গৃহকর্মীর অভিযোগ ধর্ষণ, বিএনপি নেতার চুরির মামলা
ভয় দেখিয়ে নবম শ্রেণিতে পড়ুয়া গৃহকর্মীকে ধর্ষণের অভিযোগ উঠেছে ঝালকাঠির নলছিটির ব্যবসায়ী ও জেলা বিএনপির জলবায়ু বিষয়ক সম্পাদক কবির জমাদ্দারের বিরুদ্ধে। আর কবির জমাদ্দার দাবি করছেন, চুরির মামলা থেকে বাঁচতে তার নামে মিথ্যা অপবাদ দিচ্ছে ওই গৃহকর্মী।
জমাদ্দারের করা চুরির মামলায় আজ বৃহস্পতিবার ওই গৃহকর্মীসহ চারজন ঝালকাঠির বিচারিক হাকিম আদালতে আত্মসমর্পণ করলে বিচারক তিনজনের জামিন মঞ্জুর করেন এবং গৃহকর্মী খুকুমনিকে (১৪) জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন। ১৪ বছরের এ কিশোরী বর্তমানে ঝালকাঠি কারাগারে আটক।
আদালতে আত্মসমর্পণ করার আগে চুরির মামলার আসামি ওই গৃহকর্মী অভিযোগ করে, নলছিটির শুকতারা ব্রিকস-এর মালিক কবির হোসেন জমাদ্দার তাদের বাড়ির পাশের প্রতিবেশী। বাবার দারিদ্র্যের কারণে চার বছর আগে তার পড়াশোনার সুযোগ দেওয়ার কথা বলে তাকে নিজের বাড়িতে নেন কবির জমাদ্দার। গত বছর তালতলা ইলেন ভুট্টো বালিকা বিদ্যালয়ের ছাত্রী হিসেবে জেএসসি পরীক্ষায় পাস করে নবম শ্রেণীতে ভর্তি হয় সে। কিছুদিন আগে কবির জমাদ্দার পিস্তলের ভয় দেখিয়ে তাকে শারীরিক ও যৌন নির্যাতন করেন। এমনকি বিষয়টি কাউকে জানালে তাকে ও বাবা-মাকে হত্যার হুমকি দেন।
গৃহকর্মী খুকুমণি আরও বলে, একপর্যায়ে সে অন্তঃসত্ত্বা হয়ে পড়লে কবির জমাদ্দার জোর করে তার গর্ভপাত ঘটান। বিষয়টি জানাজানি হলে তার বাবা-মায়ের কাছে তাকে রেজিস্ট্রি ছাড়া গোপনে বিয়ের প্রস্তাব দেন। একপর্যায়ে গৃহকর্মী তার মায়ের অসুখের কথা বলে বাড়িতে এসে আর কবির জমাদ্দারের বাড়িতে ফিরে না যাওয়ার সিদ্ধান্ত জানায়। এতে কবির জমাদ্দার ক্ষুব্ধ হয়ে তার বাবাসহ পাঁচজনকে আসামি করে নলছিটি থানায় একটি চুরির মামলা করেন।
খুকুমণির বাবা অভিযোগ করেন, তার মেয়েকে রেজিস্ট্রি ছাড়াই বিয়ে করেন কবির জমাদ্দার। তিনি বলেন, “কিন্তু এখন জমাদ্দার বিয়ের কথা অস্বীকার করছে। উল্টো আমাদের পরিবারের নামে একটি চুরির মামলা দিয়ে হয়রানি করছে। এলাকার কারো কাছে নালিশ করে কোনো সুরাহা পাচ্ছি না।”
ইলেন ভুট্টো বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুলতান আহম্মেদ জানান, “খুকুমনি আমার স্কুলের একজন নিয়মিত ছাত্রী হিসেবে পড়াশোনা করত। বর্তমানে একটি মামলায় জেল হাজতে রয়েছে।”
ধর্ষণের অভিযোগ সম্পর্কে জেলা বিএনপির জলবায়ু বিষয়ক সম্পাদক কবির জমাদ্দার বলেন, “এই অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। চুরির ঘটনা ধরা পড়ায় সে আমার নামে মিথ্যা অভিযোগ করেছে। এলাকার সবাই বিষয়টি জানে। পুলিশও বিষয়টি তদন্ত করে সত্যতা পেয়েছে।”
কবির হোসেন তার মামলায় অভিযোগ করেন, “ওই গৃহকর্মী তার এলাকার আসমা বেগম, আব্দুল মন্নান ও জাকির হোসেনের যোগসাজশে গত ৮ জানুয়ারি থেকে ১৮ জানুয়ারির মধ্যে কোনো এক সময় তার বাড়ির ড্রয়ার ভেঙে নগদ তিন লাখ ১০ হাজার টাকা ও সোনার অলংকারসহ ৪ লাখ ১৫ হাজার টাকার মালামাল নিয়ে যায়।”
এ ব্যাপারে নলছিটি থানার পুলিশ জানায়, কবির হোসেন জমাদ্দার গৃহকর্মী ও তার বাবাসহ পাঁজনকে আসামি করে নলছিটি থানায় ৩১ জানুয়ারি ৪ লাখ ১৫ হাজার টাকার চুরির অভিযোগে মামলা করেন। বৃহস্পতিবার ওই গৃহকর্মীসহ চারজন ঝালকাঠির বিচারিক হাকিম আদালতে আত্মসমর্পণ করলে বিচারক তিনজনের জামিন মঞ্জুর করেন এবং খুকুমনিকে (১৪) জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।
মামলার তদন্ত কর্মকর্তা নলছিটি থানার উপপরিদর্শক আবুল কালাম বলেন, “কবির হোসেন জমাদ্দারের বিশ্বস্ত গৃহকর্মী ছিল ওই মেয়ে। তার কাছে ঘরের সব চাবি থাকত। আমরা মামলা তদন্ত করছি। আশা করি এ ঘটনার সঠিক কারণ উদঘাটন করতে পারব।”
এই সংক্রান্ত আরো সংবাদ
তারাবির নামাজে দুই মুসল্লির হাতাহাতি, ঘুষিতে একজনের মৃত্যু
পটুয়াখালীর বাউফলে তারাবির নামাজ আদায়কে কেন্দ্র করে হাতাহাতির একপর্যায়ে একজনেরবিস্তারিত পড়ুন
গৃহবধূ সীমার লাশের দুই টুকরা উদ্ধার!
ঝালকাঠির রাজাপুর উপজেলায় সীমা নামে এক গৃহবধূর মরদেহের দুই টুকরাবিস্তারিত পড়ুন
ঝালকাঠিতে গৃহবধূকে ধর্ষণ, আসামী গ্রেফতারের চেষ্টা চলছে ..
ঝালকাঠিতে এক গৃহবধূকে ধর্ষনের আভিযোগে ঝালকাঠি থানায় মামলা দায়ের করাবিস্তারিত পড়ুন