ্ছেদ করে চলাচলের উপযোগী করা ফুটপাত ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকন ও ঢাকা মহানগর পুলিশ কমিশনার আছাদুজ্জামান মিয়া পরিদর্শন করে যাওয়ার পরপরই এই সংঘর্ষ বাঁধে।
ঢাকা ট্রেড সেন্টারের ব্যবসায়ীদের অভিযোগ, ফুটপাতে হকারদের উচ্ছেদ করার পরও তারা আবার বসে ব্যবসা চালিয়ে যাচ্ছে। চলে যেতে বললে না গিয়ে উল্টো কমিটির লোকদের মারধর শুরু করে হকাররা।
এই সংক্রান্ত আরো সংবাদ

দেশের কয়েকটি অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির শঙ্কা, নদীবন্দরে সতর্কতা
দেশের সাতটি অঞ্চলের ওপর দিয়ে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি ও বজ্রবৃষ্টিবিস্তারিত পড়ুন

শিবির সভাপতি: অন্তর্বর্তী সরকার জুলাই বিপ্লবকে ধারণ করতে পারেনি
ইসলামী ছাত্রশিবিরের সভাপতি জাহিদুল ইসলাম বলেছেন, “অন্তর্বর্তী সরকার পুরোপুরি ব্যর্থবিস্তারিত পড়ুন

মহাকাশে কতগুলো স্যাটেলাইট উৎক্ষেপণ করা হয়েছে, শীর্ষে কোন দেশ?
এখন পর্যন্ত পৃথিবীর কক্ষপথে মোট ৩০ হাজারের বেশি স্যাটেলাইট উৎক্ষেপণবিস্তারিত পড়ুন