গৃহবধুর লাশ ঘরে রেখেই পালালো স্বামী সহ শ্বশুর বাড়ির সবাই
লালমনিরহাটে যৌতুকের দাবিতে এক গৃহবধূকে হত্যার পর লাশ ঘরে রেখেই পালিয়েছেন স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন। সোমবার রাতে পুলিশ মৌসুমী বেগম নামে ওই গৃহবধূর লাশ উদ্ধার করে। আদিতমারী উপজেলার সীমান্তবর্তী দক্ষিণ গোবধা গ্রামে এ ঘটনা ঘটে।
মঙ্গলবার গৃহবধূর লাশ হাসপাতাল মর্গে পাঠানো হয়। এ ঘটনায় মৌসুমীর বাবা বাদী হয়ে আদিতমারী থানায় মামলা করেছেন।
মৌসুমীর বাবা মমিন উদ্দিন নুরনবী অভিযোগ করেন, আড়াই বছর আগে মৌসুমীর বিয়ে হয়। বিয়ের কিছুদিন পরই যৌতুকের জন্য স্বামী নুরনবী তার ওপর নির্যাতন শুরু করে। এ নিয়ে স্থানীয়ভাবে কয়েক দফা সালিশ বৈঠকও হয়েছিল। সোমবার বিকেলেও নুরনবীর সঙ্গে মৌসুমীর কথা কাটাকাটি হয়। এ সময় নুরনবী উত্তেজিত হয়ে মৌসুমীর গলায় রশি চেপে ধরে। এতে নিস্তেজ হয়ে তার মৃত্যু হয়। অবস্থা বেগতিক দেখে নুরনবী ও তার পরিবারের লোকজন লাশ ঘরে ফেলে রেখে পালিয়ে যায়।
মমিন উদ্দিন বলেন, যৌতুকের টাকা পরিশোধ করা না হলে আমার মেয়েকে মেরে ফেলা হবে বলে হুমকি দিত নুরনবী। আর শেষ পর্যন্ত আমার মেয়েকে তারা মেরেই ফেলল।
এ ঘটনায় মৌসুমীর বাবা মমিন উদ্দিন নুরনবীসহ পাঁচজনের নামে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন।
আদিতমারী থানার ওসি (তদন্ত) আবদুস সোবহান জানান, ময়নাতদন্ত প্রতিবেদন পেলে বিষয়টি পরিষ্কার হবে। আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।
এই সংক্রান্ত আরো সংবাদ
আরতদাড়ের সাথে বিরোধ, রহনপুর বাজারে আম বিক্রি বন্ধ
আম চাষিরা আমের মণ সর্বোচ্চ ৪৮ কেজি করার দাবিতে চাঁপাইনবাবগঞ্জেরবিস্তারিত পড়ুন
ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ শুরু
লালমনিরহাট থেকে বুড়িমারী এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত হওয়া ৩টি বগি উদ্ধারবিস্তারিত পড়ুন
পাটগ্রাম সীমান্তে ভারতীয় নাগরিক আটক
লালমনিরহাটের পাটগ্রাম সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে অণুপ্রবেশের দায়ে ভারতীয় নাগরিকবিস্তারিত পড়ুন