গৃহবধূকে হত্যা করে লাশ ঝুলিয়ে রাখে স্বামী-শাশুড়ি-ভাসুর!
টাঙ্গাইল: জেলার বাসাইলে শিমু সরকার (২৬) নামে এক গৃহবধূকে হত্যা করে লাশ ঝুলিয়ে রাখার অভিযোগ উঠেছে।
নিহত শিমুর মা অভিযোগ করেন, স্বামী, শাশুড়ি, ভাসুর মিলে শিমুকে হত্যার পর লাশ ঝুলিয়ে রেখে আত্মহত্যা বলে চালিয়ে দেয়ার চেষ্টা করছেন।
১৯ মে উপজেলার বন্দেকুমারজানী এলাকায় এ ঘটনা ঘটে। শিমু সরকার বাসাইল পূর্বপাড়ার মৃত অঞ্চল সরকারের মেয়ে। পুলিশ ওই দিনই বিকালে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।
নিহত শিমুর পরিবার জানায়, বাসাইল পূর্বপাড়ার মৃত অঞ্চল সরকারের মেয়ে শিমু সরকারের সাথে একই উপজেলার বন্দেকুমারজানী গ্রামের ফটিক ম-লের ছেলে রতন সরকারের বিয়ে হয়। বিয়ের প্রায় ৩ বছর পর থেকেই যৌতুকের দাবিতে শিমুকে মারধর করত স্বামী, শাশুড়ি ও তার ভাসুররা। গত এক বছর আগেও রতন সরকার যৌতুক হিসেবে ৫০ হাজার টাকা দাবি করেন। শিমু নিরীহ পরিবারের হওয়ায় টাকা যোগার করতে পারেনি। এরপর থেকে দিন দিন নির্যাতনের মাত্রা আরও বেড়ে যায়। এ নিয়ে দুপক্ষের মাতাব্বররা দফায় দফায় মীমাংসার জন্য গ্রাম্য সালিশে বসে। এতেও কোন সমাধান হয়নি। সর্বশেষ গত ১৮ মে রাতে বিষয়টি মীমাংসার জন্য দুদিনের ভার নেন স্থানীয় মাতাব্বররা। দুদিন পার হতে না হতেই ওইদিন রাতেই শিমুকে হত্যা করে লাশ ঝুলিয়ে রাখে।
এদিকে মামলার এক সপ্তাহ পেরুলেও পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেনি। এ ঘটনায় পুলিশের ভূমিকা রহস্যজনক বলে অভিযোগ করে তার পরিবার।
শিমুর মা কাঞ্চন রাণী সরকার জানান, গত ১৮ মে দুপুরে শিমুর শ্বশুরবাড়ি গেলে ওই বাড়ির লোকজনে আমাকে ও শিমুকে মারধর করে। পরে শিমুর চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এসে আমাদের উদ্ধার করে। তবু আমি শিমুকে শ্বশুরবাড়িতেই রেখে আসি। পরের দিন ১৯ মে দুপুরে ফোন করে আমাদের জানানো হয়, শিমু ফাঁস নিয়ে আত্মহত্যা করেছে। আমরা দ্রুত ওই বাড়িতে গিয়ে দেখি শিমুকে মেরে তার লাশ ঘরের ধন্নার সাথে ঝুলিয়ে রেখেছে। এ সময় শিমুর স্বামীর বাড়ির লোকজন বাড়িতে ছিলেন না।
এ ব্যাপারে বাসাইল পূর্বপাড়ার স্থানীয় সাবেক ইউপি সদস্য ছানোয়ার রহমান মাখন জানান, দীর্ঘদিন যাবৎ শিমু সরকারকে যৌতুকের দাবিতে মারধর করত। কিছুদিন আগেও শিমুর স্বামী যৌতুক হিসেবে ৫০ হাজার টাকা দাবি করে। মেয়েটির পরিবার অসচ্ছল হওয়ায় এত টাকা যোগাড় করতে পারেনি। এ ঘটনায় বাসাইল পৌর মেয়রকে নিয়ে দফায় দফায় দুপক্ষের সালিশের তারিখ দিলেও শিমুর শ্বশুরবাড়ির কোন লোক আসেনি।
এ ব্যাপারে মামলার আইও বাসাইল থানার এসআই মো. আমিনুল ইসলাম জানান, এ ঘটনায় শিমু সরকারের মা কাঞ্চন রাণী সরকার হত্যা মামলা করেছেন। আসামিদের গ্রেপ্তারে চেষ্টা চলছে।
এই সংক্রান্ত আরো সংবাদ
টাঙ্গাইলে ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা
টাঙ্গাইলের নাগরপুরে ছাত্রলীগ নেতা জাহিদ হাসান ঝলককে বাড়ি থেকে ডেকেবিস্তারিত পড়ুন
তীব্র যানজটঃ ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে বঙ্গবন্ধু সেতু পর্যন্ত
গত কয়েক দিনের টানা বৃষ্টি, খানা খন্দক আর ভাঙ্গাচোরা ব্রিজেরবিস্তারিত পড়ুন
ঢাকা-উত্তরবঙ্গ ট্রেন বন্ধ !
টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় পৌলি নদীর ওপরের রেলসেতুর একাংশের মাটি বন্যারবিস্তারিত পড়ুন