গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় শয়নকক্ষ থেকে গলায় ওড়না পেঁচানো অবস্থায় পান্না বেগম নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে উপজেলার শিবপুর ইউনিয়নের আমিনের ভিটা গ্রাম থেকে লাশটি উদ্ধার করা হয়।
পান্না বেগম ওই গ্রামের আবুল কালামের স্ত্রী এবং দিনাজপুর জেলার ঘোড়াঘাট উপজেলার সাহেবগঞ্জ গ্রামের বাঙ্গাল মিয়ার মেয়ে।
পুলিশ জানায়, চার মাস আগে আব্দুস সোবহান মিয়ার ছেলে আবুল কালামের সাথে বাঙ্গাল মিয়ার মেয়ে পান্না বেগমের বিয়ে হয়। এর আগে আবুল কালামের একবার বিয়ে হয়েছিল। সে সংসারে তার তিন ছেলেমেয়ে রয়েছে।
বুহস্পতিবার সকালে ঘুম থেকে উঠে নিজের শয়নকক্ষে গলায় ওড়না পেঁচিয়ে ঝুলন্ত অবস্থায় পান্নাকে দেখতে পান আবুল কালাম। তার চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে আসে। পরে পুলিশে খবর দিলে দুপুর ২টার দিকে লাশটি উদ্ধার করা হয়।
গোবিন্দগঞ্জ থানার ভারগ্রাপ্ত কর্মকর্তা মজিবুর রহমান জানান, পান্না বেগমের লাশ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনাটি হত্যা না আত্মহত্যা ময়নাতদন্ত রিপোর্ট পেলে তা জানা যাবে।
ঘটনার পর থেকে আবুল কালাম পলাতক রয়েছে বলেও জানান তিনি।
এই সংক্রান্ত আরো সংবাদ

গাইবান্ধায় সাড়ে তিন বছরের শিশু ধর্ষণের চেষ্টায় যুবক গ্রেপ্তার
গাইবান্ধা সদর উপজেলায় সাড়ে তিন বছরের একটি শিশুকে ধর্ষণের চেষ্টাবিস্তারিত পড়ুন
গাইবান্ধার ফুলছড়িতে স্ত্রীকে শ্বাসরোধে হত্যা
এল. এন. শাহী, গাইবান্ধা জেলা প্রতিনিধি: গাইবান্ধার ফুলছড়িতে যৌতুকের দাবীতেবিস্তারিত পড়ুন

গাইবান্ধায় কিংবদন্তি মীরের বাগানে ইচ্ছা পূরণের মাসব্যাপী বৈশাখী মেলা
এল.এন শাহী, গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ গাইবান্ধার সদর উপজেলার ঘাগোয়া ইউনিয়নেরবিস্তারিত পড়ুন