গৃহবধূর ইজ্জতের দাম ৮ লাখ টাকা, ১০ হাজার নগদ

প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ করলো তার নিকটাত্মীয়। পরে গ্রাম্য সালিশে গৃহবধূর ইজ্জতের দাম ধরা হয় ৮ লাখ টাকা! ধর্ষককে সেই টাকা দিতে বলা হয়। পরে স্থানীয়দের মাঝে বিষয়টি নিয়ে রীতিমতো তোলপাড় সৃষ্টি হয়েছে। ধর্ষণের শিকার ওই নারীর বাড়ি মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার পাতিলাপাড়ায়।
জানা গেছে, এক বছর আগে উপজেলার দিঘুলিয়া ইউনিয়নের ভোয়া গ্রামে ওই নারীর বিয়ে হয়। বিয়ের পর তার স্বামী কাতার পাড়ি জমান। এরপর থেকে গৃহবধূর স্বামীর বাড়ির এক নিকটাত্মীয় তাকে উত্ত্যক্ত করে আসছে।
গত ১৮ মার্চ রাতে ঘরে ঢুকে গৃহবধূকে ধর্ষণ করে ওই ব্যক্তি। গৃহবধূর চিৎকারে আশপাশের মানুষ এগিয়ে গেলে ধর্ষক পালিয়ে যায়। খবর পেয়ে গৃহবধূর মা ও ফুপা তাকে নিজের বাড়িতে নিয়ে যান। গৃহবধূর বাবার বাড়ির লোকেরা এ ঘটনার বিচার চান বডাইদ ইউপি চেয়ারম্যান হারুনুর রশিদ ও সদস্য এছাক মিয়ার কাছে।
২৪ মার্চ বডাইদ ইউনিয়ন পরিষদে সালিশ বসে। সালিশে গৃহবধূর ইজ্জতের দাম ধরা হয় ৮ লাখ টাকা! ধর্ষককে সেই টাকা দিতে বলা হয়। এ সময় ধর্ষক ১০ হাজার টাকা নগদ দিয়ে ৭ লাখ ৯০ হাজার টাকা পরে দেওয়ার অঙ্গীকার করে। ঘটনার ১৭ দিন পার হলেও বৃহস্পতিবার পর্যন্ত ধর্ষিতার পরিবারকে টাকা দেয়নি ধর্ষক।
বিচারের টাকা পেতে উল্টো বাদীর পরিবারের কাছে ২ লাখ টাকা দাবি করছে। এ ঘটনায় বৃহস্পতিবার সাটুরিয়া থানায় ধর্ষণ মামলা করা হয়েছে। ইউপি চেয়ারম্যান মো. হারুনর রশিদ জরিমানা ধার্য করার বিষয়টি স্বীকার করেছেন।
এই সংক্রান্ত আরো সংবাদ

সিলেটে মোহসিন আহমেদ চৌধুরীর বাসভবনে হামলা ও ডাকাতি
নিজস্ব সংবাদদাতাঃ আওয়ামী লীগ নেতা মোহসিন আহমেদ চৌধুরীর সিলেট শহরেরবিস্তারিত পড়ুন

রাবিতে অ্যালামনাই অ্যাসোসিয়েশন নির্বাচনের দাবিতে বিক্ষোভ
রাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশন নির্বাচনের দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) বর্তমান ওবিস্তারিত পড়ুন

ডিএমপি: ৫ আগস্ট পুলিশের ওপর হামলার ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে
ঢাকা মহানগর পুলিশের রমনা বিভাগের উপকমিশনার (ডিসি) মো. সারোয়ার জাহানবিস্তারিত পড়ুন